ETV Bharat / entertainment

Aamir on Ira Engagement: মেয়ের বাগদানে 'পাপা ক্যাহতে হ্যায়' গানে কোমর দোলালেন আমির - Aamir on Ira Engagement

অভিনেতা আমির খানের কন্যা ইরার বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হল গত শুক্রবার ৷ আর এই অনুষ্ঠানেই রীতিমতো মেতে উঠতে দেখা গেল মিষ্টার পারফেকশনিস্টকেও (Aamir on Ira Engagement )৷ আমির এদিন মেয়ের বাগদানের অনুষ্ঠানে কোমর দোলালেন দু'টি বলিউডি গানে ৷

Aamir on Ira Engagement
মেয়ের বাগদানে 'পাপা ক্যাহতে হ্যায়' গানে কোমর দোলালেন আমির
author img

By

Published : Nov 19, 2022, 9:06 PM IST

মুম্বই, 19 নভেম্বর: অভিনেতা আমির খানের কন্যা ইরার বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হল গত শুক্রবার ৷ শুক্রবার, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের বাগদান সারলেন ইরা ৷ আর এই অনুষ্ঠানেই রীতিমতো মেতে উঠতে দেখা গেল মিষ্টার পারফেকশনিস্টকেও ৷ আমির এদিন মেয়ের বাগদানের অনুষ্ঠানে কোমর দোলালেন দুটি বলিউডি গানে (Aamir Khan viral video from daughter engagement)৷ একটি হল 'কয়ামত সে কয়ামত তক' আর অন্যটি হল 'পাপা ক্যাহতে হ্যায় বড়া নাম করেগা'(Aamir Khan grooves to Papa Kahte Hain) ৷ ইমরান খান, আমিরের প্রাক্তন স্ত্রী রীনা দত্ত, কিরণ রাও থেকে শুরু করে অভিনেত্রী ফাতিমা সানা শেখ-সহ অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷ সারা পরিবার এদিন মেতে উঠেছিল আনন্দের উৎসবে (Ira Khan Nupur Shikhare engagement ) ৷

আমিরের সল্ট পেপার হেয়ার স্টাইল এবং সাদা ধূতি এবং ম্যাচিং কুর্তা বেশ নজর কেড়েছে দর্শকদের ৷ ইরা গত সেপ্টেম্বরেই ঘোষণা করেছিলেন খুব তাড়াতাড়ি তাঁর ফিটনেস ট্রেনার তথা প্রেমিক নুপূরের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন তিনি ৷ প্রায় দু'বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাঁরা ৷ ইরা হলেন আমিরের প্রাক্তন স্ত্রী রীনা দত্তের কন্যা ৷ 2002 সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ৷ ইরা ছাড়াও রীনার এক পুত্র সন্তান রয়েছে তাঁর নাম জুনায়েদ ৷ এরপর 2005 সালে ফের কিরণ রাওয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিস্টার পারফেকশনিস্ট ৷ 2011 সালে সারোগেসির মাধ্যমে প্রথমবার মা হন কিরণ ৷ তাঁদের এই পুত্রের নাম আজাদ ৷

অভিনয়ের কথা বলতে গেলে আমির খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'লাল সিং চাড্ডা' ছবিতে ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধেন করিনা কাপুর খানের সঙ্গে ৷ তবে 'থ্রি ইডিয়টস' ছবিতে আমির-বেবোর রসায়ন যেভাবে মন কেড়েছিল সেভাবে এই ছবিতে দর্শকদের মন জয় করতে ব্যর্থ হন তাঁরা ৷ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয় বিতর্ক ৷

