ETV Bharat / entertainment

Urvashi Rautela:আবার রহস্যময় পোস্ট! হাসপাতালে ঋষভকে দেখতে গেলেন ঊর্বশী? - where rishabh pant is being treated

আবার রহস্যময় পোস্ট ঊর্বশীর ৷ এবার নায়িকা শেয়ার করেছেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের একটি ছবি (Urvashi Rautela shares ambani hospital pic )৷ এই হাসপাতালেই চিকিৎসাধীন ঋষভ ৷ প্রশ্ন উঠছে তাহলে কি ঋষভকেই দেখতে গিয়েছিলেন নায়িকা ?

Urvashi Rautela
ঋষভকে কি দেখতে গেলেন নায়িকা
author img

By

Published : Jan 6, 2023, 10:31 AM IST

Updated : Jan 6, 2023, 10:41 AM IST

মুম্বই, 6 জানুয়ারি: দুর্ঘটনার পর থেকেই সোশাল মিডিয়ায় ঋষভ পন্তের পাশাপাশি আলোচনা শুরু হয়েছে ঊর্বশী রাউতেলাকে নিয়েও ৷ ঊর্বশী এর আগেই একটি রহস্যময় পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায় ৷ যেখানে তিনি লিখেছিলেন 'আমি প্রার্থনা করছি' ৷ তা দেখে অনেকেই মনে করেছিলেন ঋষভের দ্রুত আরোগ্য কামনা করছেন নায়িকা(Rishabh Pant car accident) ৷ ঋষভের সুস্থতা নিয়ে পোস্ট করেছিলেন ঊর্বশীর মাও ৷ আর এবার নায়িকা শেয়ার করেছেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের একটি ছবি (Urvashi Rautela shares ambani hospital pic )৷ এই হাসপাতালেই সম্প্রতি এয়ারলিফট করে আনা হয়েছে ভারতীয় উইকেট কিপার-ব্য়াটারকে ৷ দেরাদুনের ম্যাক্স হাসপাতালের পর আপাতত এখানেই চিকিৎসা চলছে তাঁর ৷

তাই বৃহস্পতিবার ঊর্বশী তাঁর ইনস্টা স্টোরিতে এই হাসপাতালের ছবি শেয়ার করায় তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায় (Urvashi Rautela instagram story)৷ তবে কি হাসপাতালে ঋষভকে দেখতে এসেছিলেন নায়িকা? উঠছে এমন প্রশ্নই ৷ ফ্যানেদের অনেকেই সরাসরি এই প্রশ্ন করেছেন নায়িকাকে (Urvashi Rautela cryptic posts for Rishabh Pant ) ৷

Urvashi Rautela
আবার রহস্য়ময় পোস্ট ঊর্বশীর

ঋষভের সঙ্গে ঊর্বশীর সম্পর্কের কথা এখন আর কারও অজানা নয় ৷ এই নিয়ে নেট মাধ্যমেও তরজাতেও জড়িয়েছেন তাঁরা ৷ 2018 সালে প্রথম এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বলি ডিভা ঊর্বশী রাউতেলার সম্পর্কের গুঞ্জন শুরু হয় ৷ প্রকাশ্যে দু'জনকে একাধিক জায়গায় দেখতেও পাওয়া যায় ৷ ফলে তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল জোড় চর্চা ৷ যদিও এই সমস্ত চর্চায় জল ঢেলে দেন ঋষভ নিজেই ৷ 2019 সালে পন্ত তাঁর বান্ধবী ঈশা নেগির সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন ৷

আরও পড়ুন: ট্রিপল আরের জন্য রাজামৌলির ঝুলিতে এবার মার্কিন মুলুকের সম্মান

এই সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয় ঊর্বশীর একটি ইন্টারভিউয়ের পর ৷ যেখানে তিনি জানিয়েছিলেন, এক সময় তাঁর জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকতেন এই ভারতীয় ক্রিকেটার ৷ তবে ঋষভের দূর্ঘটনার পর এইসব চর্চা এখন অতীত ৷ এখন সকলেই কামনা করছেন দ্রুত সেরে উঠুন এই ভারতীয় ব্য়াটার ৷ ব্যতিক্রম নন ঊর্বশীও ৷

মুম্বই, 6 জানুয়ারি: দুর্ঘটনার পর থেকেই সোশাল মিডিয়ায় ঋষভ পন্তের পাশাপাশি আলোচনা শুরু হয়েছে ঊর্বশী রাউতেলাকে নিয়েও ৷ ঊর্বশী এর আগেই একটি রহস্যময় পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায় ৷ যেখানে তিনি লিখেছিলেন 'আমি প্রার্থনা করছি' ৷ তা দেখে অনেকেই মনে করেছিলেন ঋষভের দ্রুত আরোগ্য কামনা করছেন নায়িকা(Rishabh Pant car accident) ৷ ঋষভের সুস্থতা নিয়ে পোস্ট করেছিলেন ঊর্বশীর মাও ৷ আর এবার নায়িকা শেয়ার করেছেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের একটি ছবি (Urvashi Rautela shares ambani hospital pic )৷ এই হাসপাতালেই সম্প্রতি এয়ারলিফট করে আনা হয়েছে ভারতীয় উইকেট কিপার-ব্য়াটারকে ৷ দেরাদুনের ম্যাক্স হাসপাতালের পর আপাতত এখানেই চিকিৎসা চলছে তাঁর ৷

তাই বৃহস্পতিবার ঊর্বশী তাঁর ইনস্টা স্টোরিতে এই হাসপাতালের ছবি শেয়ার করায় তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায় (Urvashi Rautela instagram story)৷ তবে কি হাসপাতালে ঋষভকে দেখতে এসেছিলেন নায়িকা? উঠছে এমন প্রশ্নই ৷ ফ্যানেদের অনেকেই সরাসরি এই প্রশ্ন করেছেন নায়িকাকে (Urvashi Rautela cryptic posts for Rishabh Pant ) ৷

Urvashi Rautela
আবার রহস্য়ময় পোস্ট ঊর্বশীর

ঋষভের সঙ্গে ঊর্বশীর সম্পর্কের কথা এখন আর কারও অজানা নয় ৷ এই নিয়ে নেট মাধ্যমেও তরজাতেও জড়িয়েছেন তাঁরা ৷ 2018 সালে প্রথম এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বলি ডিভা ঊর্বশী রাউতেলার সম্পর্কের গুঞ্জন শুরু হয় ৷ প্রকাশ্যে দু'জনকে একাধিক জায়গায় দেখতেও পাওয়া যায় ৷ ফলে তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল জোড় চর্চা ৷ যদিও এই সমস্ত চর্চায় জল ঢেলে দেন ঋষভ নিজেই ৷ 2019 সালে পন্ত তাঁর বান্ধবী ঈশা নেগির সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন ৷

আরও পড়ুন: ট্রিপল আরের জন্য রাজামৌলির ঝুলিতে এবার মার্কিন মুলুকের সম্মান

এই সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয় ঊর্বশীর একটি ইন্টারভিউয়ের পর ৷ যেখানে তিনি জানিয়েছিলেন, এক সময় তাঁর জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকতেন এই ভারতীয় ক্রিকেটার ৷ তবে ঋষভের দূর্ঘটনার পর এইসব চর্চা এখন অতীত ৷ এখন সকলেই কামনা করছেন দ্রুত সেরে উঠুন এই ভারতীয় ব্য়াটার ৷ ব্যতিক্রম নন ঊর্বশীও ৷

Last Updated : Jan 6, 2023, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.