ETV Bharat / entertainment

Parineeti Wedding Video: প্রকাশ্যে পরিণীতি-রাঘবের বিয়ের ভিডিয়ো, আবেগতাড়িত অনুরাগীরা - পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ে

ছবির পর প্রকাশ্যে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের ভিডিয়ো ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ভাইরাল ভিডিয়ো দেখে মুগ্ধ অনুরাগীরাও ৷

Etv Bharat
প্রকাশ্যে পরিণীতি-রাঘবের বিয়ের ভিডিয়ো
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 6:01 PM IST

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: যে বিয়ে নিয়ে এত লুকোচুরি ছিল, যে বিয়ের ছবি ও ভিডিয়ো দেখার জন্য অনুরাগীরা উতলা হয়েছিল, তাঁদের জন্য সুখবর ৷ বিয়ের ছবির পর এবার বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন 'ইশকজাদে' অভিনেত্রী পরিণীতি চোপড়া ৷ শুক্রবার নিজের সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী ৷ যা মুহূর্তে ভাইরাল ৷

24 সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে চার হাত এক হয়েছে পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার ৷ পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে এই বিয়ে ৷ তারপর বিয়ের ছবি সোশাল মিডিয়ায় সেদিনই প্রকাশ্যে আনেন তারকা জুটি ৷ এরপর অফিসিয়াল বার্তাও পোস্ট করা হয় ৷ কিন্তু কেমন ছিল বিয়ের অন্দর মহলের সেই মুহূর্তগুলো? জানালেন উচাই অভিনেত্রী ৷ ভিডিয়োটি শেয়ার করে পরিণীতি লিখেছেন, " টু মাই হাজব্যান্ড ৷ সবচেয়ে প্রিয় গান গেয়েছি তোমার দিকে এগিয়ে যাওয়ার সময় ৷ বারাত আসার সময় লুকিয়েছি.. আর কত কী.. আর কী বলব... ও পিয়া, চল চলেয়া..."

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, শেরওয়ানি পড়ে রাঘব হেঁটে আসছেন ৷ পাশে মণীশ মলহোত্রা ৷ লীলা প্যালেসের উপর দিয়ে তা দেখছেন পরিণীতি ৷ নিজের পার্টনারকে আসতে দেখে উচ্ছ্বসিত তিনি ৷ আর সেটাই ধরা পড়েছে ভিডিয়োটিতে ৷ কথায় বলে বিয়ের আগে হবু বর বা বউ একে অপরকে দেখবেন না ৷ কিন্তু মন কী মানে? তাই পরিণীতিও চুপি চুপি, লুকিয়ে দেখতে থাকেন হাবিকে ৷ রাঘবও কম যান না ৷ তিনি বিয়ের মণ্ডপে প্রবেশ করতেই তাঁর চোখ খুঁজতে থাকে প্রিয় পরীকে ৷ আর তাই তা দেখে বাচ্চাদের মতো লুকিয়ে পড়েন পরী ৷

আরও পড়ুন: কঙ্গনার 'চন্দ্রমুখী 2' আর পুলকিত গ্যাংয়ের 'ফুকরে 3'-এর দাপটে প্রথম দিনে পিছিয়ে বিবেকের ছবি

ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে মিষ্টি পাঞ্জাবি বিয়ের গান ৷ আর সেই গান আর কেউ নন, খোদ পাত্রী ততা পরিণীতি চোপড়াই গেয়েছেন তাঁর বিশেষ দিনের জন্য ৷ এরপর রাঘবের দিকে নববধূ সাজে পরিণীতি এগিয়ে যান ৷ একে অপরকে দূর থেকেই চুম্বন উড়িয়ে দেন ৷ মালাবদল, সাত পাকে ঘোরা থেকে সিঁদুর দান ৷ জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো এইভাবেই হয়েছে লেন্সবন্দি ৷ বোনের খুশি দেখে কখন দাদার চোখে জল এসে গিয়েছে, তা অনেকেই বুঝতে পারেন না ৷ পরিণীতি-রাঘবের এই বিয়ের ভিডিয়ো দেখে বলাই যায়, রব নে বনা দি জোড়ি ৷

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: যে বিয়ে নিয়ে এত লুকোচুরি ছিল, যে বিয়ের ছবি ও ভিডিয়ো দেখার জন্য অনুরাগীরা উতলা হয়েছিল, তাঁদের জন্য সুখবর ৷ বিয়ের ছবির পর এবার বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন 'ইশকজাদে' অভিনেত্রী পরিণীতি চোপড়া ৷ শুক্রবার নিজের সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী ৷ যা মুহূর্তে ভাইরাল ৷

24 সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে চার হাত এক হয়েছে পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার ৷ পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে এই বিয়ে ৷ তারপর বিয়ের ছবি সোশাল মিডিয়ায় সেদিনই প্রকাশ্যে আনেন তারকা জুটি ৷ এরপর অফিসিয়াল বার্তাও পোস্ট করা হয় ৷ কিন্তু কেমন ছিল বিয়ের অন্দর মহলের সেই মুহূর্তগুলো? জানালেন উচাই অভিনেত্রী ৷ ভিডিয়োটি শেয়ার করে পরিণীতি লিখেছেন, " টু মাই হাজব্যান্ড ৷ সবচেয়ে প্রিয় গান গেয়েছি তোমার দিকে এগিয়ে যাওয়ার সময় ৷ বারাত আসার সময় লুকিয়েছি.. আর কত কী.. আর কী বলব... ও পিয়া, চল চলেয়া..."

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, শেরওয়ানি পড়ে রাঘব হেঁটে আসছেন ৷ পাশে মণীশ মলহোত্রা ৷ লীলা প্যালেসের উপর দিয়ে তা দেখছেন পরিণীতি ৷ নিজের পার্টনারকে আসতে দেখে উচ্ছ্বসিত তিনি ৷ আর সেটাই ধরা পড়েছে ভিডিয়োটিতে ৷ কথায় বলে বিয়ের আগে হবু বর বা বউ একে অপরকে দেখবেন না ৷ কিন্তু মন কী মানে? তাই পরিণীতিও চুপি চুপি, লুকিয়ে দেখতে থাকেন হাবিকে ৷ রাঘবও কম যান না ৷ তিনি বিয়ের মণ্ডপে প্রবেশ করতেই তাঁর চোখ খুঁজতে থাকে প্রিয় পরীকে ৷ আর তাই তা দেখে বাচ্চাদের মতো লুকিয়ে পড়েন পরী ৷

আরও পড়ুন: কঙ্গনার 'চন্দ্রমুখী 2' আর পুলকিত গ্যাংয়ের 'ফুকরে 3'-এর দাপটে প্রথম দিনে পিছিয়ে বিবেকের ছবি

ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে মিষ্টি পাঞ্জাবি বিয়ের গান ৷ আর সেই গান আর কেউ নন, খোদ পাত্রী ততা পরিণীতি চোপড়াই গেয়েছেন তাঁর বিশেষ দিনের জন্য ৷ এরপর রাঘবের দিকে নববধূ সাজে পরিণীতি এগিয়ে যান ৷ একে অপরকে দূর থেকেই চুম্বন উড়িয়ে দেন ৷ মালাবদল, সাত পাকে ঘোরা থেকে সিঁদুর দান ৷ জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো এইভাবেই হয়েছে লেন্সবন্দি ৷ বোনের খুশি দেখে কখন দাদার চোখে জল এসে গিয়েছে, তা অনেকেই বুঝতে পারেন না ৷ পরিণীতি-রাঘবের এই বিয়ের ভিডিয়ো দেখে বলাই যায়, রব নে বনা দি জোড়ি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.