চেন্নাই, 8 জুলাই: সুপারহিট ছবি 'আই'-এর নায়ক তথা দক্ষিণী স্টার বিক্রমের অনুরাগীদের জন্য় একটি উদ্বেগজনক খবর রয়েছে ৷ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই অভিনেতাকে (South Actor Vikram Cardiac Attack ) ৷ 56 বছর বয়সি এই অভিনেতা 8 জুলাই তাঁর আসন্ন ফিল্ম 'পোনিয়িন সেলভান পার্ট 1'-এর ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন ।
এবছর 30 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে মণিরত্নম পরিচালিত এই ছবিটি ৷ সুপারস্টার বিক্রম ছাড়াও এই ছবিতে রয়েছেন জয়ম রবি, কার্তি ত্রিশা, শরৎ কুমার, প্রকাশ রাজ, শোভিতা ধুলিপালা, বিক্রম প্রভু এবং ঐশ্বরিয়া রাই বচ্চন । এরই মাঝে এই খবরে রীতিমতো উদ্বিগ্ন বিক্রম ভক্তরা ৷ মণিরত্নমের এই ছবির শ্য়ুটিং করা হয়েছে হায়দরাবাদ, মধ্যপ্রদেশ-সহ বিভিন্ন শহরে ৷ অনেকদিন ধরেই এই ছবির কাজ সময় নিয়ে এগিয়ে নিয়ে চলেছেন মণিরত্নম ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: মুক্তি পেল 'আকাশ অংশত মেঘলা' ছবির গান ও ট্রেলার
ছবিতে বিক্রমের চরিত্রের লুকও সামনে এসেছিল কয়েকদিন আগেই ৷ এই অভিনেতা এখন কেমন রয়েছেন তা নিয়ে খুব বেশি খবর এখনও জানা যায়নি ৷ প্রসঙ্গত বিক্রম চিয়ান বিক্রম নামেই বেশি পরিচিত। তবে তাঁর আসল নাম কেনেডি জন ভিক্টর । বহু তামিল, তেলুগু এবং মালায়লাম ছবিতে কাজ করেছেন তিনি । জাতীয় পুরস্কার, সাতটি ফিল্মফেয়ার পুরস্কার এবং তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারেও সম্মানিত করা হয়েছে তাঁকে ৷