ETV Bharat / entertainment

Vicky Kaushal Vacation Pics: পৃথিবীর হটেস্ট ম্যান নাকি ভিকি! কেন এমন আখ্যা দিলেন ফ্যানেরা - vicky katrina vacation pic goes viral

নবদম্পতি ভিকি ক্যাটরিনা এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন নীল জল আর পাহাড়ের মাঝে ৷ সেখান থেকেই এবার সামনে এল কিছু ছবি, যাতে ভিকিকে দেখা গেল খালি গায়ে ৷ আর তাঁর বডি ফিটনেস দেখে উচ্ছ্বসিত ফ্যানেরা (V Kat Vacation Pics)৷

Vicky Kaushal Vacation Pics
পৃথিবীর সবচেয়ে হটেস্ট ম্যান নাকি ভিকি! কেন এমন আখ্যা দিলেন ফ্যানেরা
author img

By

Published : Apr 1, 2022, 5:16 PM IST

হায়দরাবাদ, 1 এপ্রিল : গ্রীষ্ম তার দাপট বাড়াতে শুরু করেছে ধীরে ধীরে ৷ সমুদ্রের নীল জলে ছুটি কাটানোর জন্য এটা যে আদর্শ সময় তা বলাই বাহুল্য ৷ বলি তারকাদেরও অনেকেই ছুটি কাটানোর জন্য এসময় বেছে নিয়েছেন সমুদ্রকে ৷ সানি লিওন, মৌনি রায়, সোফি চৌধুরীর অনেকেই এখন রয়েছেন বিচ ভ্যাকেশনে ৷ এই তালিকায় রয়েছে বলিউডের আরও দুই ব্যস্ত তারকার নাম ৷

নবদম্পতি ভি ক্যাটও এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন নীল জল আর পাহাড়ের মাঝে(V Kat Vacation Pics) ৷ বৃহস্পতিবার তাঁদের একাধিক ছবিও শেয়ার করছেন বলিউডের এই কপোত কপোতী ৷ দু‘জনেরই কেউই অবশ্য জানাননি জায়গাটির নামটি ঠিক কী ৷ ফের একবার সামনে এল তাঁদের ছুটি কাটানোর কিছু ঝলক ৷ যার একটিতে 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবির এই তারকাকে দেখা গেল খালি গায়ে নীল জলের ধারে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ ভিকির ঠিক সামনেই রাখা আছে একটি বোট ৷

আরও পড়ুন : মিঠুদার মৃত্যুর কথা শোনার পর থেকেই সাইবাবার পুজো ছেড়ে দিয়েছেন চুমকি

ভিকির এই বডি ফিটনেস দেখে রীতিমত উচ্ছ্বসিত ফ্যানেরা ৷ একজন অনুরাগী তো এও লেখেন, "পৃথিবীর হটেস্ট মানুষটি কে? অবশ্যই ভিকি কৌশল ৷" আরেকজন লেখেন, "ভিকি তুমি সত্যই ভীষণ ভীষণ হট ৷ " ভিকি ক্যাটরিনাকে একসঙ্গে বোটে চড়েও মজা করতে দেখা গিয়েছে এদিন ৷ আগামিদিনে ক্য়াটরিনা কাইফকে যেমন দেখা যাবে ভাইজানের সঙ্গে 'টাইগার 3' ছবিতে, তেমনি সারা আলি খানের সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন ভিকি ৷

হায়দরাবাদ, 1 এপ্রিল : গ্রীষ্ম তার দাপট বাড়াতে শুরু করেছে ধীরে ধীরে ৷ সমুদ্রের নীল জলে ছুটি কাটানোর জন্য এটা যে আদর্শ সময় তা বলাই বাহুল্য ৷ বলি তারকাদেরও অনেকেই ছুটি কাটানোর জন্য এসময় বেছে নিয়েছেন সমুদ্রকে ৷ সানি লিওন, মৌনি রায়, সোফি চৌধুরীর অনেকেই এখন রয়েছেন বিচ ভ্যাকেশনে ৷ এই তালিকায় রয়েছে বলিউডের আরও দুই ব্যস্ত তারকার নাম ৷

নবদম্পতি ভি ক্যাটও এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন নীল জল আর পাহাড়ের মাঝে(V Kat Vacation Pics) ৷ বৃহস্পতিবার তাঁদের একাধিক ছবিও শেয়ার করছেন বলিউডের এই কপোত কপোতী ৷ দু‘জনেরই কেউই অবশ্য জানাননি জায়গাটির নামটি ঠিক কী ৷ ফের একবার সামনে এল তাঁদের ছুটি কাটানোর কিছু ঝলক ৷ যার একটিতে 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবির এই তারকাকে দেখা গেল খালি গায়ে নীল জলের ধারে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ ভিকির ঠিক সামনেই রাখা আছে একটি বোট ৷

আরও পড়ুন : মিঠুদার মৃত্যুর কথা শোনার পর থেকেই সাইবাবার পুজো ছেড়ে দিয়েছেন চুমকি

ভিকির এই বডি ফিটনেস দেখে রীতিমত উচ্ছ্বসিত ফ্যানেরা ৷ একজন অনুরাগী তো এও লেখেন, "পৃথিবীর হটেস্ট মানুষটি কে? অবশ্যই ভিকি কৌশল ৷" আরেকজন লেখেন, "ভিকি তুমি সত্যই ভীষণ ভীষণ হট ৷ " ভিকি ক্যাটরিনাকে একসঙ্গে বোটে চড়েও মজা করতে দেখা গিয়েছে এদিন ৷ আগামিদিনে ক্য়াটরিনা কাইফকে যেমন দেখা যাবে ভাইজানের সঙ্গে 'টাইগার 3' ছবিতে, তেমনি সারা আলি খানের সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন ভিকি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.