মুম্বই, 26 মার্চ: গান্ধি পরিবারের করণ জোহরের ফিল্মে অভিনয় করা উচিত ৷ প্রিয়াঙ্কা গান্ধি বঢরার তাঁর পরিবারের বলিদান নিয়ে সাম্প্রতিক মন্তব্যকে কটাক্ষ করে এই ভাষাতেই গান্ধি পরিবারের (Gandhi family) প্রতি ক্ষোভ উগড়ে দিলেন বলিউডের পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Taunts Gandhi Family)৷
2019 সালের ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধি দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে 2 বছর কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত ৷ এই নির্দেশের প্রেক্ষিতেই রাহুলের সাংসদ পদ খারিজ করে দিয়েছে লোকসভার সচিবালয় ৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে, নয়াদিল্লিতে মহাত্মা গান্ধির স্মৃতিসৌধ রাজঘাটে সংকল্প সত্যাগ্রহে ভাষণ দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ।
তিনি বলেন, "আমার পরিবারের রক্তে এ দেশের গণতন্ত্র এসেছে । এ দেশের গণতন্ত্রের জন্য আমরা সব কিছু করব ।" কংগ্রেসের মহান নেতারা এ দেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন বলে জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা বলেন, "তাঁরা আজ পর্যন্ত আমাদের পরিবারকে অপমান করে আসছে এবং আমরা চুপ ছিলাম কিন্তু আর নয় । একজন মানুষকে আপনি কতটা অপমান করবেন ?" প্রিয়াঙ্কার প্রশ্ন, "ভগবান রাম, যাঁকে নির্বাসনে পাঠানো হয়েছিল, তিনিও কি পরিবারতন্ত্রী ছিলেন ?"
-
Family… family…. Family… What have you done? Family se itna fake pyaar hai to I’d suggest it’s time Gandhis start acting in Karan Johar films. At least, family ecosystem to match karega. Kya pata KJo ko bhi le doobein. https://t.co/Tss4s27U4B
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Family… family…. Family… What have you done? Family se itna fake pyaar hai to I’d suggest it’s time Gandhis start acting in Karan Johar films. At least, family ecosystem to match karega. Kya pata KJo ko bhi le doobein. https://t.co/Tss4s27U4B
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 26, 2023Family… family…. Family… What have you done? Family se itna fake pyaar hai to I’d suggest it’s time Gandhis start acting in Karan Johar films. At least, family ecosystem to match karega. Kya pata KJo ko bhi le doobein. https://t.co/Tss4s27U4B
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 26, 2023
আরও পড়ুন: 'প্রভু রাম ও পাণ্ডবরাও কি পরিবারতন্ত্রী ছিলেন ?' গেরুয়া অস্ত্রেই বিজেপিকে ঘা প্রিয়াঙ্কার
এই ইভেন্ট থেকে প্রিয়াঙ্কার বক্তব্যের একটি ভিডিয়ো ক্লিপে প্রতিক্রিয়া জানিয়ে টুইট (Vivek Agnihotri tweets) করেন কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ তিনি টুইটে লেখেন, "পরিবার...পরিবার...পরিবার...আপনি কী করেছেন ? যদি পরিবারের প্রতি এতই নকল ভালোবাসা থাকে, তাহলে আমি পরামর্শ দিই যে গান্ধি পরিবারের করণ জোহরের ছবিতে কাজ শুরু করা উচিত । অন্তত পারিবারিক বাস্তুতন্ত্র মিলবে । আপনি কি জানেন করণ জোহরও ডুবে গিয়েছেন !" অন্য একটি টুইটে বিবেক লিখেছেন, "ভিকটিম কার্ডই অধিকারীদের প্রথম ও শেষ রক্ষাকবচ ।"
-
Victim card is the first and last defence of the entitled. https://t.co/x7T3CSkGM7
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Victim card is the first and last defence of the entitled. https://t.co/x7T3CSkGM7
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 26, 2023Victim card is the first and last defence of the entitled. https://t.co/x7T3CSkGM7
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 26, 2023
উল্লেখ্য, প্রায়শই ভারতীয় রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে টুইট করেন বিবেক অগ্নিহোত্রী । এ বার তিনি নিশানা করেছেন গান্ধি পরিবারকে ৷