ETV Bharat / entertainment

Varun on David Dhawan : ক্রমশ সুস্থ হয়ে উঠছেন ডেভিড, জানালেন ছেলে বরুণ

কেমন আছেন বর্ষীয়ান পরিচালক ডেভিড ধাওয়ান ? এবার এই নিয়ে অবশেষে মুখ খুললেন ছেলে বরুণ ৷ তিনি জানিয়েছেন, আপাতত বাড়িতেই রয়েছেন ডেভিড এবং তিনি সুস্থতার পথে (Varun Dhawan on David Dhawan Hospitalization)৷

Varun on David Dhawan
ক্রমশ সুস্থ হয়ে উঠছেন ডেভিড, জানালেন ছেলে বরুণ
author img

By

Published : Jun 18, 2022, 12:51 PM IST

মুম্বই, 18 জুন : কেমন রয়েছেন বর্ষীয়ান পরিচালক ডেভিড ধাওয়ান ? এবার এই নিয়ে মুখ খুললেন ছেলে বরুণ ৷ গতসপ্তাহে অসুস্থতার কারণে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডেভিডকে, ছেলে বরুণ তখন দেশের বাইরে ৷ নতুন ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি ৷ তবে দেশে ফিরে নতুন ছবির প্রচারের ব্যস্ততা থাকলেও বাবাকে সময় দেওয়ার বিষয়ে কোনও খামতি রাখছেন না অভিনেতা ৷

সংবাদমাধ্যমের সঙ্গে কথপোকথনে বরুণ জানিয়েছেন, তাঁর বাবা প্রায় একসপ্তাহ হাসপাতালে কাটিয়ে সবে বাড়ি ফিরেছেন (Varun Dhawan on David Dhawan Hospitalization) ৷ বাবা হাসপাতালে থাকাকালীন একমুহূর্তও কাজ করা তাঁর পক্ষে ঠিক কতখানি কঠিন ছিল তা জানাতে গিয়ে তিনি বলেন, "বাবা ভাল না থাকলে কাজ করে যাওয়া সত্যিই কঠিন ৷ কিন্তু আমার বাবা সবসময় চান, আমি যেন আমার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করি । তিনি এখন বাড়িতে, সুস্থ হয়ে উঠছেন ।"

আরও পড়ুন : 95% মানুষ মাস্ক পরছে না, মুম্বইতে করোনার বাড়বাড়ন্তে চিন্তিত মানসী

খবর অনুযায়ী, ডেভিড যখন হাসপাতালে ভর্তি হন তখন বিদেশে একটি আসন্ন ছবির শ্যুটিংয়ের জন্য় ব্যস্ত ছিলেন বরুণ ৷ তবে বাবার অসুস্থতার খবর পাওয়া মাত্রই সবকিছু ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা দেন ৷ আপাতত 'যুগ যুগ জিয়ো'-র মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেতা ৷ জোরকদমে প্রচারও চালাচ্ছেন তিনি ৷ আগামীতে তাঁকে পর্দায় দেখা যাবে জাহ্নবী কাপুরের সঙ্গে, ছবির নাম 'বাওয়াল' ৷

মুম্বই, 18 জুন : কেমন রয়েছেন বর্ষীয়ান পরিচালক ডেভিড ধাওয়ান ? এবার এই নিয়ে মুখ খুললেন ছেলে বরুণ ৷ গতসপ্তাহে অসুস্থতার কারণে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডেভিডকে, ছেলে বরুণ তখন দেশের বাইরে ৷ নতুন ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি ৷ তবে দেশে ফিরে নতুন ছবির প্রচারের ব্যস্ততা থাকলেও বাবাকে সময় দেওয়ার বিষয়ে কোনও খামতি রাখছেন না অভিনেতা ৷

সংবাদমাধ্যমের সঙ্গে কথপোকথনে বরুণ জানিয়েছেন, তাঁর বাবা প্রায় একসপ্তাহ হাসপাতালে কাটিয়ে সবে বাড়ি ফিরেছেন (Varun Dhawan on David Dhawan Hospitalization) ৷ বাবা হাসপাতালে থাকাকালীন একমুহূর্তও কাজ করা তাঁর পক্ষে ঠিক কতখানি কঠিন ছিল তা জানাতে গিয়ে তিনি বলেন, "বাবা ভাল না থাকলে কাজ করে যাওয়া সত্যিই কঠিন ৷ কিন্তু আমার বাবা সবসময় চান, আমি যেন আমার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করি । তিনি এখন বাড়িতে, সুস্থ হয়ে উঠছেন ।"

আরও পড়ুন : 95% মানুষ মাস্ক পরছে না, মুম্বইতে করোনার বাড়বাড়ন্তে চিন্তিত মানসী

খবর অনুযায়ী, ডেভিড যখন হাসপাতালে ভর্তি হন তখন বিদেশে একটি আসন্ন ছবির শ্যুটিংয়ের জন্য় ব্যস্ত ছিলেন বরুণ ৷ তবে বাবার অসুস্থতার খবর পাওয়া মাত্রই সবকিছু ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা দেন ৷ আপাতত 'যুগ যুগ জিয়ো'-র মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেতা ৷ জোরকদমে প্রচারও চালাচ্ছেন তিনি ৷ আগামীতে তাঁকে পর্দায় দেখা যাবে জাহ্নবী কাপুরের সঙ্গে, ছবির নাম 'বাওয়াল' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.