ETV Bharat / entertainment

Amitabh Meets Messi-Ronaldo: 'অবিশ্বাস্য এক সন্ধ্যা', রিয়াধে মেসি-রোনাল্ডোদের সঙ্গে সাক্ষাতে আপ্লুত বিগ বি - Cristiano Ronaldo

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সঙ্গে সাক্ষাতের পর আপ্লুত অমিতাভ বচ্চন (Amitabh Bachchan meets Cristiano Ronaldo Lionel Messi in Riyadh)৷ তাঁর কথায় রিয়াধে অবিশ্বাস্য এক সন্ধে কাটিয়েছেন তিনি ৷ সেই বিশেষ মুহূর্তের ভিডিয়োও পোস্ট করেছেন বিগ বি (Amitabh Meets Messi-Ronaldo)৷

Amitabh Bachchan meets Cristiano Ronaldo, Lionel Messi ETV Bharat
মেসি-রোনাল্ডোদের সাক্ষাতে বিগ বি
author img

By

Published : Jan 20, 2023, 5:18 PM IST

রিয়াধ (সৌদি আরব), 20 জানুয়ারি: রিয়াধে দুই কিংবদন্তি তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Amitabh Bachchan meets Cristiano Ronaldo Lionel Messi in Riyadh) সঙ্গে সাক্ষাতে আপ্লুত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ তিনি বললেন, ফুটবল তারকাদের সঙ্গে কাটানো সেই মুহূর্ত তাঁর কাছে অবিশ্বাস্য ৷ 'এমন সুন্দর একটা সন্ধ্যা'র ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউডের শাহেনশা (Amitabh Meets Messi-Ronaldo)৷

মেসি-রোনাল্ডোদের সঙ্গে অমিতাভ: পিএসজি বনাম আল নাসরের মধ্যে বন্ধুত্বপূর্ণ ম্যাচের আসরে হাজির ছিলেন বিগ বি ৷ শুক্রবার ম্যাচের আগে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন তিনি ৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ভিডিয়ো শেয়ার করেছেন বিগ বি । 'রানওয়ে 34'-এর অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সৌদি আরবের রিয়াধের কিং ফাহদ আন্তর্জাতিক স্টেডিয়ামের সেই অবিস্মরণীয় সন্ধ্যার স্মৃতি পোস্ট করেছেন ।

'অবিশ্বাস্য মুহূর্তের' ভিডিয়ো পোস্ট বিগ বি-র: ভিডিয়োতে অমিতাভকে মাঠে হাঁটতে এবং ম্যাচের আগে খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে । রোনাল্ডো ও মেসির সঙ্গে করমর্দনও করেন বলিউডের শাহেনশা । অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ছিলেন নেইমার এবং কিলিয়ান এমবাপের মতো তারকারাও ৷ ফুটবল তারকাদের সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটানোর মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে ক্যাপশনে অমিতাভ লিখেছেন, "'রিয়াধে একটি সন্ধ্যা ..' কী দারুণ একটি সন্ধ্যা .. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, এমবাপে, নেইমার সবাই একসঙ্গে খেলছেন .. এবং ম্যাচ উদ্বোধনের জন্য আমন্ত্রিত অতিথি । খেলা .. পিএসজি বনাম রিয়াদ সিজনস .. অবিশ্বাস্য !!!"

আরও পড়ুন: দেশে মতপ্রকাশ ও নাগরিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে, কলকাতায় দাঁড়িয়ে মন্তব্য অমিতাভের

হয়তো শেষবার মুখোমুখি মেসি-রোনাল্ডো: ম্যাচ চলাকালীন সৌদি অল-স্টার একাদশের বিরুদ্ধে 5-4-এ জয়ী হল প্যারিস সেন্ট-জার্মান ৷ মেসি এবং রোনাল্ডো প্রত্যেকে গোল করেন । বৃহস্পতিবারের খেলাটি ছিল 2020 সাল থেকে এই দুই ফুটবল কিংবদন্তির মধ্যে প্রথম ম্যাচ ৷ কেরিয়ারে তাঁরা এই নিয়ে মোট 37 একে অপরের মুখোমুখি হলেন ৷ মাঠে হয়তো শেষবার একসঙ্গে দেখা গেল এই দুই তারকাকে ৷

