ETV Bharat / entertainment

Salman Khan Fan: স্বপ্নের নায়কের জন্য 1100 কিমি সাইকেল চালিয়ে মুম্বই পৌঁছলেন সলমন-ভক্ত সমীর - Salman Khan fan cycles from Jabalpur to Mumbai

সলমনের সঙ্গে দেখা করতে 1,100 কিলোমিটার সাইকেল চালিয়ে মধ্যপ্রদেশ থেকে মুম্বই পৌঁছলেন এক পাগল ফ্যান ৷ দেখা দিলেন সলমন ৷ তুললেন সেলফিও (Salman Khan fan cycles from Jabalpur to Mumbai ) ৷

Salman Khan Fan
1100 কিমি সাইকেল চালিয়ে মুম্বই পৌঁছলেন সলমন-ভক্ত সমীর
author img

By

Published : Jan 3, 2023, 2:06 PM IST

Updated : Jan 3, 2023, 3:07 PM IST

মুম্বই, 3 জানুয়ারি: তারকাদের পাগল ফ্যানেদের নানান অসাধারণ কর্মকাণ্ডের কথা প্রায়শই শোনা যায় ৷ ঠিক যেমন কয়েক বছর আগেই সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের 49তম জন্মদিনে কেরল থেকে পায়ে হেঁটে বেহালা এসেছিলেন একজন ফ্যান ৷ মহেন্দ্র সিং ধোনি থেকে শাহরুখ খান, সকলেই কোনও না কোনও 'দিওয়ানা' ফ্যানের পাল্লায় পড়েছেন ৷ এবার যে 'জবরা' ফ্যানের নাম উঠে এল তাঁর নাম সমীর ৷ মধ্যপ্রদেশের এই যুবক নিজেকে দাবি করেন ভাইজানের 'দিওয়ানা' হিসাবে (Salman Khan fan cycles from Jabalpur to Mumbai ) ৷

আর তাই সলমনের জন্য 1,100 কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তিনি এসে পৌঁছন মুম্বইতে ৷ সলমন খান ভক্ত সমীর কি দেখা করতে পারবেন তাঁর স্বপ্নের সুপারস্টারের সঙ্গে, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন ৷ 27 ডিসেম্বর মুম্বই পৌঁছেছিলেন সমীর ৷ জব্বলপুর থেকে মুম্বই আসতে তাঁর সময় লেগেছিল মোট সাতদিন ৷ সৌভাগ্যক্রমে সেসময় বাড়িতেই ছিলেন দাবাং স্টার ৷ গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে বেড়িয়ে এসে তিনি কথা বলেন তাঁর এই অনুরাগীর সঙ্গে (Salman fan cycles from Madhya Pradesh to Mumbai) ৷

সলমন এবং সমীরের ছবি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সাইকেলটিকেও কিন্তু মোটেই ভোলেননি সমীর (Crazy Salman Khan Fans)৷ সলমনের কাছে তাঁকে তো পৌঁছে দিয়েছে তাঁর এই দ্বি-চক্রযানই ৷ সলমনও তাঁর এই প্রিয় অনুরাগীর ইচ্ছাপূরণ করতে কোনও খামতি রাখেননি ৷ এই প্রথম সলমনের কোনও 'দিওয়ানা' ফ্যান তাঁর কাছে ছুটে এসেছেন তা কিন্তু নয় ৷ 2020 সালেও 52 বছর বয়সি অসমি অ্যাক্টিভিস্ট ভূপেন লিসকনও 600 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছিলেন 65তম ফিল্ম ফেয়ার অনুষ্ঠানে সলমনকে দেখার জন্য ৷

আরও পড়ুন: তখন আমায় নাইবা মনে রাখলে ! তারার দেশে সুমিত্রা সেন, অভিভাবকহীন 'ত্রিবেণী'

