কলকাতা, 27 সেপ্টেম্বর: বিরাট কোহলি তাঁর জামাইয়ের মতো ৷ বললেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে খুবই ভালোবাসেন বলে জানিয়েছেন জওয়ান স্টার ৷
বুধবার টুইটারে 'আস্ক এসআরকে' সেশনে এক ভক্ত শাহরুখ খানকে বলেন, "বিরাট কোহলির সম্পর্কে কিছু বলুন, কারণ রোজই আমরা দেখছি আপনাদের ভক্তদের মধ্যে সোশাল পোস্টে যুদ্ধ চলছে ৷ কোহলিকে নিয়ে জওয়ান স্টাইলে কিছু বলুন ৷" উল্লেখ্য, কে বেশি জনপ্রিয় ? শাহরুখ খান নাকি বিরাট কোহলি ? এই নিয়ে বারবার সোশাল-যুদ্ধে অবতীর্ণ হতে দেখা গিয়েছে শাহরুখ ও কোহলি ভক্তদের ৷
কিং খান এই প্রশ্নের জবাব দিয়েছেন তাঁর টুইটার হ্যান্ডেলে ৷ তিনি লিখেছেন, "আমি বিরাট কোহলিকে ভালোবাসি ৷ ও আমার একেবারে নিজের মতো এবং আমি সবসময় তাঁর সুস্থতা প্রার্থনা করি...৷" এখানেই না থেমে শাহরুখ এর পর যা লেখেন, তা বেশ মনে ধরেছে নেট নাগরিকদের ৷ শাহরুখ লিখেছেন, "ভাই দামাদ জ্যায়সা হ্যায় হামারা !! (ভাই ও আমার জামাইয়ের মতো !!)"
বিরাট কোহলি বর্তমানে রাজকোটে রয়েছেন ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ 56 রান করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ৷ দিনকয়েক আগে তিনি ক্রিকেট থেকে একটি ছোট বিরতি নিয়েছিলেন ৷ সেই কারণে প্রথম দুটি ওয়ানডে-তে ছিলেন না তিনি ৷
-
I love @imVkohli he is like my own and I pray always for his well being….bhai damaad jaisa hai humaara!!! https://t.co/SYB4sRPIqo
— Shah Rukh Khan (@iamsrk) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I love @imVkohli he is like my own and I pray always for his well being….bhai damaad jaisa hai humaara!!! https://t.co/SYB4sRPIqo
— Shah Rukh Khan (@iamsrk) September 27, 2023I love @imVkohli he is like my own and I pray always for his well being….bhai damaad jaisa hai humaara!!! https://t.co/SYB4sRPIqo
— Shah Rukh Khan (@iamsrk) September 27, 2023
আরও পড়ুন: 'ব্যাক টু ব্যাক' 1000 কোটির ব্লকবাস্টার! আর কতটা পথ পেরোলে ইতিহাস গড়বেন বাদশা?
বিরাট কোহলি ও শাহরুখ খানের সখ্যতা সর্বজনবিদিত ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময় ক্রীড়া ও বিনোদন জগতের এই দুই সুপারস্টারকে বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গিয়েছে ৷ দু'জনের মধ্যে দুর্দান্ত বন্ডিং রয়েছে ৷ যখনই শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স ও কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলা হয়েছে, তখন তাঁদের একে-অপরকে অভিবাদন জানাতে দেখা গিয়েছে ৷
এপ্রিল মাসে ইডেন গার্ডেনসে আইপিএল 2023-এ আরসিবি-এর বিরুদ্ধে কেকেআর-এর জয়ের পরে 'ঝুমে জো পাঠান' গানে নাচতেও দেখা গিয়েছে তাঁদের ৷
এসআরকে বর্তমানে তাঁর সর্বশেষ চলচ্চিত্র জওয়ানের রেকর্ড নিয়ে উচ্ছ্বসিত ৷ এই ছবি ইতিমধ্যেই বিশ্বব্যাপী এক হাজার কোটি টাকারও বেশি আয় করেছে ৷