ETV Bharat / entertainment

জঙ্গলে আদিমতায় মত্ত বিদ্যুৎ জামাল, জন্মদিনে প্রকৃতির কাছে সঁপলেন নিজেকে

Vidyut Jammwal: ফিটনেস গুরু বিদ্যুৎ জামাল প্রকৃতির মাঝে কাটালেন নিজের 43তম জন্মদিন ৷ প্রকৃতির আদিমতার কাছে সঁপলেন নিজেকে ৷

Vidyut Jammwal
জন্মদিনে প্রকৃতির কাছে নিজেকে সঁপলেন বিদ্যুৎ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 1:52 PM IST

হায়দরাবাদ, 10 ডিসেম্বর: ফিটনেসের দিকে থেকে বরাবরাই সোশাল মিডিয়ায় ঝড় তোলেন অভিনেতা বিদ্যুৎ জামাল ৷ শরীর ও মনকে নিয়ন্ত্রণ করার নানা কৌশল ভালোভাবেই রপ্ত করেছেন বিদ্যুৎ, যা তাঁর নানা ভিডিয়ো থেকে বোঝাই যায় ৷ এবার নিজের জন্মদিনে আদিম যুগে ফিরলেন 'কম্যান্ডো' ৷ প্রকৃতি মায়ের কাছে নিজেকে সম্পূর্ণ রূপে সঁপে দিলেন 'জংলী' অভিনেতা ৷

রবিবার 43তম জন্মদিনে বিদ্যুৎ তিনটি ছবি শেয়ার করেছেন ৷ যেখানে আধুনিক জীবন থেকে অনেক দূরে গিয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হলেন তিনি ৷ ছবিতে দেখা গিয়েছে, পরনে এক বর্ণ সুতোও নেই অভিনেতার ৷ তিনি জঙ্গলের মধ্যে হিমালয়ের পাদদেশে ঠান্ডা জলে স্নান করছেন ৷ গাছের নীচে বসে কাঠের জ্বালে রান্না করছেন ৷ পোস্টে অভিনেতা লিখেছেন, "হিমালয়ের কাছে আমি নিজেকে উৎসর্গ করলাম ৷ এখানে ঈশ্বরের বাস ৷ 14 বছর আগে আমি এটা শুরু করেছিলাম ৷ আমি বুঝতেও পারিনি, আমার জীবনে অন্যতম অঙ্গ হয়ে দাঁড়াবে এটা ৷ প্রত্যেক বছর জন্মদিনে আমি 7-10 দিন এইভাবে একলা কাটাই ৷"

তিনি আরও বলেন, "বিলাসিতা ও আনন্দের জীবন থেকে সরে এসে নিজেকে খোঁজা, আমি কে ? প্রকৃতি আমাকে যা দিচ্ছে তার থেকে শিক্ষা নেওয়া আমি কে? আমি আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে সবচেয়ে আরামে থাকি ৷ আমি প্রকৃতির স্বাভাবিক ফ্রিকোয়েন্সিতে নিজেকে মেলে ধরি ৷ নিজেকে স্যাটেলাইট ডিশ অ্যান্টেনা হিসাবে কল্পনা করি ৷ তাই প্রকৃতি যে সুখ এবং ভালবাসা দেয় নিঃস্বার্থভাবে তাই গ্রহণ করি ৷"

'খুদা হাফিজ' অভিনেতা আরও লেখেন, "এখানেই এমন শক্তি তৈরি করি যা সারাক্ষণ আমাকে ঘিরে রাখে ৷ সেই শক্তি নিয়েই বাড়ি ফিরতে চাই ৷ আমার জীবনের একটি নতুন অধ্যায় অনুভব করার জন্য প্রস্তুত - এটা সবসময় আমার কাছে পুনর্জন্ম। এছাড়াও ভাগ করে নিতে চাই যে এই নির্জনতা মনের জন্য অকল্পনীয়, তবে সচেতনতা বাড়লেই এই অভিজ্ঞতা সম্ভব ৷ এখন আমি তৈরি আমার পরবর্তী ছবির জন্য ৷ ক্র্যাক 2024 সালের 23 ফেব্রুয়ারি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে ৷"

আরও পড়ুন:

1. 'ভালোবাসা সুন্দরী', বিয়ের দ্বিতীয় জন্মদিনে স্ত্রী ক্যাটরিনাকে প্রেমমাখা শুভেচ্ছা ভিকির

2. পিছিয়ে পড়ল 'সঞ্জু', রণবীরের কেরিয়ারে ইতিহাস গড়ল 'অ্যানিম্যাল'

