ETV Bharat / entertainment

Pathaan Fever grips Bangladesh: শাহরুখের 'পাঠান' জ্বরে কাবু বাংলাদেশ, দেখুন ভিডিয়ো

author img

By

Published : May 13, 2023, 8:55 PM IST

বাংলাদেশেও রীতিমতো শোরগোল ফেলে দিল শাহরুখের 'পাঠান' ৷ সিনেমা হলেই নাচে গানে মেতে উঠলেন অনুরাগীরা ৷

Pathaan Fever grips Bangladesh
বাংলাদেশেও অব্যাহত শাহরুখের পাঠান জ্বর

হায়দরাবাদ, 13 মে: সুপারস্টার শাহরুখ খানের ম্যাজিক এখনও অব্য়হত রূপোলি পর্দায় ৷ জানুয়ারিতে মুক্তি পেয়েছিল কিং খানের 'পাঠান' ৷ সারা ভারত জুড়ে একের পর এক রেকর্ড ভেঙে এই ছবি এখন রীতিমতো নজর কেড়েছে সকলের ৷ শুধু তাই সারা বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় 1050 কোটি টাকার ব্যাবসা করেছে এই ছবি ৷ আর কিং খানের 'পাঠান'-এর এই অশ্বমেধের দৌড় অব্যাহত বাংলাদেশেও ৷ বেশ লম্বা বিরতির পর কোনও বলিউডি ছবি মুক্তি পেয়েছিল বাংলাদেশে ৷ আর শাহরুখ ফ্যানেরা বুঝিয়ে দিলেন তাঁরা কতখানি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁদের প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য ৷

বাংলাদেশের বিভিন্ন সিনেমা হল থেকে ভাইরাল হয়েছে বেশকিছু ভিডিয়ো ৷ যেখানে দেখা যায় 'ঝুমে জো পাঠান' গানের তালে তালে নেচে উঠেছেন বাংলাদেশি দর্শকেরা ৷ কেউ উত্তেজনায় চিৎকার করছেন কেউ বা নাচে যোগ দিচ্ছেন অন্য়দের সঙ্গে ৷ অনেক সংবাদ মাধ্যমে এও দাবি করা হয়েছে, মুক্তির পর প্রথম দিন থেকেই বাংলাদেশে শোরগোল ফেলেছে এই ছবি ৷ সিনেমা হলেও ভিড় নাকি বেশ ভালো শাহরুখ দর্শনের জন্য় ৷

স্থানীয় ডিস্ট্রিবিউটর অ্য়াকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনন্য় মাসুম সংবাদ মাধ্য়মকে জানিয়েছেন প্রথম দু'দিন তো কোনও আসনই খালি ছিল না ৷ সমর্থকরা আগে থেকেই সেরে রেখেছিলেন অ্যাডভান্স বুকিং ৷ তিনি আরও বলেন, "কর্তৃপক্ষ যে এই সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমি ভীষণ খুশি ৷ আমরা বহুদিন ধরেই জানি শাহরুখের প্রবল ফ্য়ান ফলোয়িং রয়েছে ৷" তাঁর মতে শাহরুখ ফ্য়ানেদের জন্য় এই ছবি একটা দারুণ ছবি হতে চলেছে ৷

আগামীতে শাহরুখকে দেখা যাবে পরিচালক অ্যাটলি কুমারের 'জওয়ান' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণি নায়িকা নয়নতারার সঙ্গে ৷ এছাড়া এই মুহূর্তে কিং খানের হাতে রয়েছে রাজকুমার হিরানির ছবিও ৷ এই 'ডানকি' ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে ৷
আরও পড়ুন: বিকাশ বহালের ছবির হাত ধরে প্রথমবার এক পর্দায় অজয় মাধবন

হায়দরাবাদ, 13 মে: সুপারস্টার শাহরুখ খানের ম্যাজিক এখনও অব্য়হত রূপোলি পর্দায় ৷ জানুয়ারিতে মুক্তি পেয়েছিল কিং খানের 'পাঠান' ৷ সারা ভারত জুড়ে একের পর এক রেকর্ড ভেঙে এই ছবি এখন রীতিমতো নজর কেড়েছে সকলের ৷ শুধু তাই সারা বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় 1050 কোটি টাকার ব্যাবসা করেছে এই ছবি ৷ আর কিং খানের 'পাঠান'-এর এই অশ্বমেধের দৌড় অব্যাহত বাংলাদেশেও ৷ বেশ লম্বা বিরতির পর কোনও বলিউডি ছবি মুক্তি পেয়েছিল বাংলাদেশে ৷ আর শাহরুখ ফ্যানেরা বুঝিয়ে দিলেন তাঁরা কতখানি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁদের প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য ৷

বাংলাদেশের বিভিন্ন সিনেমা হল থেকে ভাইরাল হয়েছে বেশকিছু ভিডিয়ো ৷ যেখানে দেখা যায় 'ঝুমে জো পাঠান' গানের তালে তালে নেচে উঠেছেন বাংলাদেশি দর্শকেরা ৷ কেউ উত্তেজনায় চিৎকার করছেন কেউ বা নাচে যোগ দিচ্ছেন অন্য়দের সঙ্গে ৷ অনেক সংবাদ মাধ্যমে এও দাবি করা হয়েছে, মুক্তির পর প্রথম দিন থেকেই বাংলাদেশে শোরগোল ফেলেছে এই ছবি ৷ সিনেমা হলেও ভিড় নাকি বেশ ভালো শাহরুখ দর্শনের জন্য় ৷

স্থানীয় ডিস্ট্রিবিউটর অ্য়াকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনন্য় মাসুম সংবাদ মাধ্য়মকে জানিয়েছেন প্রথম দু'দিন তো কোনও আসনই খালি ছিল না ৷ সমর্থকরা আগে থেকেই সেরে রেখেছিলেন অ্যাডভান্স বুকিং ৷ তিনি আরও বলেন, "কর্তৃপক্ষ যে এই সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমি ভীষণ খুশি ৷ আমরা বহুদিন ধরেই জানি শাহরুখের প্রবল ফ্য়ান ফলোয়িং রয়েছে ৷" তাঁর মতে শাহরুখ ফ্য়ানেদের জন্য় এই ছবি একটা দারুণ ছবি হতে চলেছে ৷

আগামীতে শাহরুখকে দেখা যাবে পরিচালক অ্যাটলি কুমারের 'জওয়ান' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণি নায়িকা নয়নতারার সঙ্গে ৷ এছাড়া এই মুহূর্তে কিং খানের হাতে রয়েছে রাজকুমার হিরানির ছবিও ৷ এই 'ডানকি' ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে ৷
আরও পড়ুন: বিকাশ বহালের ছবির হাত ধরে প্রথমবার এক পর্দায় অজয় মাধবন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.