ETV Bharat / entertainment

'আমি তোমাদের সবাইকে ভালোবাসি', কলকাতায় এসে বললেন ভিকি কৌশল

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 10:28 PM IST

Vicky Kaushal in Kolkata: ছবির প্রচারে কলকাতায় হাজির ভিকি কৌশল ৷ নতুন ছবি 'শ্যাম বাহাদুর'-এর প্রচারে তিলোত্তমার একটি কলেজে আসেন তিনি ৷

Vicky Kaushal
কলকাতায় হাজির ভিকি কৌশল

কলকাতা, 17 নভেম্বর: কলকাতায় নিজের ছবির প্রচারে হাজির ভিকি কৌশল । দক্ষিণ কলকাতার একটি কলেজে হাজির হন তিনি । পৌঁছনোর পরেই তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিলেন ছাত্রছাত্রীরা । আর তাঁদের উদ্দেশ্যে অভিনেতা বলেন, "আমি তোমাদের সবাইকে ভালোবাসি।" কলকাতায় পা রেখে প্রথমে কলেজ তারপর ফোর্ট উইলিয়ামের বাইরে ছবি তুলতে দেখা যায় ভিকিকে ।

চলতি বছরের 1 ডিসেম্বর মুক্তির পথে ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ'র জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবি 'শ্যাম বাহাদুর'। এই ছবি বানিয়েছেন পরিচালক মেঘনা গুলজার। আরএসভিপি মুভিজের ব্যানারে আসতে চলেছে এই ছবিটি । নাম ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল। এই ছবির প্রচারে আজ শুক্রবার কলকাতায় আসেন তিনি ।

আজ থেকে ঠিক এক বছর আগে ছবির শুটিংয়ের জন্যও কলকাতায় এসেছিলেন অভিনেতা । ভিকি কলকাতার সাংবাদিকদের জানালেন, ছবিতে নিজের চরিত্রের কথা । এই চরিত্রে অভিনয় করতে কঠোর অনুশীলন করতে হয়েছে তাঁকে ৷ তবে তা পরিশ্রম বলে মনে হয়নি । কারণ একটাই অভিনেতার দাবি ইউনিটটি ছিল খুব সুন্দর ৷ বেশ গুছিয়ে হয়েছে কাজটা । উল্লেখ্য, এর আগেও ভারতীয় সেনার চরিত্রে দেখতে পাওয়া গিয়েছে ভিকিকে ।

'শ্যাম বাহাদুর' ছবিতে তাঁর স্ত্রী-এর ভূমিকায় অভিনয় করছেন সানিয়া মালহোত্রা । ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় দেখতে পাওয়া যাবে ফাতিমা সানা শেখকে । প্রসঙ্গত, 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয়ের নেপথ্য নায়ক হিসেবে মনে করা হয় শ্যাম মানেকশকেই । এহেন শ্যাম মানেকশ'র জীবনী অবলম্বন করেই এই ছবি ।

2019 সালেই এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক এবং প্রযোজক । সেই সময়েই তাঁরা সামনে এনেছিলেন ভিকির ‘ফার্স্ট লুক’ । কিন্তু ছবির নাম তখনও তাঁরা কী দেবেন তা ঠিক করেননি । তবে, এবার দর্শকের সিনেমা হলে যাওয়ার দিন আসন্ন । সম্প্রতি বিশ্বকাপের সেমিফাইনালেও হাজির ছিলেন তিনি ৷ শহরে এসে অভিনেতা বলেন, "এবারের বিশ্বকাপ ভারতের ঘরেই আসবে ।"

আরও পড়়ুন:

  1. ডিপফেক টেকনোলজির দৌরাত্মে রাশ টানতে হাল ধরল কেন্দ্র, তলব সোশাল প্ল্যাটফর্মের আধিকারিকদের
  2. নেতাজির জীবন রহস্য বড়পর্দায়, পুরস্কৃত 'সন্ন্যাসী দেশনায়ক' ছবির গান

কলকাতা, 17 নভেম্বর: কলকাতায় নিজের ছবির প্রচারে হাজির ভিকি কৌশল । দক্ষিণ কলকাতার একটি কলেজে হাজির হন তিনি । পৌঁছনোর পরেই তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিলেন ছাত্রছাত্রীরা । আর তাঁদের উদ্দেশ্যে অভিনেতা বলেন, "আমি তোমাদের সবাইকে ভালোবাসি।" কলকাতায় পা রেখে প্রথমে কলেজ তারপর ফোর্ট উইলিয়ামের বাইরে ছবি তুলতে দেখা যায় ভিকিকে ।

চলতি বছরের 1 ডিসেম্বর মুক্তির পথে ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ'র জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবি 'শ্যাম বাহাদুর'। এই ছবি বানিয়েছেন পরিচালক মেঘনা গুলজার। আরএসভিপি মুভিজের ব্যানারে আসতে চলেছে এই ছবিটি । নাম ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল। এই ছবির প্রচারে আজ শুক্রবার কলকাতায় আসেন তিনি ।

আজ থেকে ঠিক এক বছর আগে ছবির শুটিংয়ের জন্যও কলকাতায় এসেছিলেন অভিনেতা । ভিকি কলকাতার সাংবাদিকদের জানালেন, ছবিতে নিজের চরিত্রের কথা । এই চরিত্রে অভিনয় করতে কঠোর অনুশীলন করতে হয়েছে তাঁকে ৷ তবে তা পরিশ্রম বলে মনে হয়নি । কারণ একটাই অভিনেতার দাবি ইউনিটটি ছিল খুব সুন্দর ৷ বেশ গুছিয়ে হয়েছে কাজটা । উল্লেখ্য, এর আগেও ভারতীয় সেনার চরিত্রে দেখতে পাওয়া গিয়েছে ভিকিকে ।

'শ্যাম বাহাদুর' ছবিতে তাঁর স্ত্রী-এর ভূমিকায় অভিনয় করছেন সানিয়া মালহোত্রা । ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় দেখতে পাওয়া যাবে ফাতিমা সানা শেখকে । প্রসঙ্গত, 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয়ের নেপথ্য নায়ক হিসেবে মনে করা হয় শ্যাম মানেকশকেই । এহেন শ্যাম মানেকশ'র জীবনী অবলম্বন করেই এই ছবি ।

2019 সালেই এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক এবং প্রযোজক । সেই সময়েই তাঁরা সামনে এনেছিলেন ভিকির ‘ফার্স্ট লুক’ । কিন্তু ছবির নাম তখনও তাঁরা কী দেবেন তা ঠিক করেননি । তবে, এবার দর্শকের সিনেমা হলে যাওয়ার দিন আসন্ন । সম্প্রতি বিশ্বকাপের সেমিফাইনালেও হাজির ছিলেন তিনি ৷ শহরে এসে অভিনেতা বলেন, "এবারের বিশ্বকাপ ভারতের ঘরেই আসবে ।"

আরও পড়়ুন:

  1. ডিপফেক টেকনোলজির দৌরাত্মে রাশ টানতে হাল ধরল কেন্দ্র, তলব সোশাল প্ল্যাটফর্মের আধিকারিকদের
  2. নেতাজির জীবন রহস্য বড়পর্দায়, পুরস্কৃত 'সন্ন্যাসী দেশনায়ক' ছবির গান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.