ETV Bharat / entertainment

Vijay Varma: নেতিবাচক চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন বিজয় বর্মা, শুভেচ্ছা নেটপাড়ায় - বিজয়

সেরা অভিনেতা হিসাবে এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড পেলেন বিজয় বর্মা ৷ 'দাহাড়' সিরিজে নেতিবাচক চরিত্রের জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন তিনি ৷ দর্শকদের ধন্য়বাদ জানান বিজয় ৷

Etv Bharat
সেরা অভিনেতার পুরস্কার পেলেন বিজয় বর্মা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 11:44 AM IST

হায়দরাবাদ, 13 অক্টোবর: অভিনয় দিয়ে বলিউডে নিজের জাত চিনিয়েছেন বিজয় বার্মা ৷ 'ডার্লিংস' বা 'লাস্ট স্টোরিজ'-এর মতো ছবি বিজয়ের দর্শক দরবারে আরও বেশি গ্রহণযোগ্যতা বাড়িয়েছে ৷ এবার তিনি পেলেন সেরা অভিনেতার স্বীকৃতি৷ 'দাহাড়' সিরিজের জন্য সেরা অভিনেতা হিসেবে এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড পেলেন বিজয় ৷

বিগত বেশ কয়েক বছর ধরে কখনও ছোট আবার কখনও দীর্ঘ রোলে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন বিজয় ৷ বিশেষ করে 'ডার্লিংস' বা 'দাহাড়'-এ তাঁর নেতিবাচক চরিত্র আরও বেশি করে নজর কেড়েছে দর্শকদের ৷ দহড় সিরিজে সিরিয়াল কিলার হিসাবে বিজয় তাঁর চরিত্র যেভাবে ফুটিয়ে তুলেছেন তাঁর জন্যই পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রযোজনা সংস্থা এক্সেল মুভিসের তরফে সোশাল মিডিয়ায় খুশির এই খবর শেয়ার করা হয়েছে ৷ সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে অভিনেতাকে ৷ বিজয়ও সোশাল প্ল্যাটফর্মে নিজের খুশি ব্যক্ত করেছেন ৷ দর্শকদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "সত্যিই খুব বড় সম্মান ৷ ধন্যবাদ এশিয়ান অ্যাকাডেমি ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সোশাল মিডিয়ায় এই পোস্ট আসার পরেই অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে ৷ সকলের বিজয়ের কাজের প্রশংসা করেছেন ৷ এক অনুরাগী লিখেছেন, "এই সম্মান পাওয়ার যোগ্য তুমি ৷" আবার কেউ লিখেছেন, "তোমার প্রতিটা কাজ দুর্দান্ত ৷ আরও ভালো ভালো কাজের অপেক্ষায় রইলাম ৷ অভিনন্দন ৷" বিটাউনে কখনো সেফ জোনে খেলেননি অভিনেতা বিজয় ৷ বরাবরই ভিন্ন ভিন্ন চরিত্রের চ্যালেঞ্জ তিনি হাসিমুখে গ্রহণ করেছেন ৷ ফলে ভার্সেটাইল অভিনেতা হিসাবে নজর কেড়েছেন দর্শকদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ফের নিজের 'পাঞ্জা' বের করতে প্রস্তুত আহত বাঘিনী 'আরিয়া', প্রকাশ্যে ট্রেলার

সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন 'মার্ডার মুবারক' ছবি নিয়ে ৷ ডার্ক-কমেডি এই ছবির পরিচালক হোমি আদাজানিয়া ৷ বিজয়ের পাশাপাশি দেখা যাবে সারা আলি খান ও করিশ্মা কাপুরকে ৷ এছাড়াও তাঁকে দেখা যাবে ভারত ত্যাগি ও শত্রুঘ্ন ত্যাগি পরিচালত 'মির্জাপুর সিজন 3'-এ ৷ সেখানে বিজয়কে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷

হায়দরাবাদ, 13 অক্টোবর: অভিনয় দিয়ে বলিউডে নিজের জাত চিনিয়েছেন বিজয় বার্মা ৷ 'ডার্লিংস' বা 'লাস্ট স্টোরিজ'-এর মতো ছবি বিজয়ের দর্শক দরবারে আরও বেশি গ্রহণযোগ্যতা বাড়িয়েছে ৷ এবার তিনি পেলেন সেরা অভিনেতার স্বীকৃতি৷ 'দাহাড়' সিরিজের জন্য সেরা অভিনেতা হিসেবে এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড পেলেন বিজয় ৷

বিগত বেশ কয়েক বছর ধরে কখনও ছোট আবার কখনও দীর্ঘ রোলে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন বিজয় ৷ বিশেষ করে 'ডার্লিংস' বা 'দাহাড়'-এ তাঁর নেতিবাচক চরিত্র আরও বেশি করে নজর কেড়েছে দর্শকদের ৷ দহড় সিরিজে সিরিয়াল কিলার হিসাবে বিজয় তাঁর চরিত্র যেভাবে ফুটিয়ে তুলেছেন তাঁর জন্যই পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রযোজনা সংস্থা এক্সেল মুভিসের তরফে সোশাল মিডিয়ায় খুশির এই খবর শেয়ার করা হয়েছে ৷ সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে অভিনেতাকে ৷ বিজয়ও সোশাল প্ল্যাটফর্মে নিজের খুশি ব্যক্ত করেছেন ৷ দর্শকদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "সত্যিই খুব বড় সম্মান ৷ ধন্যবাদ এশিয়ান অ্যাকাডেমি ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সোশাল মিডিয়ায় এই পোস্ট আসার পরেই অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে ৷ সকলের বিজয়ের কাজের প্রশংসা করেছেন ৷ এক অনুরাগী লিখেছেন, "এই সম্মান পাওয়ার যোগ্য তুমি ৷" আবার কেউ লিখেছেন, "তোমার প্রতিটা কাজ দুর্দান্ত ৷ আরও ভালো ভালো কাজের অপেক্ষায় রইলাম ৷ অভিনন্দন ৷" বিটাউনে কখনো সেফ জোনে খেলেননি অভিনেতা বিজয় ৷ বরাবরই ভিন্ন ভিন্ন চরিত্রের চ্যালেঞ্জ তিনি হাসিমুখে গ্রহণ করেছেন ৷ ফলে ভার্সেটাইল অভিনেতা হিসাবে নজর কেড়েছেন দর্শকদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ফের নিজের 'পাঞ্জা' বের করতে প্রস্তুত আহত বাঘিনী 'আরিয়া', প্রকাশ্যে ট্রেলার

সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন 'মার্ডার মুবারক' ছবি নিয়ে ৷ ডার্ক-কমেডি এই ছবির পরিচালক হোমি আদাজানিয়া ৷ বিজয়ের পাশাপাশি দেখা যাবে সারা আলি খান ও করিশ্মা কাপুরকে ৷ এছাড়াও তাঁকে দেখা যাবে ভারত ত্যাগি ও শত্রুঘ্ন ত্যাগি পরিচালত 'মির্জাপুর সিজন 3'-এ ৷ সেখানে বিজয়কে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.