ETV Bharat / entertainment

Valentine's Day Celebration: ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনে কোথায় গেলেন বিরুষ্কা ও আথিয়া-রাহুল ? পান্ডিয়ার বিয়েতে ? - বিরাট কোহলি

ভালোবাসার দিনে অনুষ্কা শর্মা এবং তাঁর ক্রিকেটার স্বামী বিরাট কোহলিকে (Valentine's Day Celebration) মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে । এ ছাড়াও নবদম্পতি আথিয়া শেঠি এবং কেএল রাহুলও বিমানবন্দরে দেখা যায় আজ ৷

Virushka, Athiya Shetty and KL Rahu ETV bharat
বিরুষ্কা ও আথিয়া-রাহুল
author img

By

Published : Feb 14, 2023, 5:36 PM IST

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: ভালোবাসার উদযাপনে বেড়ানোর মুডে সেলিব্রিটিরা (Valentine's Day Celebration)৷ সদ্য বিবাহিত দম্পতি আথিয়া শেঠি এবং কেএল রাহুলের বিয়ের পর এটাই তাঁদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে ৷ এই দিনটাকে স্মরণীয় করে রাখতে 'বাহিরো পথে বিবাগী হিয়া'৷ আজ মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে এই নবদম্পতিকে ৷ তবে শুধু তাঁরাই নন ৷ মুম্বই বিমানবন্দরে আজ দেখা গিয়েছে ক্রিকেট ও ফিল্মের আরেক যুগলবন্দি অনুষ্কা শর্মা ও বিরাট কোহলিকেও। আজকের দিনে তারকাদের একে একে বিমানবন্দরে দেখার পর নেট নাগরিকরা ধরেই নিয়েছেন যে, ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের জন্য কোথাও সফর করছেন এই যুগলরা ৷

হাল্কা মেজাজে ধরা দিলেন বিরুষ্কা: আজ সকালে মুম্বই বিমানবন্দরে অনুষ্কা এবং বিরাটকে অতি সাধারণ লুকেই দেখা গিয়েছে (Anushka Virat Valentine's Day Celebration)। পেশার চাপের সঙ্গে পারিবারিক জীবনের ভারসাম্য রক্ষায় মাঝেমাঝেই বিরতি নিতে দেখা যায় বিরুষ্কাকে ৷ আজ অনুষ্কার পরনে ছিল একটি কালো সোয়েটশার্ট ও নীল ট্র্যাক প্যান্ট ৷ তাঁর স্টাইল স্টেটমেন্টকে এক ধাপ বাড়িয়ে দেয় তাঁর মাথার বেসবল ক্যাপ, স্নিকার্স ও ক্রসবডি ব্যাগ ৷ বিরাটকেও এ দিন বিমানবন্দরে বেশ রিল্যাক্সড মুডে দেখা যায় ৷

মুম্বই বিমানবন্দরে আথিয়া-রাহুলও: বিরুষ্কার পরপরই মুম্বই বিমানবন্দরে দেখা যায় আরেক বলিউড ও ক্রিকেট দম্পতিকে । স্টাইলিশ অ্যাপিয়ারেন্সে মুম্বই বিমানবন্দরে আসতে দেখা গিয়েছে আথিয়া এবং রাহুলকে । বিমানে চড়াপ আগে তাঁরা পাপারাৎজাদের আবদার মেটাতে পোজও দেন । আথিয়াকে ডেনিম-অন-ডেনিমে বেশ স্টাইলিশ লাগছিল ৷ সাদা টি-শার্ট এবং বেইজ প্যান্টের সঙ্গে রঙিন জ্যাকেটে দারুণ মানিয়েছিল রাহুলকেও ৷

আরও পড়ুন: এই ভ্যালেন্টাইনস ডে'তে সঙ্গীকে কী দেবেন ভাবছেন ? রইল উপহারের সম্ভার

তাহলে কি তাঁরা যাচ্ছেন উদয়পুরে পান্ডিয়ার বিয়েতে ? এই দম্পতিরা ভ্যালেন্টাইন্স ডে-তে কোন গন্তব্যে যাত্রা করেছেন তা যদিও জানা যায়নি । তবে নেট নাগরিকরা ধরেই নিয়েছিলেন যে সেলিব্রিটি দম্পতিরা ভ্যালেন্টাইনস ডের ছুটি কাটাতে গিয়েছেন ৷ তাঁরা উদয়পুরেও গিয়ে থাকতে পারেন বলে জল্পনা চলছে । বিরুষ্কা এবং আথিয়া-রাহুলও উদয়পুরের বিমানই ধরেছেন বলে মনে করছেন ৷ মরুরাজ্যে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং অভিনেতা নাতাশা স্ট্যানকোভিচের ফের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন তাঁরা ৷