কর্মক্ষেত্রে অমিতাভ: কর্মক্ষেত্রে অমিতাভকে সম্প্রতি অনুপম খের, পরিণীতি চোপড়া এবং বোমান ইরানির সঙ্গে পারিবারিক বিনোদনমূলক চলচ্চিত্র 'উঁচাই'-তে দেখা গিয়েছে । সুরজ বরজাতিয়া পরিচালিত ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে । বিগ বি-কে পরবর্তীতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'দ্য ইন্টার্ন' এবং দীপিকা পাড়ুকোন ও প্রভাসের সঙ্গে একটি প্যান ইন্ডিয়া চলচ্চিত্র 'প্রজেক্ট কে'-তে দেখা যাবে ।

রিয়াধ (সৌদি আরব), 20 জানুয়ারি: রিয়াধে দুই কিংবদন্তি তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Amitabh Bachchan meets Cristiano Ronaldo Lionel Messi in Riyadh) সঙ্গে সাক্ষাতে আপ্লুত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ তিনি বললেন, ফুটবল তারকাদের সঙ্গে কাটানো সেই মুহূর্ত তাঁর কাছে অবিশ্বাস্য ৷ 'এমন সুন্দর একটা সন্ধ্যা'র ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউডের শাহেনশা (Amitabh Meets Messi-Ronaldo)৷

মেসি-রোনাল্ডোদের সঙ্গে অমিতাভ: পিএসজি বনাম আল নাসরের মধ্যে বন্ধুত্বপূর্ণ ম্যাচের আসরে হাজির ছিলেন বিগ বি ৷ শুক্রবার ম্যাচের আগে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন তিনি ৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ভিডিয়ো শেয়ার করেছেন বিগ বি । 'রানওয়ে 34'-এর অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সৌদি আরবের রিয়াধের কিং ফাহদ আন্তর্জাতিক স্টেডিয়ামের সেই অবিস্মরণীয় সন্ধ্যার স্মৃতি পোস্ট করেছেন ।

'অবিশ্বাস্য মুহূর্তের' ভিডিয়ো পোস্ট বিগ বি-র: ভিডিয়োতে অমিতাভকে মাঠে হাঁটতে এবং ম্যাচের আগে খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে । রোনাল্ডো ও মেসির সঙ্গে করমর্দনও করেন বলিউডের শাহেনশা । অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ছিলেন নেইমার এবং কিলিয়ান এমবাপের মতো তারকারাও ৷ ফুটবল তারকাদের সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটানোর মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে ক্যাপশনে অমিতাভ লিখেছেন, "'রিয়াধে একটি সন্ধ্যা ..' কী দারুণ একটি সন্ধ্যা .. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, এমবাপে, নেইমার সবাই একসঙ্গে খেলছেন .. এবং ম্যাচ উদ্বোধনের জন্য আমন্ত্রিত অতিথি । খেলা .. পিএসজি বনাম রিয়াদ সিজনস .. অবিশ্বাস্য !!!"

আরও পড়ুন: দেশে মতপ্রকাশ ও নাগরিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে, কলকাতায় দাঁড়িয়ে মন্তব্য অমিতাভের

হয়তো শেষবার মুখোমুখি মেসি-রোনাল্ডো: ম্যাচ চলাকালীন সৌদি অল-স্টার একাদশের বিরুদ্ধে 5-4-এ জয়ী হল প্যারিস সেন্ট-জার্মান ৷ মেসি এবং রোনাল্ডো প্রত্যেকে গোল করেন । বৃহস্পতিবারের খেলাটি ছিল 2020 সাল থেকে এই দুই ফুটবল কিংবদন্তির মধ্যে প্রথম ম্যাচ ৷ কেরিয়ারে তাঁরা এই নিয়ে মোট 37 একে অপরের মুখোমুখি হলেন ৷ মাঠে হয়তো শেষবার একসঙ্গে দেখা গেল এই দুই তারকাকে ৷

কর্মক্ষেত্রে অমিতাভ: কর্মক্ষেত্রে অমিতাভকে সম্প্রতি অনুপম খের, পরিণীতি চোপড়া এবং বোমান ইরানির সঙ্গে পারিবারিক বিনোদনমূলক চলচ্চিত্র 'উঁচাই'-তে দেখা গিয়েছে । সুরজ বরজাতিয়া পরিচালিত ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে । বিগ বি-কে পরবর্তীতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'দ্য ইন্টার্ন' এবং দীপিকা পাড়ুকোন ও প্রভাসের সঙ্গে একটি প্যান ইন্ডিয়া চলচ্চিত্র 'প্রজেক্ট কে'-তে দেখা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.