ETV Bharat / entertainment

New Poster of Big B: জন্মদিনে ছবির পোস্টার শেয়ার করে শাহেনশাকে শুভেচ্ছা 'কল্কি 2898 এডি' নির্মাতাদের - শাহেনশাকে শুভেচ্ছা নির্মাতাদের

একাশিতে পা দিলেন বলিউডের বিগ বি ৷ এবার তাঁর নতুন ছবি 'কল্কি 2898 এডি'র পোস্টার শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নির্মাতারা ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন প্রভাসের সঙ্গে ৷

New Poster of Big B
শাহেনশাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নির্মাতারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 4:27 PM IST

হায়দরাবাদ, 11 অক্টোবর: অশীতিপর কথাটা বললে সাধারণত মনে আসে অবসরপ্রাপ্ত কোনও মানুষের মুখ ৷ কিন্তু আশি পেরিয়ে একাশিতে পা দিয়েও বলিউডের শাহেনশা কিন্তু একইরকম রয়েছেন ৷ এখনও তিনি নিজেকে ভাঙছেন সমান উদ্যমে ৷ অভিনয় করছেন একের পর এক নতুন ধরনের চরিত্রে ৷ কখনও তাঁকে দেখা যাচ্ছে 'ঝুণ্ড' তৈরি করে ফুটবল নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে আবার কখনও তিনি হয়ে উঠেছেন ব্রহ্মাস্ত্রের রক্ষক ৷ আর এবার বিগ বি'র জন্মদিনে তাঁর নতুন ছবি পোস্টার নিয়ে হাজির হলেন নির্মাতারা ৷

প্রভাসের সঙ্গে আগামিদিনে 'কল্কি 2898 এডি' ছবিতে স্ক্রিনশেয়ার করতে চলেছেন অমিতাভ ৷ তাঁর এই ছবির পরিচালক নাগ অশ্বিন ৷ ছবিতে অমিতাভ-প্রভাস ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ নির্মাতা ছবিটি শেয়ার করে লিখেছেন, "আপনার এই জার্নির অংশ হতে পারা এবং আপনার বড় মনের সাক্ষাত পাওয়াটা আমাদের কাছে সম্মানের ৷ শুভ জন্মদিন স্যার ৷" এদিন যে পোস্টারটি তিনি শেয়ার করেছেন তাতে অবশ্য় মুখ দেখা যায়নি অমিতাভের ৷ তবে তাঁর রয়েছে দণ্ড ৷ আর সারা শরীর ঢাকা কাপড়ে ৷

ছবির ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে ৷ আর প্রথম ঝলকেই বোঝা গিয়েছে কল্প বিজ্ঞানের এই ছবি বলবে একজন সুপার হিরোর উত্থানের গল্প ৷ আর্তের জন্য় তিনি হাজির হবেন মসিহা রূপে ৷ 2898 সালে পৃথিবী যখন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের আক্রমণে জর্জরিত তখনই অন্ধকারের অবসান ঘটাতে হাজির হয় কল্কি ৷ ভগবান বিষ্ণুর এই অবতারের আগমনের কথা ছিল এই কলি যুগেই ৷ যিনি পাপীদের বিনাশ করে আবারও পৃথিবীকে ত্রাণ করবেন ৷ সেই অবতারকেই এখানে কল্পনা করা হয়েছে একজন সুপার হিরো হিসাবে ৷

আরও পড়ুন: জন্মদিনে ভক্তদের খুশি করতে মাঝরাতেই জলসার বাইরে শাহেনশা, হাতজোড় করে দিলেন ধন্যবাদ

বিগ বি এর আগেও কাজ করেছেন কল্প বিজ্ঞানের ছবিতে ৷ 'ব্রহ্মাস্ত্র পার্ট 1: শিবা' ছবিতে তিনি অভিনয় করেন গুরুজির ভূমিকায় ৷ এবার 'কল্কি 2898 এডি' ছবিটিও তুলে ধরবে এক কল্পবিজ্ঞানের গল্প ৷ ছবিটি মুক্তি পাবে আগামী বছর 12 জানুয়ারি ৷ এছাড়া তাঁর হাতে রয়েছে 'গণপথ' ছবিটিও ৷ এই ছবিতে তাঁর সঙ্গী টাইগার শ্রফ ৷

