প্যারিস, 13 সেপ্টেম্বর: আধুনিক চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন ৷ 91 বছর বয়সে চির ঘুমের দেশে পাড়ি দিলেন ফরাসি পরিচালক জঁ লুক গোদার (Veteran director Jean Luc Godard dies )৷ ‘ব্রেথলেস’, ‘কন্টেম্পট’-এর মত একাধিক ছবির মাধ্যমে আধুনিক ছায়াছবির সংজ্ঞাই বদলে দিয়েছিলেন তিনি ৷ সারা বিশ্ব জুড়ে প্রশংসা কুড়োনো এই পরিচালকের প্রয়াণে আজ শোকস্তব্ধ সিনে দুনিয়া ৷
পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বার্ধক্যজনিত নানা সমস্য়ায় বেজায় কাবু হয়ে পড়েন পরিচালক ৷ এরপর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোদার(Luc Godard dies at 91) ৷ ফরাসি চলচ্চিত্রের ক্ষেত্রে এক নতুন যুগের সূত্রপাত হয় তাঁর হাত ধরে ৷ ফরাসি নিউ ওয়েভ আন্দোলনের ক্ষেত্রেও সবচেয়ে প্রথম উঠে আসে এই মানুষটির নাম ৷
গোদারের ছবি মার্টিন স্কোরসেজি, কোয়েন্টিন টারান্টিনো, ব্রায়ান ডে পালমা, স্টিভেন সোডারবার্গ, ডি. এ. পেনবেকার, বেরনার্দো বেরতোলুচ্চির মতো আরও অনেককেই উদ্বুদ্ধ করেছে ৷ শুধু বিদেশে নয় ভারতেও তাঁর গুণগ্রাহীর সংখ্য়া কিছু কম নয় ৷ সত্য়জিৎ রায় এবং মৃণাল সেনদের মতো কিংবদন্তি পরিচালকরাও তাঁর ছবি থেকে অনুপ্রাণিত হয়েছেন বলে মনে করা হয় (Death of Jean Luc Godard) ৷
আরও পড়ুন: সেরা সহ-অভিনেতা হিসাবে এমি পুরস্কার জিতে নিলেন ম্যাকফ্যাডিয়েন
1930 সালের 3 ডিসেম্বর প্যারিসে জন্ম এই পরিচালকের ৷ বিশ্ব সংস্কৃতির প্রাণকেন্দ্রে বেড়ে ওঠা এই মানুষটি প্রথম জীবন শুরু করেছিলেন একজন চিত্র সমালোচক হিসাবে ৷ তাঁর প্রথম ছবি ছিল 'ব্রেথলেস'। এরপর একের পর এক 'দ্য় লিটিল সোলজার', 'মাই লাইফ টু লিভ', 'উইকএন্ড'-এর মতো কালজয়ী সব ছবির জন্ম হয়েছে তাঁর হাত ধরে ৷ পেয়েছেন একাধিক পুরস্কার ৷ 2010 সালে সাম্মানিক আকাদেমি পুরস্কারেও ভূষিত করা হয় তাঁকে ৷ এছাড়া গোল্ডেন লায়ন, গোল্ডেন বিয়ার-এর মত একাধিক পুরস্কার পেয়েছেন গোদার ৷