ETV Bharat / entertainment

সঙ্কটজনক উস্তাদ রশিদ খান, হাসপাতালে চিকিৎসাধীন ক্যানসার আক্রান্ত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী - Jab We Met

Rashid Khan: হাসপাতালে চিকিৎসাধীন উস্তাদ রশিদ খান। সূত্রের খবর, শিল্পীর অবস্থা সঙ্কটজনক ৷ দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যানসারে আক্রান্ত শিল্পী ৷ চলছে চিকিৎসা ৷ সুস্থতার কামনা অনুরাগীদের ৷

Etv Bharat
সঙ্কটজনক উস্তাদ রশিদ খান
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 1:58 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর: সঙ্কটজনক উস্তাদ রশিদ খান। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যানসারে আক্রান্ত সঙ্গীতশিল্পী ৷ সেই কারণেই গত একমাস যাবৎ তিনি শহরের প্রথম সারির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। রয়েছে উচ্চ রক্তচাপ। এই বিষয়ে ইটিভি ভারতের তরফে শিল্পীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলে কোনও উত্তর মেলেনি ৷

পিয়ারলেস হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন শিল্পী ৷ সূত্রের খবর, অবস্থা সঙ্কটজনক হওয়ায় রশিদ খানকে রাখা হয়েছে ভেন্টিলেশনে ৷ শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা ৷ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছেন শাস্ত্রীয় সঙ্গীতের নামজাদা শিল্পী। অসুস্থতার কারণে শুরুতে মুম্বইয়ের টাটা ক্যান্সার রিসার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে সেখান থেকে কলকাতায় চলে আসেন। তারপরেই একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন। আবার সুস্থও হয়েছেন। গান রেকর্ডিং করেছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুদিনে তিনি এসেছিলেন রবীন্দ্র সদনে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে। তবে বরাবরই শিল্পীর স্বাস্থ্য নিয়ে জনসমক্ষে সেইভাবে কিছু আসেনি ৷

তবে বিগত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গিয়েছে ৷ একদিকে মারণ রোগের সঙ্গে লড়াই অন্যদিকে স্ট্রোক ও উচ্চ রক্তচাপ ৷ ফলে সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন চিকিৎসকরাও ৷ জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর অসুস্থতার কথা জানতে পেরে উদ্বিগ্ন অনুরাগীরাও ৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বাদাউনে জন্ম উস্তাদের। তিনি উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল তাঁর। উস্তাদ নিসার হুসেন খানের কাছে গানের তালিম নেওয়া শুরু করেন তিনি ৷

ভোর চারটে থেকে শুরু হত সেই তালিম। এমনকী, গোটা একটা দিন শুধুমাত্র গানের একটি নোটের প্র্যাকটিস করতেন বলে জানা যায় ৷ মাত্র 11 বছর বয়সে গানের প্রথম অনুষ্ঠান করেন তিনি ৷ হিন্দি ছবির জগতে পা রাখেন মিউজিক মায়েস্ত্রো ইসমাইল দরবারের হাত ধরে ৷ 2004 সালে 'কিষ্ণা: দ্য ওয়ারিয়র পোয়েট' ছবিতে উস্তাদ রশিদ খানের কণ্ঠে শোনা যায়, "তোরে বিনা মোহে চয়েন নাহি এবং কাহে উজাড়ি মোরি নিন্দ ৷" তবে দর্শক মন জয় করে নেন সন্দেশ শান্ডিল্যের সুরে যখন 'জব উই মেট' ছবির গান 'আয়োগে জব তুম' মুক্তি পায় ৷ এরপর বাংলা ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবির গান গেয়ে রশিদ খান মন জয় করে নিয়েছেন শ্রোতাদের ৷

সিনে তালিকায় রয়েছে 'মাই নেম ইজ খান', 'রাজ 3', 'বাপি বাড়ি যা', 'কাদম্বরী', 'শাদি ম্যায় জরুর আনা', 'মান্তো', 'মিতিন মাসি'র মতো ছবি ৷ 2006 সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন তিনি ৷ এরপর 2012 সালে তিনি বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হন ৷ 2022 সালে উস্তাদ রশিদ খান সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷ তাঁর অসুস্থতার খবরে মনমরা অনুরাগীরা ৷ বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুস্থ হয়ে উঠুন, এই কামনা সকলের ৷

আরও পড়ুন

1. 'কাবুলিওয়ালা' চোখে জল এনেছে, প্রেক্ষাগৃহ দেখে বেরিয়ে মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

