ETV Bharat / entertainment

Nitin Manmohan Death: প্রয়াত সলমনের 'রেডি'-র প্রযোজক নীতিন মনমোহন

প্রয়াত প্রযোজক নীতিন মনমোহন ৷ হৃদরোগে আক্রান্ত হওয়ার জেরে কয়েকদিন আগেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় (Veteran filmmaker Nitin Manmohan passes away)৷ এরপর বৃহস্পতিবার না-ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের জনপ্রিয় প্রযোজক।

Nitin Manmohan Death
প্রয়াত প্রযোজক নীতিন মনমোহন
author img

By

Published : Dec 29, 2022, 12:49 PM IST

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: বছর শেষ হয়নি এখনও ৷ তার আগে ফের এক বড় আঘাত দিয়ে গেল 2022 ৷ সিনে অনুরাগীদের কাঁদিয়ে চিরঘুমের দেশে চলে গেলেন প্রযোজক নীতিন মনমোহন ৷ গত কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন তিনি ৷ অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে তাঁকে ভেন্টিলেশনেও রাখা হয়(Veteran filmmaker Nitin Manmohan passes away) ৷

সূত্রের খবর অনুযায়ী, 3 ডিসেম্বর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন এই বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা ৷ তারপরে অবিলম্বে তাঁকে কোকিলা ধিরুভাই আম্বানি হাসপাতালে ভরতি করা হয় । অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা ৷ কিন্তু সকলের সব পরিশ্রম ব্যার্থ হয়ে গেল বৃহস্পতিবার (filmmaker Nitin Manmohan death)৷

আরও পড়ুন: বাবা মেয়ের জন্মদিন এক, সিনেমার মতোই চমকপ্রদ রাজেশ খান্নার ব্যক্তি জীবন

'বোল রাধা বোল', 'লাডলা', 'ইয়ামলা পাগলা দিওয়ানা', 'লভ কে লিয়ে কুছ ভি করেগা', 'দশ', 'চল মেরে ভাই', 'ইনসাফ', 'দিওয়াঙ্গি', 'নয়ি পড়োসন', 'অধর্ম', 'বাঘি', 'দিল মাঙ্গে মোর' এবং 'সব কুশল মঙ্গল'-এর মতো একাধিক ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন নীতিন। সলমন খানের 'রেডি' ছবিরও প্রযোজক ছিলেন তিনি ৷ প্রসঙ্গত উল্লেখ্য নীতিন হলেন বিখ্যাত বলিউড অভিনেতা মনমোহনের পুত্র । মনমোহন 'ব্রহ্মচারী', 'গুমনাম' এবং 'নয়া জমানা' ছবির হাত ধরে রীতিমতো পরিচিত হয়ে ওঠেন।

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: বছর শেষ হয়নি এখনও ৷ তার আগে ফের এক বড় আঘাত দিয়ে গেল 2022 ৷ সিনে অনুরাগীদের কাঁদিয়ে চিরঘুমের দেশে চলে গেলেন প্রযোজক নীতিন মনমোহন ৷ গত কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন তিনি ৷ অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে তাঁকে ভেন্টিলেশনেও রাখা হয়(Veteran filmmaker Nitin Manmohan passes away) ৷

সূত্রের খবর অনুযায়ী, 3 ডিসেম্বর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন এই বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা ৷ তারপরে অবিলম্বে তাঁকে কোকিলা ধিরুভাই আম্বানি হাসপাতালে ভরতি করা হয় । অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা ৷ কিন্তু সকলের সব পরিশ্রম ব্যার্থ হয়ে গেল বৃহস্পতিবার (filmmaker Nitin Manmohan death)৷

আরও পড়ুন: বাবা মেয়ের জন্মদিন এক, সিনেমার মতোই চমকপ্রদ রাজেশ খান্নার ব্যক্তি জীবন

'বোল রাধা বোল', 'লাডলা', 'ইয়ামলা পাগলা দিওয়ানা', 'লভ কে লিয়ে কুছ ভি করেগা', 'দশ', 'চল মেরে ভাই', 'ইনসাফ', 'দিওয়াঙ্গি', 'নয়ি পড়োসন', 'অধর্ম', 'বাঘি', 'দিল মাঙ্গে মোর' এবং 'সব কুশল মঙ্গল'-এর মতো একাধিক ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন নীতিন। সলমন খানের 'রেডি' ছবিরও প্রযোজক ছিলেন তিনি ৷ প্রসঙ্গত উল্লেখ্য নীতিন হলেন বিখ্যাত বলিউড অভিনেতা মনমোহনের পুত্র । মনমোহন 'ব্রহ্মচারী', 'গুমনাম' এবং 'নয়া জমানা' ছবির হাত ধরে রীতিমতো পরিচিত হয়ে ওঠেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.