হায়দরাবাদ, 8 জানুয়ারি: বছর শুরুতে বড় খবর বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানার অনুরাগীদের জন্য ৷ চর্চিত দুই তারকা নাকি ফেব্রুয়ারি মাসেই সারতে চলেছেন বাগদান পর্ব ৷ সূত্রের খবর, অবশেষে নিজের গোপন ভালোবাসাকে প্রকাশ্যে আনতে চলেছেন লাইগার অভিনেতা বিজয় ও অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী রশ্মিকা ৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনও রকম ঘোষণা আসেনি প্রকাশ্যে ৷
বিগত কয়েকদিন ধরেই বিজয় ও রশ্মিকা সম্পর্ক নিয়ে জোর চর্চা চলছে সোশাল মিডিয়ায় ৷ এমনকী, এই দুই তারকা রয়েছেন প্রেমের সম্পর্কে, টলিউডে গুঞ্জন রয়েছে এমনটাও ৷ কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই ৷ এর মাঝেই উঠল বিজয়-রশ্মিকার বিয়ের জল্পনা ৷ খুব শীঘ্রই নাকি অনুরাগীদের খুশির খবর দিতে চলেছেন তারতা জুটি ৷ জানা যাচ্ছে, সোশাল মিডিয়াতেই বিয়ের ঘোষণা করবেন কবীর সিং অভিনেতা ৷
দক্ষিণী সিনে দুনিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সাক্ষী রেখে এনগেজমেন্ট সারবেন বিজয়-রশ্মিকা ৷ তবে এই খবরের সত্যতা প্রকাশ্যে না-আসলেও উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ ইতিমধ্যেই এই খবরে সোশাল মিডিয়ায় অনুরাগীরা শুভেচ্ছা জানাতেও শুরু করে দিয়েছেন ৷ সকলের বক্তব্য, এই জুটিকে একসঙ্গে ভীষণ মিষ্টি লাগে ৷
প্রসঙ্গত, 'গীতা গোবিন্দম' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রশ্মিকা ও বিজয় ৷ অনস্ক্রিন তাঁদের কেমিষ্ট্রি মুগ্ধ করেছে দর্শকদের ৷ এরপর এই জুটিকে দেখা যায় 'ডিয়ার কমরেড' ছবিতে ৷ এই ছবিও বক্সঅফিসে সফল হওয়ার পাশাপাশি নজর কাড়ে দর্শকদের ৷ তাঁদের অভিনয় মুগ্ধ করে নেটিজেনদের ৷ এরপরেই এই জুটিকে ঘিরে ঘুরতে থাকে নানা গুঞ্জন ৷ প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা, সেই খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে ৷
যদিও দুই তারকা প্রকাশ্যে নিজেদের ভালো বন্ধু বলে জানিয়েছেন এবং প্রেমের গুঞ্জনকে মিথ্যা বলেছেন ৷ কিন্তু প্রায় সময় তাঁদের একসঙ্গে দেখা যায় বিভিন্ন জায়গায় ৷ অনেক নেটিজেন তাঁদের ইন্সটাগ্রাম পোস্ট শেয়ার করে দাবি করেন, প্রেমের সম্পর্ক আসলে সত্যি ৷ এমনকী, বিজয়-রশ্মিকার ছুটি কাটানোর ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ এতকিছুর পরেও মুখে কুঁলুপ এঁটেছেন তারকারা ৷ এবার নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহর দেয় কি না রশ্মিকা-বিজয়, তা সময়ই বলবে৷
আরও পড়ুন:
1. বিমান বন্দরে জন্মদিন পালন দীপিকার, সারপ্রাইজ পেয়ে আপ্লুত 'ফাইটার' অভিনেত্রী
2. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা
3. 'বার্বি'কে হারিয়ে সেরা ছবি 'ওপেনহাইমার', গোল্ডেন গ্লোব ক্রিস্টোফার নোলানের মুকুটে