ETV Bharat / entertainment

Vivek Agnihotri: অস্কার লাইব্রেরিতে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির চিত্রনাট্য! 'আনসাং হিরো'দের কাহিনী সংগৃহীত - অস্কার লাইব্রেরির সংগ্রহশালা

বৃহস্পতিবার পরিচালক বিবেক অগ্নিহোত্রী সোশাল মিডিয়ায় অস্কার একাডেমি থেকে প্রাপ্ত একটি মেইলের স্ক্রিনশট শেয়ার করেছেন ৷ পরিচালক জানিয়েছেন 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির স্ক্রিপ্ট অস্কার লাইব্রেরির সংগ্রহশালায় আমন্ত্রিত এবং গৃহীত হয়েছে।

Etv Bharat
অস্কার লাইব্রেরিতে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির চিত্রনাট্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 6:32 PM IST

হায়দরাবাদ, 12 অক্টোবর: 'দ্য কাশ্মীর ফাইলস' বক্সঅফিস কাঁপালেও মুখথুবড়ে পড়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ৷ বিবেক অগ্নিহোত্রি পরিচালিত এই ছবি সাফল্য না পেলেও দর্শকদের নজর কেড়েছে ৷ অস্কারেও জায়গা পেয়েছে দ্য ভ্যাকসিন ওয়ার ৷ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে পরিচালক জানিয়েছেন, অস্কার লাইব্রেরির কালেকশন জায়গা পেয়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির স্ক্রিপ্ট ৷

ইন্সটাগ্রামে পরিচালক মেইলের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যা এসেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সংস্থার পক্ষ থেকে ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আমি গর্বিত যে দ্য ভ্যাকসিন ওয়ার-এর চিত্রনাট্যকে আমন্ত্রণ জানানো হয়েছে ও গ্রহণও করা হয়েছে অস্কারের লাইব্রেরি বিভাগের অ্যাকাডেমি কালেকশনে ৷ আমি সত্যি খুশি এটা জেনে যে দশকের পর দশক সাধারণ মানুষ অতিমারির সময়ে ভারতের হিরোদের গল্প জানতে পারবে, পড়তে পারবে ৷"

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বিবেক জানিয়েছিলেন, লকডাউনে যখন কাশ্মীর ফাইলস ছবির শুটিং বন্ধ ছিল তখন থেকেই তিনি আইসিএমআর ও এনআইভি-র বিজ্ঞানীদের সঙ্গে রিসার্চ করা শুরু করেছিলেন ৷ এই সংস্থার বিজ্ঞানীরাই ভারতে কোভিডের ভ্যাকসিন তৈরি করেছিলেন ৷ পরিচালক জানিয়েছিলেন, বিজ্ঞানীদের এই লড়াই শুধু মাত্র অতিমারির বিরুদ্ধে বা বিদেশী এজেন্সিগুলোর সঙ্গে ছিল না ৷ লড়াই ছিল নিজেদের লোকেদের সঙ্গেও ৷ তিনি বলেন, " হ্যাঁ, আমরা জিতেছি ৷ সবচেয়ে দ্রুত, নিরাপদ ও কমদামের ভ্যাকসিন আমাদের বিজ্ঞানীরা তৈরি করতে পেরেছেন ৷ আমার মনে হয়, ভারতের এই সুপারহিরোদের জার্নি ও লড়াই জানা উচিত সকলের ৷ প্রত্যেক ভারতবাসীও এই সুপারহিরোদের নিয়ে গর্ব অনুুভব করে ৷"

আরও পড়ুন: টানা 8 মিনিট যুদ্ধের দৃশ্য শুট করেছেন কার্তিক, প্রশংসা নেটপাড়ায়

'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবিতে নানা পটেকর, অনুপম খের, রাইমা সেন, পল্লবী জোশি ও সপ্তমী গোড়য়াকে দেখা গিয়েছে প্রধান চরিত্রে ৷ অতিমারির সময়ে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, যাঁরা মাত্র সাত মাসের মধ্যে অতিমারির ভ্যাকসিন হিসাবে কো-ভ্যাক্সিন তৈরি করেছিলেন, তাঁদের জার্নি তুলে ধরা হয়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এ ৷

হায়দরাবাদ, 12 অক্টোবর: 'দ্য কাশ্মীর ফাইলস' বক্সঅফিস কাঁপালেও মুখথুবড়ে পড়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ৷ বিবেক অগ্নিহোত্রি পরিচালিত এই ছবি সাফল্য না পেলেও দর্শকদের নজর কেড়েছে ৷ অস্কারেও জায়গা পেয়েছে দ্য ভ্যাকসিন ওয়ার ৷ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে পরিচালক জানিয়েছেন, অস্কার লাইব্রেরির কালেকশন জায়গা পেয়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির স্ক্রিপ্ট ৷

ইন্সটাগ্রামে পরিচালক মেইলের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যা এসেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সংস্থার পক্ষ থেকে ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আমি গর্বিত যে দ্য ভ্যাকসিন ওয়ার-এর চিত্রনাট্যকে আমন্ত্রণ জানানো হয়েছে ও গ্রহণও করা হয়েছে অস্কারের লাইব্রেরি বিভাগের অ্যাকাডেমি কালেকশনে ৷ আমি সত্যি খুশি এটা জেনে যে দশকের পর দশক সাধারণ মানুষ অতিমারির সময়ে ভারতের হিরোদের গল্প জানতে পারবে, পড়তে পারবে ৷"

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বিবেক জানিয়েছিলেন, লকডাউনে যখন কাশ্মীর ফাইলস ছবির শুটিং বন্ধ ছিল তখন থেকেই তিনি আইসিএমআর ও এনআইভি-র বিজ্ঞানীদের সঙ্গে রিসার্চ করা শুরু করেছিলেন ৷ এই সংস্থার বিজ্ঞানীরাই ভারতে কোভিডের ভ্যাকসিন তৈরি করেছিলেন ৷ পরিচালক জানিয়েছিলেন, বিজ্ঞানীদের এই লড়াই শুধু মাত্র অতিমারির বিরুদ্ধে বা বিদেশী এজেন্সিগুলোর সঙ্গে ছিল না ৷ লড়াই ছিল নিজেদের লোকেদের সঙ্গেও ৷ তিনি বলেন, " হ্যাঁ, আমরা জিতেছি ৷ সবচেয়ে দ্রুত, নিরাপদ ও কমদামের ভ্যাকসিন আমাদের বিজ্ঞানীরা তৈরি করতে পেরেছেন ৷ আমার মনে হয়, ভারতের এই সুপারহিরোদের জার্নি ও লড়াই জানা উচিত সকলের ৷ প্রত্যেক ভারতবাসীও এই সুপারহিরোদের নিয়ে গর্ব অনুুভব করে ৷"

আরও পড়ুন: টানা 8 মিনিট যুদ্ধের দৃশ্য শুট করেছেন কার্তিক, প্রশংসা নেটপাড়ায়

'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবিতে নানা পটেকর, অনুপম খের, রাইমা সেন, পল্লবী জোশি ও সপ্তমী গোড়য়াকে দেখা গিয়েছে প্রধান চরিত্রে ৷ অতিমারির সময়ে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, যাঁরা মাত্র সাত মাসের মধ্যে অতিমারির ভ্যাকসিন হিসাবে কো-ভ্যাক্সিন তৈরি করেছিলেন, তাঁদের জার্নি তুলে ধরা হয়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.