2. চিরঘুমের দেশে 'রানি রাসমণি' ধারাবাহিকের দিতিপ্রিয়ার সহ-অভিনেতা

3. হারিয়ে যেতে বসা 'গম্ভীরা'র কথা এবার বড় পর্দায়, খরাজ-সৌরভদের হাত ধরে আসছে 'নানা হে'

কলকাতা, 23 ডিসেম্বর: সঙ্কটজনক উস্তাদ রশিদ খান। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যানসারে আক্রান্ত সঙ্গীতশিল্পী ৷ সেই কারণেই গত একমাস যাবৎ তিনি শহরের প্রথম সারির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। রয়েছে উচ্চ রক্তচাপ। এই বিষয়ে ইটিভি ভারতের তরফে শিল্পীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলে কোনও উত্তর মেলেনি ৷

পিয়ারলেস হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন শিল্পী ৷ সূত্রের খবর, অবস্থা সঙ্কটজনক হওয়ায় রশিদ খানকে রাখা হয়েছে ভেন্টিলেশনে ৷ শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা ৷ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছেন শাস্ত্রীয় সঙ্গীতের নামজাদা শিল্পী। অসুস্থতার কারণে শুরুতে মুম্বইয়ের টাটা ক্যান্সার রিসার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে সেখান থেকে কলকাতায় চলে আসেন। তারপরেই একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন। আবার সুস্থও হয়েছেন। গান রেকর্ডিং করেছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুদিনে তিনি এসেছিলেন রবীন্দ্র সদনে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে। তবে বরাবরই শিল্পীর স্বাস্থ্য নিয়ে জনসমক্ষে সেইভাবে কিছু আসেনি ৷

তবে বিগত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গিয়েছে ৷ একদিকে মারণ রোগের সঙ্গে লড়াই অন্যদিকে স্ট্রোক ও উচ্চ রক্তচাপ ৷ ফলে সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন চিকিৎসকরাও ৷ জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর অসুস্থতার কথা জানতে পেরে উদ্বিগ্ন অনুরাগীরাও ৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বাদাউনে জন্ম উস্তাদের। তিনি উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল তাঁর। উস্তাদ নিসার হুসেন খানের কাছে গানের তালিম নেওয়া শুরু করেন তিনি ৷

ভোর চারটে থেকে শুরু হত সেই তালিম। এমনকী, গোটা একটা দিন শুধুমাত্র গানের একটি নোটের প্র্যাকটিস করতেন বলে জানা যায় ৷ মাত্র 11 বছর বয়সে গানের প্রথম অনুষ্ঠান করেন তিনি ৷ হিন্দি ছবির জগতে পা রাখেন মিউজিক মায়েস্ত্রো ইসমাইল দরবারের হাত ধরে ৷ 2004 সালে 'কিষ্ণা: দ্য ওয়ারিয়র পোয়েট' ছবিতে উস্তাদ রশিদ খানের কণ্ঠে শোনা যায়, "তোরে বিনা মোহে চয়েন নাহি এবং কাহে উজাড়ি মোরি নিন্দ ৷" তবে দর্শক মন জয় করে নেন সন্দেশ শান্ডিল্যের সুরে যখন 'জব উই মেট' ছবির গান 'আয়োগে জব তুম' মুক্তি পায় ৷ এরপর বাংলা ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবির গান গেয়ে রশিদ খান মন জয় করে নিয়েছেন শ্রোতাদের ৷

সিনে তালিকায় রয়েছে 'মাই নেম ইজ খান', 'রাজ 3', 'বাপি বাড়ি যা', 'কাদম্বরী', 'শাদি ম্যায় জরুর আনা', 'মান্তো', 'মিতিন মাসি'র মতো ছবি ৷ 2006 সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন তিনি ৷ এরপর 2012 সালে তিনি বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হন ৷ 2022 সালে উস্তাদ রশিদ খান সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷ তাঁর অসুস্থতার খবরে মনমরা অনুরাগীরা ৷ বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুস্থ হয়ে উঠুন, এই কামনা সকলের ৷

আরও পড়ুন

1. 'কাবুলিওয়ালা' চোখে জল এনেছে, প্রেক্ষাগৃহ দেখে বেরিয়ে মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

2. চিরঘুমের দেশে 'রানি রাসমণি' ধারাবাহিকের দিতিপ্রিয়ার সহ-অভিনেতা

3. হারিয়ে যেতে বসা 'গম্ভীরা'র কথা এবার বড় পর্দায়, খরাজ-সৌরভদের হাত ধরে আসছে 'নানা হে'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.