3. 'বেশিরভাগ নারীই গীতাঞ্জলি, এই চরিত্র আমার চোখে সুন্দর', বিতর্কের মাঝেই সোশাল মিডিয়ায় কড়া জবাব রশ্মিকার

হায়দরাবাদ, 10 ডিসেম্বর: ফিটনেসের দিকে থেকে বরাবরাই সোশাল মিডিয়ায় ঝড় তোলেন অভিনেতা বিদ্যুৎ জামাল ৷ শরীর ও মনকে নিয়ন্ত্রণ করার নানা কৌশল ভালোভাবেই রপ্ত করেছেন বিদ্যুৎ, যা তাঁর নানা ভিডিয়ো থেকে বোঝাই যায় ৷ এবার নিজের জন্মদিনে আদিম যুগে ফিরলেন 'কম্যান্ডো' ৷ প্রকৃতি মায়ের কাছে নিজেকে সম্পূর্ণ রূপে সঁপে দিলেন 'জংলী' অভিনেতা ৷

রবিবার 43তম জন্মদিনে বিদ্যুৎ তিনটি ছবি শেয়ার করেছেন ৷ যেখানে আধুনিক জীবন থেকে অনেক দূরে গিয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হলেন তিনি ৷ ছবিতে দেখা গিয়েছে, পরনে এক বর্ণ সুতোও নেই অভিনেতার ৷ তিনি জঙ্গলের মধ্যে হিমালয়ের পাদদেশে ঠান্ডা জলে স্নান করছেন ৷ গাছের নীচে বসে কাঠের জ্বালে রান্না করছেন ৷ পোস্টে অভিনেতা লিখেছেন, "হিমালয়ের কাছে আমি নিজেকে উৎসর্গ করলাম ৷ এখানে ঈশ্বরের বাস ৷ 14 বছর আগে আমি এটা শুরু করেছিলাম ৷ আমি বুঝতেও পারিনি, আমার জীবনে অন্যতম অঙ্গ হয়ে দাঁড়াবে এটা ৷ প্রত্যেক বছর জন্মদিনে আমি 7-10 দিন এইভাবে একলা কাটাই ৷"

তিনি আরও বলেন, "বিলাসিতা ও আনন্দের জীবন থেকে সরে এসে নিজেকে খোঁজা, আমি কে ? প্রকৃতি আমাকে যা দিচ্ছে তার থেকে শিক্ষা নেওয়া আমি কে? আমি আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে সবচেয়ে আরামে থাকি ৷ আমি প্রকৃতির স্বাভাবিক ফ্রিকোয়েন্সিতে নিজেকে মেলে ধরি ৷ নিজেকে স্যাটেলাইট ডিশ অ্যান্টেনা হিসাবে কল্পনা করি ৷ তাই প্রকৃতি যে সুখ এবং ভালবাসা দেয় নিঃস্বার্থভাবে তাই গ্রহণ করি ৷"

'খুদা হাফিজ' অভিনেতা আরও লেখেন, "এখানেই এমন শক্তি তৈরি করি যা সারাক্ষণ আমাকে ঘিরে রাখে ৷ সেই শক্তি নিয়েই বাড়ি ফিরতে চাই ৷ আমার জীবনের একটি নতুন অধ্যায় অনুভব করার জন্য প্রস্তুত - এটা সবসময় আমার কাছে পুনর্জন্ম। এছাড়াও ভাগ করে নিতে চাই যে এই নির্জনতা মনের জন্য অকল্পনীয়, তবে সচেতনতা বাড়লেই এই অভিজ্ঞতা সম্ভব ৷ এখন আমি তৈরি আমার পরবর্তী ছবির জন্য ৷ ক্র্যাক 2024 সালের 23 ফেব্রুয়ারি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে ৷"

আরও পড়ুন:

1. 'ভালোবাসা সুন্দরী', বিয়ের দ্বিতীয় জন্মদিনে স্ত্রী ক্যাটরিনাকে প্রেমমাখা শুভেচ্ছা ভিকির

2. পিছিয়ে পড়ল 'সঞ্জু', রণবীরের কেরিয়ারে ইতিহাস গড়ল 'অ্যানিম্যাল'

3. 'বেশিরভাগ নারীই গীতাঞ্জলি, এই চরিত্র আমার চোখে সুন্দর', বিতর্কের মাঝেই সোশাল মিডিয়ায় কড়া জবাব রশ্মিকার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.