হায়দরাবাদ, 11 অক্টোবর: অশীতিপর কথাটা বললে সাধারণত মনে আসে অবসরপ্রাপ্ত কোনও মানুষের মুখ ৷ কিন্তু আশি পেরিয়ে একাশিতে পা দিয়েও বলিউডের শাহেনশা কিন্তু একইরকম রয়েছেন ৷ এখনও তিনি নিজেকে ভাঙছেন সমান উদ্যমে ৷ অভিনয় করছেন একের পর এক নতুন ধরনের চরিত্রে ৷ কখনও তাঁকে দেখা যাচ্ছে 'ঝুণ্ড' তৈরি করে ফুটবল নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে আবার কখনও তিনি হয়ে উঠেছেন ব্রহ্মাস্ত্রের রক্ষক ৷ আর এবার বিগ বি'র জন্মদিনে তাঁর নতুন ছবি পোস্টার নিয়ে হাজির হলেন নির্মাতারা ৷

প্রভাসের সঙ্গে আগামিদিনে 'কল্কি 2898 এডি' ছবিতে স্ক্রিনশেয়ার করতে চলেছেন অমিতাভ ৷ তাঁর এই ছবির পরিচালক নাগ অশ্বিন ৷ ছবিতে অমিতাভ-প্রভাস ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ নির্মাতা ছবিটি শেয়ার করে লিখেছেন, "আপনার এই জার্নির অংশ হতে পারা এবং আপনার বড় মনের সাক্ষাত পাওয়াটা আমাদের কাছে সম্মানের ৷ শুভ জন্মদিন স্যার ৷" এদিন যে পোস্টারটি তিনি শেয়ার করেছেন তাতে অবশ্য় মুখ দেখা যায়নি অমিতাভের ৷ তবে তাঁর রয়েছে দণ্ড ৷ আর সারা শরীর ঢাকা কাপড়ে ৷

ছবির ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে ৷ আর প্রথম ঝলকেই বোঝা গিয়েছে কল্প বিজ্ঞানের এই ছবি বলবে একজন সুপার হিরোর উত্থানের গল্প ৷ আর্তের জন্য় তিনি হাজির হবেন মসিহা রূপে ৷ 2898 সালে পৃথিবী যখন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের আক্রমণে জর্জরিত তখনই অন্ধকারের অবসান ঘটাতে হাজির হয় কল্কি ৷ ভগবান বিষ্ণুর এই অবতারের আগমনের কথা ছিল এই কলি যুগেই ৷ যিনি পাপীদের বিনাশ করে আবারও পৃথিবীকে ত্রাণ করবেন ৷ সেই অবতারকেই এখানে কল্পনা করা হয়েছে একজন সুপার হিরো হিসাবে ৷

আরও পড়ুন: জন্মদিনে ভক্তদের খুশি করতে মাঝরাতেই জলসার বাইরে শাহেনশা, হাতজোড় করে দিলেন ধন্যবাদ

বিগ বি এর আগেও কাজ করেছেন কল্প বিজ্ঞানের ছবিতে ৷ 'ব্রহ্মাস্ত্র পার্ট 1: শিবা' ছবিতে তিনি অভিনয় করেন গুরুজির ভূমিকায় ৷ এবার 'কল্কি 2898 এডি' ছবিটিও তুলে ধরবে এক কল্পবিজ্ঞানের গল্প ৷ ছবিটি মুক্তি পাবে আগামী বছর 12 জানুয়ারি ৷ এছাড়া তাঁর হাতে রয়েছে 'গণপথ' ছবিটিও ৷ এই ছবিতে তাঁর সঙ্গী টাইগার শ্রফ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.