ETV Bharat / entertainment

প্রথমবার রাহাকে নিয়ে অনুরাগীদের সামনে রণলিয়া, কেমন দেখতে আলিয়া-কন্যা; দেখুন ভিডিয়ো - Ranbir Alia Revealed Face of Raha

Ranbir-Alia Revealed Face of Raha: ক্রিসমাস উপলক্ষে মেয়েকে নিয়ে অনুরাগীদের সামনে হাজির আলিয়া ভাট ও রণবীর কাপুর ৷ এই প্রথম সামনে এল রাহার মুখ ৷ কেমন দেখতে তারকা জুটির মেয়েকে? সোশাল মিডিয়ায় নানা মুনির নানা মত ৷

Ranbir-Alia Revealed Face of Raha
ক্রিসমাসে রাহাকে নিয়ে অনুরাগীদের সামনে রণলিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 4:02 PM IST

Updated : Dec 25, 2023, 5:06 PM IST

হায়দরাবাদ, 25 ডিসেম্বর: বলিউডের তারকা জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর প্রায়শই ট্রেন্ডে থাকেন তাঁদের রোম্যান্টিক কেমিস্ট্রির জন্য ৷ এবার ক্রিসমাস উপলক্ষে ফ্যানেদের জন্য এক নতুন উপহার নিয়ে হাজির রণলিয়া জুটি ৷ এই প্রথম মেয়েকে নিয়ে পাপারাৎজিদের সামনে সরাসরি হাজির হলেন বলিউডের এই বিখ্যাত জুটি ৷ তারকা দম্পতি সামনে আনলেন তাঁদের কন্যা রাহার মুখ ৷ সেলেবদের অনেকেই এখন তাঁদের সন্তানের মুখ ক্যামেরার সামনে আনতে দেন না ৷

অনুষ্কা শর্মা-বিরাট কোহলি, বিপাশা বসু-করণ গ্রোভার, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের মতো অনেকেই তাঁদের সন্তানকে ক্যামেরার সামনে আনতে চাননি ৷ পাপারাৎজিদের অনেকে সেই ছবি সামনে আনার পর তা নিয়ে বিতর্কও কম হয়নি ৷ তারপর একসময় নিজেরাই সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন ৷ কয়েকদিন আগে ঠিক এভাবেই মেয়ে মালতীকে সামনে এনেছিলেন প্রিয়াঙ্কা ৷ এবার রাহাকে নিয়ে একসঙ্গে পোজ দিলেন রণবীর-আলিয়াও ৷

কাপুর পরিবারের বার্ষিক ক্রিসমাসের অনুষ্ঠানেই রাহাকে কোলে নিয়ে ক্যামেরার সামনে হাজির হন রণবীর ৷ রাহার আদুরে ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল ইনস্টাগ্রামে ৷ কেউ কেউ তো কিংবদন্তি রাজ কাপুরের চোখের সঙ্গে রাহার মিল নিয়ে তুলনাও শুরু করে দিয়েছেন ৷ এর আগে 6 নভেম্বর রাহার প্রথম জন্মদিনে তার কিছু ঝলক শেয়ার করেছিলেন আলিয়া ৷ যদিও তার মুখ তখনও সামনে আসেনি ৷ যা নিয়ে ফ্যানেদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে ৷

আলিয়া ভাট-রণবীর কাপুর সাত পাকে বাঁধা পড়েন গতবছর এপ্রিলে ৷ এরপর নভেম্বরে মা হন আলিয়া ৷ সেই থেকে রাহাকে নিয়ে ফ্যানেদের আগ্রহ তুঙ্গে ৷ অভিনয়ের কথা বলতে গেলে আলিয়াকে শেষবার দেখা গিয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ৷ করণ জোহরের এই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন রণবীর সিংয়ের সঙ্গে ৷ বক্স অফিসে বেশ সফল হয় ছবিটি ৷ আগামিদিনে তিনি অভিনয় করবেন ভাসান বালার 'জিগরা' ছবিতে ৷ অন্যদিকে রণবীরও 'অ্যানিম্যাল' ছবির হাত ধরে বিপুল সাফল্য কুড়িয়েছেন সম্প্রতি ৷

আরও পড়়ুন:

