ETV Bharat / entertainment

Vicky Kaushal First Song: এবার ‘ভজন কুমার’ ভিকি, গাইলেন 'কানহাইয়া টুইটার পে আ যা'

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 7:44 PM IST

মুক্তি পেল ভিকির নতুন ছবি 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'র প্রথম গান 'কানহাইয়া টুইটার পে আ যা' ৷ মজার এই গান শোরগোল ফেলেছে নেটপাড়ায় ৷

Kanhaiya Twitter Pe Aja
মুক্তি পেল দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলির প্রথম গান

হায়দরাবাদ, 30 অগস্ট: বুধবার ফ্যানেদের জন্য় বড় চমক নিয়ে হাজির হল যশ রাজ ফিল্মস ৷ 'জরা হাটকে জরা বাঁচকে' ছবির বিপুল সাফল্যের পর ভিকি কৌশলের নতুন কাজ দেখার জন্য় রীতিমতো মুখিয়ে রয়েছে সকলে ৷ ঠিক সেই সময়ই মুক্তি পেল তাঁর নতুন কাজ 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'র প্রথম গান 'কানহাইয়া টুইটার পে আ যা' ৷ মঙ্গলবারই ভিকি জানিয়েছিলেন নতুন চমক নিয়ে বুধবার হাজির হবেন তিনি ৷ তখন অনেকেই হয়তো ভেবেছিলেন টিজার মুক্তির কথাই ভাবছেন নির্মাতারা ৷ কিন্তু গান দিয়েই তাঁর নতুন ছবির প্রচার আরম্ভ করলেন ভিকি ৷

অবশ্য এর একটি কারণও রয়েছে ভিকি এখানে অভিনয় করতে চলেছেন একজন গায়কের চরিত্রে ৷ আরও খুলে বললে তিনি এখানে ভজন গাইবেন একটু আধুনিকতা মিশিয়ে ৷ তাঁর নামটিও তেমনই, ভজন কুমার ৷ এহেন ভজন কুমারেরই প্রথম গান 'কানহাইয়া টুইটার পে আ যা' ৷

সম্পূর্ণ মজার ছলে তৈরি এই গানে ভিকিকে দেখা গিয়েছে নতুন রূপে ৷ তার কপালে ভজন গাইয়েদের মতোই বিরাট তিলক ৷ তবে বাকি কোনও ক্ষেত্রেই তার সঙ্গে এই গায়কদের কোনও মিল নেই ৷ ভজন কুমার ঝলমলে ধুতি আর পঞ্জাবি পড়ে আসর মাতিয়ে তোলে ৷ তাঁর সঙ্গে নাচতে দেখা যায় মত্ত জনতাকেও ৷ 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'তে যে মজা এবং ব্যঙ্গই প্রধান অস্ত্র হবে তার প্রমাণ মিলল প্রথম গানেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: কেমন চলছে 'পুষ্পা: দ্য রুল' ছবির শুটিং ? রামোজি ফিল্ম সিটি থেকে ঝলক শেয়ার করলেন আল্লু

এই গানটি গেয়েছেন নাকাশ আজিজ ৷ আর সুরের দায়িত্বে ছিলেন প্রীতম ৷ গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য ৷ এই ছবির হাত ধরেই প্রথম যশ রাজ ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি কৌশল ৷ আগামী 22 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে দেখা যাবে মানুসী চিল্লারকেও ৷ আর ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিজয় কৃষ্ণ আচার্য ৷

হায়দরাবাদ, 30 অগস্ট: বুধবার ফ্যানেদের জন্য় বড় চমক নিয়ে হাজির হল যশ রাজ ফিল্মস ৷ 'জরা হাটকে জরা বাঁচকে' ছবির বিপুল সাফল্যের পর ভিকি কৌশলের নতুন কাজ দেখার জন্য় রীতিমতো মুখিয়ে রয়েছে সকলে ৷ ঠিক সেই সময়ই মুক্তি পেল তাঁর নতুন কাজ 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'র প্রথম গান 'কানহাইয়া টুইটার পে আ যা' ৷ মঙ্গলবারই ভিকি জানিয়েছিলেন নতুন চমক নিয়ে বুধবার হাজির হবেন তিনি ৷ তখন অনেকেই হয়তো ভেবেছিলেন টিজার মুক্তির কথাই ভাবছেন নির্মাতারা ৷ কিন্তু গান দিয়েই তাঁর নতুন ছবির প্রচার আরম্ভ করলেন ভিকি ৷

অবশ্য এর একটি কারণও রয়েছে ভিকি এখানে অভিনয় করতে চলেছেন একজন গায়কের চরিত্রে ৷ আরও খুলে বললে তিনি এখানে ভজন গাইবেন একটু আধুনিকতা মিশিয়ে ৷ তাঁর নামটিও তেমনই, ভজন কুমার ৷ এহেন ভজন কুমারেরই প্রথম গান 'কানহাইয়া টুইটার পে আ যা' ৷

সম্পূর্ণ মজার ছলে তৈরি এই গানে ভিকিকে দেখা গিয়েছে নতুন রূপে ৷ তার কপালে ভজন গাইয়েদের মতোই বিরাট তিলক ৷ তবে বাকি কোনও ক্ষেত্রেই তার সঙ্গে এই গায়কদের কোনও মিল নেই ৷ ভজন কুমার ঝলমলে ধুতি আর পঞ্জাবি পড়ে আসর মাতিয়ে তোলে ৷ তাঁর সঙ্গে নাচতে দেখা যায় মত্ত জনতাকেও ৷ 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'তে যে মজা এবং ব্যঙ্গই প্রধান অস্ত্র হবে তার প্রমাণ মিলল প্রথম গানেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: কেমন চলছে 'পুষ্পা: দ্য রুল' ছবির শুটিং ? রামোজি ফিল্ম সিটি থেকে ঝলক শেয়ার করলেন আল্লু

এই গানটি গেয়েছেন নাকাশ আজিজ ৷ আর সুরের দায়িত্বে ছিলেন প্রীতম ৷ গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য ৷ এই ছবির হাত ধরেই প্রথম যশ রাজ ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি কৌশল ৷ আগামী 22 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে দেখা যাবে মানুসী চিল্লারকেও ৷ আর ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিজয় কৃষ্ণ আচার্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.