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: ভালোবাসার উদযাপনে বেড়ানোর মুডে সেলিব্রিটিরা (Valentine's Day Celebration)৷ সদ্য বিবাহিত দম্পতি আথিয়া শেঠি এবং কেএল রাহুলের বিয়ের পর এটাই তাঁদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে ৷ এই দিনটাকে স্মরণীয় করে রাখতে 'বাহিরো পথে বিবাগী হিয়া'৷ আজ মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে এই নবদম্পতিকে ৷ তবে শুধু তাঁরাই নন ৷ মুম্বই বিমানবন্দরে আজ দেখা গিয়েছে ক্রিকেট ও ফিল্মের আরেক যুগলবন্দি অনুষ্কা শর্মা ও বিরাট কোহলিকেও। আজকের দিনে তারকাদের একে একে বিমানবন্দরে দেখার পর নেট নাগরিকরা ধরেই নিয়েছেন যে, ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের জন্য কোথাও সফর করছেন এই যুগলরা ৷

হাল্কা মেজাজে ধরা দিলেন বিরুষ্কা: আজ সকালে মুম্বই বিমানবন্দরে অনুষ্কা এবং বিরাটকে অতি সাধারণ লুকেই দেখা গিয়েছে (Anushka Virat Valentine's Day Celebration)। পেশার চাপের সঙ্গে পারিবারিক জীবনের ভারসাম্য রক্ষায় মাঝেমাঝেই বিরতি নিতে দেখা যায় বিরুষ্কাকে ৷ আজ অনুষ্কার পরনে ছিল একটি কালো সোয়েটশার্ট ও নীল ট্র্যাক প্যান্ট ৷ তাঁর স্টাইল স্টেটমেন্টকে এক ধাপ বাড়িয়ে দেয় তাঁর মাথার বেসবল ক্যাপ, স্নিকার্স ও ক্রসবডি ব্যাগ ৷ বিরাটকেও এ দিন বিমানবন্দরে বেশ রিল্যাক্সড মুডে দেখা যায় ৷

মুম্বই বিমানবন্দরে আথিয়া-রাহুলও: বিরুষ্কার পরপরই মুম্বই বিমানবন্দরে দেখা যায় আরেক বলিউড ও ক্রিকেট দম্পতিকে । স্টাইলিশ অ্যাপিয়ারেন্সে মুম্বই বিমানবন্দরে আসতে দেখা গিয়েছে আথিয়া এবং রাহুলকে । বিমানে চড়াপ আগে তাঁরা পাপারাৎজাদের আবদার মেটাতে পোজও দেন । আথিয়াকে ডেনিম-অন-ডেনিমে বেশ স্টাইলিশ লাগছিল ৷ সাদা টি-শার্ট এবং বেইজ প্যান্টের সঙ্গে রঙিন জ্যাকেটে দারুণ মানিয়েছিল রাহুলকেও ৷

আরও পড়ুন: এই ভ্যালেন্টাইনস ডে'তে সঙ্গীকে কী দেবেন ভাবছেন ? রইল উপহারের সম্ভার

তাহলে কি তাঁরা যাচ্ছেন উদয়পুরে পান্ডিয়ার বিয়েতে ? এই দম্পতিরা ভ্যালেন্টাইন্স ডে-তে কোন গন্তব্যে যাত্রা করেছেন তা যদিও জানা যায়নি । তবে নেট নাগরিকরা ধরেই নিয়েছিলেন যে সেলিব্রিটি দম্পতিরা ভ্যালেন্টাইনস ডের ছুটি কাটাতে গিয়েছেন ৷ তাঁরা উদয়পুরেও গিয়ে থাকতে পারেন বলে জল্পনা চলছে । বিরুষ্কা এবং আথিয়া-রাহুলও উদয়পুরের বিমানই ধরেছেন বলে মনে করছেন ৷ মরুরাজ্যে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং অভিনেতা নাতাশা স্ট্যানকোভিচের ফের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন তাঁরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.