  1. আস্তিনে লুকনো 'টেক্কা' নিয়ে আগামী পুজোয় আসছেন সৃজিত, জন্মদিনে দেবকে উপহার পরিচালকের
  2. প্রথম সপ্তাহে 300 কোটির ক্লাবে প্রভাসের 'সালার', বিশ্বজুড়ে ব্যবসার নিরিখে পিছিয়ে শাহরুখের 'ডাঙ্কি'
  3. সিনেপর্দায় কখনও তিনি 'যোদ্ধা' আবার কখনও ভালো থাকার 'টনিক', দেবের জন্মদিন মানেই 'হইচই আনলিমিটেড'

হায়দরাবাদ, 25 ডিসেম্বর: বলিউডের তারকা জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর প্রায়শই ট্রেন্ডে থাকেন তাঁদের রোম্যান্টিক কেমিস্ট্রির জন্য ৷ এবার ক্রিসমাস উপলক্ষে ফ্যানেদের জন্য এক নতুন উপহার নিয়ে হাজির রণলিয়া জুটি ৷ এই প্রথম মেয়েকে নিয়ে পাপারাৎজিদের সামনে সরাসরি হাজির হলেন বলিউডের এই বিখ্যাত জুটি ৷ তারকা দম্পতি সামনে আনলেন তাঁদের কন্যা রাহার মুখ ৷ সেলেবদের অনেকেই এখন তাঁদের সন্তানের মুখ ক্যামেরার সামনে আনতে দেন না ৷

অনুষ্কা শর্মা-বিরাট কোহলি, বিপাশা বসু-করণ গ্রোভার, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের মতো অনেকেই তাঁদের সন্তানকে ক্যামেরার সামনে আনতে চাননি ৷ পাপারাৎজিদের অনেকে সেই ছবি সামনে আনার পর তা নিয়ে বিতর্কও কম হয়নি ৷ তারপর একসময় নিজেরাই সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন ৷ কয়েকদিন আগে ঠিক এভাবেই মেয়ে মালতীকে সামনে এনেছিলেন প্রিয়াঙ্কা ৷ এবার রাহাকে নিয়ে একসঙ্গে পোজ দিলেন রণবীর-আলিয়াও ৷

কাপুর পরিবারের বার্ষিক ক্রিসমাসের অনুষ্ঠানেই রাহাকে কোলে নিয়ে ক্যামেরার সামনে হাজির হন রণবীর ৷ রাহার আদুরে ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল ইনস্টাগ্রামে ৷ কেউ কেউ তো কিংবদন্তি রাজ কাপুরের চোখের সঙ্গে রাহার মিল নিয়ে তুলনাও শুরু করে দিয়েছেন ৷ এর আগে 6 নভেম্বর রাহার প্রথম জন্মদিনে তার কিছু ঝলক শেয়ার করেছিলেন আলিয়া ৷ যদিও তার মুখ তখনও সামনে আসেনি ৷ যা নিয়ে ফ্যানেদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে ৷

আলিয়া ভাট-রণবীর কাপুর সাত পাকে বাঁধা পড়েন গতবছর এপ্রিলে ৷ এরপর নভেম্বরে মা হন আলিয়া ৷ সেই থেকে রাহাকে নিয়ে ফ্যানেদের আগ্রহ তুঙ্গে ৷ অভিনয়ের কথা বলতে গেলে আলিয়াকে শেষবার দেখা গিয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ৷ করণ জোহরের এই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন রণবীর সিংয়ের সঙ্গে ৷ বক্স অফিসে বেশ সফল হয় ছবিটি ৷ আগামিদিনে তিনি অভিনয় করবেন ভাসান বালার 'জিগরা' ছবিতে ৷ অন্যদিকে রণবীরও 'অ্যানিম্যাল' ছবির হাত ধরে বিপুল সাফল্য কুড়িয়েছেন সম্প্রতি ৷

আরও পড়়ুন:

  1. আস্তিনে লুকনো 'টেক্কা' নিয়ে আগামী পুজোয় আসছেন সৃজিত, জন্মদিনে দেবকে উপহার পরিচালকের
  2. প্রথম সপ্তাহে 300 কোটির ক্লাবে প্রভাসের 'সালার', বিশ্বজুড়ে ব্যবসার নিরিখে পিছিয়ে শাহরুখের 'ডাঙ্কি'
  3. সিনেপর্দায় কখনও তিনি 'যোদ্ধা' আবার কখনও ভালো থাকার 'টনিক', দেবের জন্মদিন মানেই 'হইচই আনলিমিটেড'
Last Updated : Dec 25, 2023, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.