ETV Bharat / entertainment

Waheeda Rehman: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ওয়াহিদা রহমান - ওয়াহিদা রেহমান

Dadasaheb Phalke Lifetime Achievement Award: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ওয়াহিদা রহমান ৷ মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর এ কথা ঘোষণা করেছেন ৷

Waheeda Rehman
ওয়াহিদা রহমান
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 1:26 PM IST

Updated : Sep 26, 2023, 1:51 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত অভিনেত্রী ওয়াহিদা রহমান ৷ মঙ্গলবার এ কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

তিনি বলেন, "ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসাধারণ অবদানের জন্য ওয়াহিদা রেহমানজিকে এই বছর মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে, এই ঘোষণা করে আমি এক বিরাট আনন্দ ও সম্মান অনুভব করছি ।"

দেশের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে পরিচিত ওয়াহিদা রহমান পেয়াসা, সিআইডি, গাইড, কাগজ কে ফুল, খামোশি এবং ত্রিশুল-সহ বহু সুপারহিট ফিল্মে অভিনয় করেছেন ৷ তাঁকে এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদানের কথা নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

  • I feel an immense sense of happiness and honour in announcing that Waheeda Rehman ji is being bestowed with the prestigious Dadasaheb Phalke Lifetime Achievement Award this year for her stellar contribution to Indian Cinema.

    Waheeda ji has been critically acclaimed for her…

    — Anurag Thakur (@ianuragthakur) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মন্ত্রী লিখেছেন, "এমন একটা সময়ে যখন সংসদে ঐতিহাসিক নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হয়েছে, তখন তাঁকে এই আজীবন কৃতিত্বের পুরস্কারে ভূষিত করা ভারতীয় চলচ্চিত্রের একজন নেতৃস্থানীয় মহিলার জন্য উপযুক্ত শ্রদ্ধাপ্রদান ৷ যিনি চলচ্চিত্রের দ্বারা মানবহিতৈষী এবং সমাজের বৃহত্তর মঙ্গলের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন । আমি তাঁকে অভিনন্দন জানাই এবং বিনীতভাবে তাঁর সমৃদ্ধ কাজের প্রতি আমার শুভেচ্ছা জানাই, যা আমাদের চলচ্চিত্র ইতিহাসের একটি অন্তর্নিহিত অংশ ৷"

আরও পড়ুন: আন্দামানের সমুদ্র সৈকতে গা ভাসালেন আশা পারেখ, ওয়াহিদা রহমান ও হেলেন

85 বছর বয়সি ওয়াহিদা রহমান 1955 সালের তেলুগু চলচ্চিত্র 'রোজুলু মারায়ি' এবং 'জয়সিমহা' দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন । হিন্দি ফিল্মে তিনি ডেবিউ করেন 'সিআইডি'-তে ৷ 1956 সালে দেব আনন্দের এই চলচ্চিত্র বিপুল জনপ্রিয়তা লাভ করে ।

পাঁচ দশকেরও বেশি কর্মজীবনে কিংবদন্তি অভিনেত্রী বিভিন্ন ভাষায় 90টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন । তিনি রেশমা ও শেরা (1971) চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান । ইতিমধ্যে পদ্মশ্রী এবং পদ্মভূষণও পেয়েছেন অভিনেত্রী । ওয়াহিদা রহমানকে শেষ দেখা গিয়েছিল 2021 সালে কামিং-অফ-এজ স্পোর্টস ড্রামা 'স্কেটার গার্ল'-এ ৷ (সংবাদসংস্থা পিটিআই)

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত অভিনেত্রী ওয়াহিদা রহমান ৷ মঙ্গলবার এ কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

তিনি বলেন, "ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসাধারণ অবদানের জন্য ওয়াহিদা রেহমানজিকে এই বছর মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে, এই ঘোষণা করে আমি এক বিরাট আনন্দ ও সম্মান অনুভব করছি ।"

দেশের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে পরিচিত ওয়াহিদা রহমান পেয়াসা, সিআইডি, গাইড, কাগজ কে ফুল, খামোশি এবং ত্রিশুল-সহ বহু সুপারহিট ফিল্মে অভিনয় করেছেন ৷ তাঁকে এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদানের কথা নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

  • I feel an immense sense of happiness and honour in announcing that Waheeda Rehman ji is being bestowed with the prestigious Dadasaheb Phalke Lifetime Achievement Award this year for her stellar contribution to Indian Cinema.

    Waheeda ji has been critically acclaimed for her…

    — Anurag Thakur (@ianuragthakur) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মন্ত্রী লিখেছেন, "এমন একটা সময়ে যখন সংসদে ঐতিহাসিক নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হয়েছে, তখন তাঁকে এই আজীবন কৃতিত্বের পুরস্কারে ভূষিত করা ভারতীয় চলচ্চিত্রের একজন নেতৃস্থানীয় মহিলার জন্য উপযুক্ত শ্রদ্ধাপ্রদান ৷ যিনি চলচ্চিত্রের দ্বারা মানবহিতৈষী এবং সমাজের বৃহত্তর মঙ্গলের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন । আমি তাঁকে অভিনন্দন জানাই এবং বিনীতভাবে তাঁর সমৃদ্ধ কাজের প্রতি আমার শুভেচ্ছা জানাই, যা আমাদের চলচ্চিত্র ইতিহাসের একটি অন্তর্নিহিত অংশ ৷"

আরও পড়ুন: আন্দামানের সমুদ্র সৈকতে গা ভাসালেন আশা পারেখ, ওয়াহিদা রহমান ও হেলেন

85 বছর বয়সি ওয়াহিদা রহমান 1955 সালের তেলুগু চলচ্চিত্র 'রোজুলু মারায়ি' এবং 'জয়সিমহা' দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন । হিন্দি ফিল্মে তিনি ডেবিউ করেন 'সিআইডি'-তে ৷ 1956 সালে দেব আনন্দের এই চলচ্চিত্র বিপুল জনপ্রিয়তা লাভ করে ।

পাঁচ দশকেরও বেশি কর্মজীবনে কিংবদন্তি অভিনেত্রী বিভিন্ন ভাষায় 90টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন । তিনি রেশমা ও শেরা (1971) চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান । ইতিমধ্যে পদ্মশ্রী এবং পদ্মভূষণও পেয়েছেন অভিনেত্রী । ওয়াহিদা রহমানকে শেষ দেখা গিয়েছিল 2021 সালে কামিং-অফ-এজ স্পোর্টস ড্রামা 'স্কেটার গার্ল'-এ ৷ (সংবাদসংস্থা পিটিআই)

Last Updated : Sep 26, 2023, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.