মুম্বই, 27 এপ্রিল: বৃহস্পতিবার সন্ধেয় মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বসছে চাঁদের হাট ৷ অনুষ্ঠিত হতে চলেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের 68তম সংস্করণ ৷ সঞ্চালনায় 'ভাইজান' সলমন খান ৷ সেরা ছবি-সহ সেখানে 7টি ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ কিন্তু পুরস্কার প্রদান অনুষ্ঠানের ঠিক প্রাক্কালে ফিল্মফেয়ার নিয়ে বিস্ফোরক বিতর্কিত এই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসকে 'অ্যান্টি-সিনেমা' আখ্যা দিয়ে পরিচালক সাফ জানালেন, কোনওভাবেই তিনি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না ৷ টুইটারে বৃহস্পতিবার সকালে একটি লম্বা নোট লিখে ফিল্মফেয়ারের প্রতি বিদ্বেষ ব্যক্ত করেছেন বিবেক অগ্নিহোত্রী ৷ 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক লেখেন, "সংবাদমাধ্যম মারফৎ জানতে পারলাম 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সাতটি বিভাগে মনোনয়ন পেয়েছে দ্য কাশ্মীর ফাইলস ৷ কিন্তু আমি এই অনৈতিক এবং অ্যান্টি-সিনেমা অনুষ্ঠান সবিনয়ে প্রত্যাখ্যান করছি ৷"
বিবেক অগ্নিহোত্রীর দাবি, তারকা ছাড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বাকি কারও মুখ নেই ৷ আর সেই কারণে ফিল্মফেয়ারের দুনিয়ায় সঞ্জয় লীলা বনশালি, সূরজ বারজাতিয়ার মতো মহান পরিচালকদের কোনও স্থান নেই ৷ এই অনুষ্ঠানে সঞ্জয় বনশালিকে আলিয়া ভাট, সূরজ বারজাতিয়াকে মিস্টার বচ্চন আর আনিস বাজমিকে প্রতিনিধিত্ব করেন কার্তিক আরিয়ান ৷
-
ANNOUNCEMENT:
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
FILMFARE AWARDS
I learnt from media that #TheKashmirFiles is nominated in 7 categories for the 68th Filmfare Awards. But I politely refuse to be part of these unethical and anti-cinema awards. Here is why:
According to Filmfare, other than the stars, nobody has… pic.twitter.com/2qKCiZ8Llh
">ANNOUNCEMENT:
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 27, 2023
FILMFARE AWARDS
I learnt from media that #TheKashmirFiles is nominated in 7 categories for the 68th Filmfare Awards. But I politely refuse to be part of these unethical and anti-cinema awards. Here is why:
According to Filmfare, other than the stars, nobody has… pic.twitter.com/2qKCiZ8LlhANNOUNCEMENT:
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 27, 2023
FILMFARE AWARDS
I learnt from media that #TheKashmirFiles is nominated in 7 categories for the 68th Filmfare Awards. But I politely refuse to be part of these unethical and anti-cinema awards. Here is why:
According to Filmfare, other than the stars, nobody has… pic.twitter.com/2qKCiZ8Llh
আরও পড়ুন: ষষ্ঠ দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেল 'কিসি কা ভাই কিসি কি জান'
এই ঘুণধরা সিস্টেমের প্রতিবাদ জানিয়েই অ্যাওয়ার্ড অনুষ্ঠান তিনি প্রত্যাখ্যান করছেন বলে জানিয়েছেন দ্য কাশ্মীর ফাইলস পরিচালক ৷ ফিল্মফেয়ারের কোনও পুরস্কার তিনি গ্রহণ করতে চান না দাবি করে বিবেক লিখেছেন, "দুর্নীতিপরায়ণ একটা সিস্টেম বা অ্যাওয়ার্ড যারা লেখক, পরিচালক কিংবা ক্রু মেম্বারদের তারকাদের দাসে পরিণত করে, সেই সিস্টেমের প্রতিবাদ এবং বিরোধিতা করে আমি এর অংশীদার হওয়া থেকে বিরত থাকছি ৷"
বলিউডের মধ্যেই আরেকটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি গজিয়ে উঠছে ৷ এমনই উদ্বেগ প্রকাশ করে নোটের শেষে বিবেক জানান, তিনি একা নন ৷ এই পথের শরিক অনেকেই ৷