ETV Bharat / entertainment

Vikram-Solanki in Collage Street: প্রচারে নতুন চমক! গঙ্গাবক্ষের পর এবার বইপাড়ায় বিক্রম-শোলাঙ্কি - এবার বইপাড়ায় বিক্রম শোলাঙ্কি

'শহরের উষ্ণতম দিনে' ছবির প্রচারে এবার কলেজস্ট্রীটে বিক্রম-শোলাঙ্কি ৷ ন্যাশান্যাল রিডিং ডে উপলক্ষ্যে এই নতুন পদক্ষেপ নিলেন তাঁরা ৷

Vikram Solanki in Collage Street
শহরের উষ্ণতম দিনে ছবির প্রচারে
author img

By

Published : Jun 19, 2023, 6:42 PM IST

কলকাতা, 19 জুন: আসছে বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে' ৷ আগামী 30 জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অরিত্র সেন পরিচালিত এই ছবি ৷ এর আগে ছোটপর্দার জনপ্রিয় জুটি হয়ে উঠেছিলেন বিক্রম-শোলাঙ্কি ৷ 'ইচ্ছেনদী' ধারাবাহিকে তাঁদের রসায়ন ছিল জনপ্রিয় ৷ এবার বড় পর্দায় একসঙ্গে ডানা মেলবেন দু'জনে ৷ আর সেই ছবির প্রচার নিয়েই এখন মাথার ঘাম পায়ে ফেলছেন এই তারকা জুটি ৷ ঠিক যেমন রোদ ঝলমলে সোমবারের সকালে কলকাতার বইপাড়ায় দেখা মিলল দু'জনের ৷

হ্য়াঁ ন্যাশান্যাল রিডিং ডে উপলক্ষ্যে এভাবেই প্রচারে নতুন চমক আনলেন বিক্রম-শোলাঙ্কি ৷ এদিন কলেজস্ট্রীট থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করে বিক্রম লেখেন, "ন্যাশান্যাল রিডিং ডে উদযাপন করতে হাজির বইপ্রেমীদের স্বর্গ কলেজস্ট্রীটে ৷" সোমবার শোলাঙ্কি-বিক্রম দু'জনকেই দেখা গেল বই নিয়ে মজে থাকতে ৷ রাস্তার দু'পাশে ছড়িয়ে থাকা বইয়ের স্টল থেকে বিভিন্ন বই নেড়ে চেড়ে দেখলেন তাঁরা ৷

আসলে বিক্রম আর শোলাঙ্কির এই নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে'র গল্পই তৈরি হয়েছে কলকাতাকে কেন্দ্র করে ৷ আদতে কলকাতা শহরটাও এখানে যে একটা চরিত্র তা বোঝা যায় ট্রেলারটি দেখলেই ৷ এই ছবির কাহিনি গড়ে ওঠে ঋতবান এবং অনিন্দিতা নামের দুই তরুণ তরুণীকে কেন্দ্র করে ৷ কলেজবেলা থেকেই প্রেমে জড়িয়েছিলেন তারা ৷ কিন্তু মাঝপথে কেরিয়ারের কথা ভাবতে গিয়ে শহর ছাড়ে ঋতবান ৷ ওদিকে ভেঙে পড়ে তার প্রেমিকা ৷

আরও পড়ুন: বিতর্ক সত্ত্বেও 3 দিনেই 300 কোটির ক্লাবে প্রভাসের আদিপুরুষ

সময় বইতে বইতে অনিন্দিতা আবার নিজের মনকে শক্ত করে ৷ জীবন শুরু করে নতুনভাবে ৷ এর মাঝেই পাঁচ বছর পর আবার শহরে ফেরে ঋতবান ৷ এবার কীভাবে নিজেকে সামলাবে অনিন্দিতা ? সে কি পারবে ঋতবানের অমোঘ টান থেকে নিজেকে সরিয়ে রাখতে ৷ জানা যাবে এই ছবিটি দেখলেই ৷ এর আগে ছবির প্রচারের জন্য় বিক্রম-শোলাঙ্কিকে দেখা গিয়েছিল গঙ্গাবক্ষেও ৷

কলকাতা, 19 জুন: আসছে বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে' ৷ আগামী 30 জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অরিত্র সেন পরিচালিত এই ছবি ৷ এর আগে ছোটপর্দার জনপ্রিয় জুটি হয়ে উঠেছিলেন বিক্রম-শোলাঙ্কি ৷ 'ইচ্ছেনদী' ধারাবাহিকে তাঁদের রসায়ন ছিল জনপ্রিয় ৷ এবার বড় পর্দায় একসঙ্গে ডানা মেলবেন দু'জনে ৷ আর সেই ছবির প্রচার নিয়েই এখন মাথার ঘাম পায়ে ফেলছেন এই তারকা জুটি ৷ ঠিক যেমন রোদ ঝলমলে সোমবারের সকালে কলকাতার বইপাড়ায় দেখা মিলল দু'জনের ৷

হ্য়াঁ ন্যাশান্যাল রিডিং ডে উপলক্ষ্যে এভাবেই প্রচারে নতুন চমক আনলেন বিক্রম-শোলাঙ্কি ৷ এদিন কলেজস্ট্রীট থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করে বিক্রম লেখেন, "ন্যাশান্যাল রিডিং ডে উদযাপন করতে হাজির বইপ্রেমীদের স্বর্গ কলেজস্ট্রীটে ৷" সোমবার শোলাঙ্কি-বিক্রম দু'জনকেই দেখা গেল বই নিয়ে মজে থাকতে ৷ রাস্তার দু'পাশে ছড়িয়ে থাকা বইয়ের স্টল থেকে বিভিন্ন বই নেড়ে চেড়ে দেখলেন তাঁরা ৷

আসলে বিক্রম আর শোলাঙ্কির এই নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে'র গল্পই তৈরি হয়েছে কলকাতাকে কেন্দ্র করে ৷ আদতে কলকাতা শহরটাও এখানে যে একটা চরিত্র তা বোঝা যায় ট্রেলারটি দেখলেই ৷ এই ছবির কাহিনি গড়ে ওঠে ঋতবান এবং অনিন্দিতা নামের দুই তরুণ তরুণীকে কেন্দ্র করে ৷ কলেজবেলা থেকেই প্রেমে জড়িয়েছিলেন তারা ৷ কিন্তু মাঝপথে কেরিয়ারের কথা ভাবতে গিয়ে শহর ছাড়ে ঋতবান ৷ ওদিকে ভেঙে পড়ে তার প্রেমিকা ৷

আরও পড়ুন: বিতর্ক সত্ত্বেও 3 দিনেই 300 কোটির ক্লাবে প্রভাসের আদিপুরুষ

সময় বইতে বইতে অনিন্দিতা আবার নিজের মনকে শক্ত করে ৷ জীবন শুরু করে নতুনভাবে ৷ এর মাঝেই পাঁচ বছর পর আবার শহরে ফেরে ঋতবান ৷ এবার কীভাবে নিজেকে সামলাবে অনিন্দিতা ? সে কি পারবে ঋতবানের অমোঘ টান থেকে নিজেকে সরিয়ে রাখতে ৷ জানা যাবে এই ছবিটি দেখলেই ৷ এর আগে ছবির প্রচারের জন্য় বিক্রম-শোলাঙ্কিকে দেখা গিয়েছিল গঙ্গাবক্ষেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.