ETV Bharat / entertainment

Parineeti on Marriage life: কেমন কাটছে বিবাহিত জীবন? সাংবাদিকের প্রশ্নের জবাব পরিণীতির, প্রশংসা নেটিজেনদের - ইশকজাদে অভিনেত্রী

মুম্বইয়ে এক অনুষ্ঠানে সম্প্রতি দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে ৷ সেখানে এই সাংবাদিক প্রশ্ন করেন তাঁর বিবাহিত জীবন নিয়ে ৷ জবাব শুনে অবাক নেটিজেনরা ৷

Etv Bharat
বিবাহিত জীবন নিয়ে স্পষ্ট জবাব পরিণীতির
author img

By

Published : Jun 25, 2023, 5:50 PM IST

হায়দরাবাদ, 25 জুন: 13 মে সেজে উঠেছিল দিল্লির কপুরথাল্লা হাউজ ৷ সেখানে বসেছিল রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়ার বাগদানের আসর। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবিও ৷ কিন্তু এবার নিজের বিয়ের কথা সাংবাদিকদের সামনে অস্বীকার করলেন পরিণীতি ৷ তাতেই শুরু হয়েছ জল্পনা ৷ তাহলে কী রাঘব-পরিণীতির প্রেম থেকে গেল অসম্পূর্ণ? উদ্বিগ্ন নেটিজেনরা ৷

'ইশকজাদে' অভিনেত্রী আবারও উঠে এসেছেন খবরের শিরোনামে ৷ মে মাসে আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয়েছেন ৷ তারপর থেকেই শুরু হয়েছে কাউন্টডাউন ৷ কবে চার হাত এক হবে, সেই সময়ের অপেক্ষায় অনুরাগীরাও ৷ তবে শনিবার পরিণীতি সংবাদমাধ্যমের সামনে এমন মন্তব্য করেছেন তা নিয়েই এখন জলঘোলা শুরু হয়েছে ৷ এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পরিণীতি ৷ লিফটে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে হাসি মুখে নানা পোজও দেন ৷ এরপর এগোতে গেলে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিবাহিত জীবন কেমন যাচ্ছে পরিণীতির? এই প্রশ্ন শুনে অবাক হয়ে যান 'উঁচাই' খ্যাত অভিনেত্রী ৷ সঙ্গে সঙ্গে সেই সাংবাদিককের প্রশ্নের পরিণীতি স্পষ্ট বলেন, "আমি এখনও বিয়েই করিনি ৷"

আসলে বাগদান পর্ব আর বিয়ে যে এক নয়, এই দিন সাংবাদিককের বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী ৷ পাশাপাশি অন্য এক সাংবাদিক যখন বলেন, বিয়েতে আমাদের নিমন্ত্রণ করবেন তো? সেই কথায় মিষ্টি হেসে সম্মতি জানিয়েছেন পরিণীতি ৷ পরিণীতির এই জবাবে বেশ কিছু নেটিজেন যেমন মজা পেয়েছেন, অনেকে আবার তাঁর উপস্থিত বুদ্ধির প্রশংসাও করেছেন ৷ পরিণীতির বাগদান অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট ৷ দিদি প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, শিবসেনা প্রধান আদিত্য ঠাকরে-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: রবিবার জরুরি অবস্থার 48 বছর, 'ইমার্জেন্সি'র টিজার নিয়ে হাজির কঙ্গনা

উল্লেখ্য, 9 জুন পরিণীতি এবং রাঘবকে দেখা গিয়েছিল লন্ডনের ওভালে ৷ সেখানে ভারত ও অস্ট্রেলিয়ার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনের খেলা ছিল ৷ পাশাপাশি, কর্মক্ষেত্রের দিকে নজর ঘোরালে পরিণীতি চোপড়াকে আগামিদিনে দেখা যাবে ইমতিয়াজ আলির পরিচালিত 'চমকিলা' ছবিতে ৷ পরিণীতির বিপরীতে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জকে ৷

হায়দরাবাদ, 25 জুন: 13 মে সেজে উঠেছিল দিল্লির কপুরথাল্লা হাউজ ৷ সেখানে বসেছিল রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়ার বাগদানের আসর। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবিও ৷ কিন্তু এবার নিজের বিয়ের কথা সাংবাদিকদের সামনে অস্বীকার করলেন পরিণীতি ৷ তাতেই শুরু হয়েছ জল্পনা ৷ তাহলে কী রাঘব-পরিণীতির প্রেম থেকে গেল অসম্পূর্ণ? উদ্বিগ্ন নেটিজেনরা ৷

'ইশকজাদে' অভিনেত্রী আবারও উঠে এসেছেন খবরের শিরোনামে ৷ মে মাসে আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয়েছেন ৷ তারপর থেকেই শুরু হয়েছে কাউন্টডাউন ৷ কবে চার হাত এক হবে, সেই সময়ের অপেক্ষায় অনুরাগীরাও ৷ তবে শনিবার পরিণীতি সংবাদমাধ্যমের সামনে এমন মন্তব্য করেছেন তা নিয়েই এখন জলঘোলা শুরু হয়েছে ৷ এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পরিণীতি ৷ লিফটে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে হাসি মুখে নানা পোজও দেন ৷ এরপর এগোতে গেলে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিবাহিত জীবন কেমন যাচ্ছে পরিণীতির? এই প্রশ্ন শুনে অবাক হয়ে যান 'উঁচাই' খ্যাত অভিনেত্রী ৷ সঙ্গে সঙ্গে সেই সাংবাদিককের প্রশ্নের পরিণীতি স্পষ্ট বলেন, "আমি এখনও বিয়েই করিনি ৷"

আসলে বাগদান পর্ব আর বিয়ে যে এক নয়, এই দিন সাংবাদিককের বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী ৷ পাশাপাশি অন্য এক সাংবাদিক যখন বলেন, বিয়েতে আমাদের নিমন্ত্রণ করবেন তো? সেই কথায় মিষ্টি হেসে সম্মতি জানিয়েছেন পরিণীতি ৷ পরিণীতির এই জবাবে বেশ কিছু নেটিজেন যেমন মজা পেয়েছেন, অনেকে আবার তাঁর উপস্থিত বুদ্ধির প্রশংসাও করেছেন ৷ পরিণীতির বাগদান অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট ৷ দিদি প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, শিবসেনা প্রধান আদিত্য ঠাকরে-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: রবিবার জরুরি অবস্থার 48 বছর, 'ইমার্জেন্সি'র টিজার নিয়ে হাজির কঙ্গনা

উল্লেখ্য, 9 জুন পরিণীতি এবং রাঘবকে দেখা গিয়েছিল লন্ডনের ওভালে ৷ সেখানে ভারত ও অস্ট্রেলিয়ার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনের খেলা ছিল ৷ পাশাপাশি, কর্মক্ষেত্রের দিকে নজর ঘোরালে পরিণীতি চোপড়াকে আগামিদিনে দেখা যাবে ইমতিয়াজ আলির পরিচালিত 'চমকিলা' ছবিতে ৷ পরিণীতির বিপরীতে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জকে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.