ETV Bharat / entertainment

মেয়ের বিয়ের প্রস্তুতি তুঙ্গে, আলোর মালায় সেজে উঠল আমিরের বাড়ি - Ira Khan Nupur Shikhare

Ira Khan Wedding: আগামী বুধবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড পারফেকশনিস্ট আমির খানের কন্যা ঈরা খান ৷ তার আগে রিনা দত্ত ও আমির খানের বাড়ি সেজে উঠল আলোয় আলোয় ৷

Aamir Khan's house adorned with lights ahead of daughter Ira Khan's wedding
Aamir Khan's house adorned with lights ahead of daughter Ira Khan's wedding
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 1:50 PM IST

হায়দরাবাদ, 2 জানুয়ারি: প্রেমিক নুপুর শিখরের সঙ্গে আগামিকাল, বুধবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির খানের কন্যা ইরা খান ৷ বলিউড সুপারস্টার আমির খানের প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের কন্যা ইরা নতুন জীবন শুরু করতে চলেছেন এই খবর মিলেছিল আগেই ৷ এবার আমির-রিনার মুম্বইয়ের বাড়ি সেজে উঠল আলোর মালায় ৷

সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে আমিরের বাড়ির দু'টি তলা স্বপ্নিল আলো দিয়ে সাজানো হয়েছে ৷ একইভাবে সেজে উঠেছে রিনার বাড়িটিও ৷ এখন বিবাহ অনুষ্ঠানের জন্য রীতিমতো প্রস্তুত দুই পরিবার ৷ চলেছে শেষবেলার তোড়জোড় ৷ গত বছর নভেম্বরে ইরা-নুপুরের বাগদান পর্ব সম্পন্ন হয় ৷ নুপুর ছিলেন ইরার ফিটনেস ট্রেনার ৷ সেই থেকেই ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয় ৷

বাগদানের পর একটি পার্টিও আয়োজিত হয় ৷ পার্টিতে উপস্থিত ছিলেন বি'টাউনের বহু সেলেব ৷ কয়েকদিন আগেই প্রাক্তন স্ত্রী রিনার সঙ্গে গয়না কিনতে দেখা গিয়েছিল আমিরকে ৷ মারাঠি বিয়ের সংস্কৃতি মেনে ইতিমধ্যেই কেলভান এবং উখানার মতো আচার অনুষ্ঠানগুলিও শুরু হয়ে গিয়েছে ৷ ইরার গায়ে হলুদের অনুষ্ঠানের ঝলকও ইতিমধ্যেই সামনে এসেছে ৷ পাপারাৎজিদের লেন্সবন্দি হয়েছেন রিনাও ৷ দেখা গিয়েছে নুুপুরকেও ৷ তাঁর পরনে ছিল সুন্দর পাজামা এবং পঞ্জাবি

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে নুপুর একেবারে ফিল্মি স্টাইলে প্রপোজ করেন ইরাকে ৷ সেই ভিডিয়ো সোশালে শেয়ারও করেছিলেন তিনি ৷ বাগদান পর্বের পর থেকেই তাঁর আসন্ন অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করছেন সোশালে ৷ ঠিক যেমন কয়েকদিন আগেই ইরা শেয়ার করেছিলেন ফ্যামিলি ডিনারের একটি ছবি ৷ সেখানে আমিরের সঙ্গে ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও-ও ৷ দেখা গিয়েছিল অভিনেত্রী মিথিলা পালকরকেও ৷

আরও পড়ুন:

  1. শাকিবের নায়িকার প্রমে মজেছেন দেব, আসছে ইধিকার 'খাদান'
  2. পর্দায় প্রথমবার আবির শুভশ্রী, প্রেমের গল্প নিয়ে আসছে রাজের 'বাবলি'
  3. ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, 2 জানুয়ারি: প্রেমিক নুপুর শিখরের সঙ্গে আগামিকাল, বুধবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির খানের কন্যা ইরা খান ৷ বলিউড সুপারস্টার আমির খানের প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের কন্যা ইরা নতুন জীবন শুরু করতে চলেছেন এই খবর মিলেছিল আগেই ৷ এবার আমির-রিনার মুম্বইয়ের বাড়ি সেজে উঠল আলোর মালায় ৷

সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে আমিরের বাড়ির দু'টি তলা স্বপ্নিল আলো দিয়ে সাজানো হয়েছে ৷ একইভাবে সেজে উঠেছে রিনার বাড়িটিও ৷ এখন বিবাহ অনুষ্ঠানের জন্য রীতিমতো প্রস্তুত দুই পরিবার ৷ চলেছে শেষবেলার তোড়জোড় ৷ গত বছর নভেম্বরে ইরা-নুপুরের বাগদান পর্ব সম্পন্ন হয় ৷ নুপুর ছিলেন ইরার ফিটনেস ট্রেনার ৷ সেই থেকেই ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয় ৷

বাগদানের পর একটি পার্টিও আয়োজিত হয় ৷ পার্টিতে উপস্থিত ছিলেন বি'টাউনের বহু সেলেব ৷ কয়েকদিন আগেই প্রাক্তন স্ত্রী রিনার সঙ্গে গয়না কিনতে দেখা গিয়েছিল আমিরকে ৷ মারাঠি বিয়ের সংস্কৃতি মেনে ইতিমধ্যেই কেলভান এবং উখানার মতো আচার অনুষ্ঠানগুলিও শুরু হয়ে গিয়েছে ৷ ইরার গায়ে হলুদের অনুষ্ঠানের ঝলকও ইতিমধ্যেই সামনে এসেছে ৷ পাপারাৎজিদের লেন্সবন্দি হয়েছেন রিনাও ৷ দেখা গিয়েছে নুুপুরকেও ৷ তাঁর পরনে ছিল সুন্দর পাজামা এবং পঞ্জাবি

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে নুপুর একেবারে ফিল্মি স্টাইলে প্রপোজ করেন ইরাকে ৷ সেই ভিডিয়ো সোশালে শেয়ারও করেছিলেন তিনি ৷ বাগদান পর্বের পর থেকেই তাঁর আসন্ন অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করছেন সোশালে ৷ ঠিক যেমন কয়েকদিন আগেই ইরা শেয়ার করেছিলেন ফ্যামিলি ডিনারের একটি ছবি ৷ সেখানে আমিরের সঙ্গে ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও-ও ৷ দেখা গিয়েছিল অভিনেত্রী মিথিলা পালকরকেও ৷

আরও পড়ুন:

  1. শাকিবের নায়িকার প্রমে মজেছেন দেব, আসছে ইধিকার 'খাদান'
  2. পর্দায় প্রথমবার আবির শুভশ্রী, প্রেমের গল্প নিয়ে আসছে রাজের 'বাবলি'
  3. ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন জুনিয়র এনটিআর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.