অভিনয়ের কথা বলতে গেলে এই মুহূর্তে বেশ ব্যস্ত রয়েছেন সলমন খান ৷ একদিকে যেমন খুব তাড়াতাড়ি পর্দায় আসতে চলেছে তাঁর নতুন ছবি 'টাইগার 3' তেমনই আবার 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির কাজ নিয়েও ব্যস্ত তিনি ৷ 'টাইগার 3' ছবিতে সলমন জুটি বাঁধবেন ক্যাটরিনা কাইফের সঙ্গে ৷ আর অন্যদিকে ফরহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কা জান' ছবিতে তাঁকে দেখা যাবে পলক তিওয়ারি, শেহনাজ গিল, বিজেন্দর সিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে ৷ এবছর ঈদ উপলক্ষ্যে পর্দায় আসতে চলেছে এই ছবিটি ৷

মুম্বই, 3 জানুয়ারি: তারকাদের পাগল ফ্যানেদের নানান অসাধারণ কর্মকাণ্ডের কথা প্রায়শই শোনা যায় ৷ ঠিক যেমন কয়েক বছর আগেই সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের 49তম জন্মদিনে কেরল থেকে পায়ে হেঁটে বেহালা এসেছিলেন একজন ফ্যান ৷ মহেন্দ্র সিং ধোনি থেকে শাহরুখ খান, সকলেই কোনও না কোনও 'দিওয়ানা' ফ্যানের পাল্লায় পড়েছেন ৷ এবার যে 'জবরা' ফ্যানের নাম উঠে এল তাঁর নাম সমীর ৷ মধ্যপ্রদেশের এই যুবক নিজেকে দাবি করেন ভাইজানের 'দিওয়ানা' হিসাবে (Salman Khan fan cycles from Jabalpur to Mumbai ) ৷

আর তাই সলমনের জন্য 1,100 কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তিনি এসে পৌঁছন মুম্বইতে ৷ সলমন খান ভক্ত সমীর কি দেখা করতে পারবেন তাঁর স্বপ্নের সুপারস্টারের সঙ্গে, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন ৷ 27 ডিসেম্বর মুম্বই পৌঁছেছিলেন সমীর ৷ জব্বলপুর থেকে মুম্বই আসতে তাঁর সময় লেগেছিল মোট সাতদিন ৷ সৌভাগ্যক্রমে সেসময় বাড়িতেই ছিলেন দাবাং স্টার ৷ গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে বেড়িয়ে এসে তিনি কথা বলেন তাঁর এই অনুরাগীর সঙ্গে (Salman fan cycles from Madhya Pradesh to Mumbai) ৷

সলমন এবং সমীরের ছবি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সাইকেলটিকেও কিন্তু মোটেই ভোলেননি সমীর (Crazy Salman Khan Fans)৷ সলমনের কাছে তাঁকে তো পৌঁছে দিয়েছে তাঁর এই দ্বি-চক্রযানই ৷ সলমনও তাঁর এই প্রিয় অনুরাগীর ইচ্ছাপূরণ করতে কোনও খামতি রাখেননি ৷ এই প্রথম সলমনের কোনও 'দিওয়ানা' ফ্যান তাঁর কাছে ছুটে এসেছেন তা কিন্তু নয় ৷ 2020 সালেও 52 বছর বয়সি অসমি অ্যাক্টিভিস্ট ভূপেন লিসকনও 600 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছিলেন 65তম ফিল্ম ফেয়ার অনুষ্ঠানে সলমনকে দেখার জন্য ৷

আরও পড়ুন: তখন আমায় নাইবা মনে রাখলে ! তারার দেশে সুমিত্রা সেন, অভিভাবকহীন 'ত্রিবেণী'

অভিনয়ের কথা বলতে গেলে এই মুহূর্তে বেশ ব্যস্ত রয়েছেন সলমন খান ৷ একদিকে যেমন খুব তাড়াতাড়ি পর্দায় আসতে চলেছে তাঁর নতুন ছবি 'টাইগার 3' তেমনই আবার 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির কাজ নিয়েও ব্যস্ত তিনি ৷ 'টাইগার 3' ছবিতে সলমন জুটি বাঁধবেন ক্যাটরিনা কাইফের সঙ্গে ৷ আর অন্যদিকে ফরহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কা জান' ছবিতে তাঁকে দেখা যাবে পলক তিওয়ারি, শেহনাজ গিল, বিজেন্দর সিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে ৷ এবছর ঈদ উপলক্ষ্যে পর্দায় আসতে চলেছে এই ছবিটি ৷

Last Updated : Jan 3, 2023, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.