আরও পড়ুন: আবেদনময়ী লুকে ছবির প্রচারে হাজির কৃতি

আমিরের 'ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা' সংক্রান্ত পুরোনো একটি বিবৃতির নিরিখে এই ছবিকে বয়কট করার ডাকও দেন অনেকেই ৷ টুইটারে ক্রমাগত বয়কট স্লোগানের মুখোমুখি হয় আমিরের 'লাল সিং চাড্ডা' ৷ সব মিলিয়ে দেখতে গেলে 'ঠাগস অব হিন্দোস্তান'-এর পর এই নিয়ে আমিরের আরও একটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ৷ এরপর কবে আবার পর্দায় দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে তা অবশ্য় এখনও জানাননি তিনি ৷

মুম্বই, 19 নভেম্বর: অভিনেতা আমির খানের কন্যা ইরার বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হল গত শুক্রবার ৷ শুক্রবার, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের বাগদান সারলেন ইরা ৷ আর এই অনুষ্ঠানেই রীতিমতো মেতে উঠতে দেখা গেল মিষ্টার পারফেকশনিস্টকেও ৷ আমির এদিন মেয়ের বাগদানের অনুষ্ঠানে কোমর দোলালেন দুটি বলিউডি গানে (Aamir Khan viral video from daughter engagement)৷ একটি হল 'কয়ামত সে কয়ামত তক' আর অন্যটি হল 'পাপা ক্যাহতে হ্যায় বড়া নাম করেগা'(Aamir Khan grooves to Papa Kahte Hain) ৷ ইমরান খান, আমিরের প্রাক্তন স্ত্রী রীনা দত্ত, কিরণ রাও থেকে শুরু করে অভিনেত্রী ফাতিমা সানা শেখ-সহ অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷ সারা পরিবার এদিন মেতে উঠেছিল আনন্দের উৎসবে (Ira Khan Nupur Shikhare engagement ) ৷

আমিরের সল্ট পেপার হেয়ার স্টাইল এবং সাদা ধূতি এবং ম্যাচিং কুর্তা বেশ নজর কেড়েছে দর্শকদের ৷ ইরা গত সেপ্টেম্বরেই ঘোষণা করেছিলেন খুব তাড়াতাড়ি তাঁর ফিটনেস ট্রেনার তথা প্রেমিক নুপূরের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন তিনি ৷ প্রায় দু'বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাঁরা ৷ ইরা হলেন আমিরের প্রাক্তন স্ত্রী রীনা দত্তের কন্যা ৷ 2002 সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ৷ ইরা ছাড়াও রীনার এক পুত্র সন্তান রয়েছে তাঁর নাম জুনায়েদ ৷ এরপর 2005 সালে ফের কিরণ রাওয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিস্টার পারফেকশনিস্ট ৷ 2011 সালে সারোগেসির মাধ্যমে প্রথমবার মা হন কিরণ ৷ তাঁদের এই পুত্রের নাম আজাদ ৷

অভিনয়ের কথা বলতে গেলে আমির খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'লাল সিং চাড্ডা' ছবিতে ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধেন করিনা কাপুর খানের সঙ্গে ৷ তবে 'থ্রি ইডিয়টস' ছবিতে আমির-বেবোর রসায়ন যেভাবে মন কেড়েছিল সেভাবে এই ছবিতে দর্শকদের মন জয় করতে ব্যর্থ হন তাঁরা ৷ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয় বিতর্ক ৷

আরও পড়ুন: আবেদনময়ী লুকে ছবির প্রচারে হাজির কৃতি

আমিরের 'ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা' সংক্রান্ত পুরোনো একটি বিবৃতির নিরিখে এই ছবিকে বয়কট করার ডাকও দেন অনেকেই ৷ টুইটারে ক্রমাগত বয়কট স্লোগানের মুখোমুখি হয় আমিরের 'লাল সিং চাড্ডা' ৷ সব মিলিয়ে দেখতে গেলে 'ঠাগস অব হিন্দোস্তান'-এর পর এই নিয়ে আমিরের আরও একটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ৷ এরপর কবে আবার পর্দায় দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে তা অবশ্য় এখনও জানাননি তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.