ETV Bharat / entertainment

Urvashi Slams Sandhu: 'অখিলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মিথ্যে', উমায়েরকে মানহানির নোটিশ উর্বশীর - Urvashi Rautela

স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিক উমায়ের সান্ধুর টুইটের জন্য তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন উর্বশী রাউতেলা ৷ ইউরোপে এজেন্টের শুটিং করার সময় অখিল আক্কিনেনির উর্বশীকে 'হেনস্থা' করেছিলেন বলে দাবি করেন উমায়ের ৷ সেই দাবি খারিজ করে দিয়েছেন উর্বশী ৷

Urvashi Slams Sandhu
উর্বশী রাউতেলা
author img

By

Published : Apr 23, 2023, 2:29 PM IST

হায়দরাবাদ, 23 এপ্রিল: রহস্যময় পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করতে সিদ্ধহস্ত বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা ৷ তবে রবিবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি তিনি একজন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিক উমায়ের সান্ধুকে একহাত নিয়েছেন ৷ তেলুগু অভিনেতা এবং নাগার্জুনের ছেলে অখিল আক্কিনেনি উর্বশীকে হেনস্থা করেছেন বলে যে দাবি করেছিলেন উমায়ের, তার কড়া প্রতিক্রিয়া জানালেন উর্বশী ৷

ইনস্টাগ্রামে উর্বশী উমায়েরের টুইটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে লেখা রয়েছে, "ইউরোপে এজেন্টের শুটিং চলাকালীন অখিল আক্কিনেনি হেনস্থা করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে ৷ তাঁর মতে, তিনি খুব অপরিণত অভিনেতা এবং তাঁর সঙ্গে কাজ করতে অস্বস্তি বোধ করেন তিনি ।" উর্বশী উমায়েরের এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং উমায়েরের লেখা টুইটের উপর 'ফেক' লিখে তা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ।

উর্বশী জানান যে, তাঁকে এবং তাঁর পরিবারকে 'অত্যন্ত অস্বস্তিতে' ফেলার জন্য উমায়েরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে তাঁর আইনি দল । অভিনেত্রী লিখেছেন, "আমার আইনি দল মানহানির নোটিশ দিয়েছে । আপনার মতো অশ্লীল সাংবাদিকের হাস্যকর টুইটের জন্য অসন্তুষ্ট । আপনি আমার অফিসিয়াল মুখপাত্র নন । এবং হ্যাঁ আপনি খুবই অপরিণত ধরনের সাংবাদিক যিনি এটি করেছেন । আমি এবং আমার পরিবার অত্যন্ত অস্বস্তিতে পড়েছি ।"

উল্লেখ্য, উমায়ের প্রায়ই বলিউড ব্যক্তিত্বদের সম্পর্কে খারাপ, অবমাননাকর এবং গসিপ টুইট পোস্ট করেন । তাঁর টুইটারে 23.9K অনুসরণকারী রয়েছে, যার বায়োতে লেখা রয়েছে, "বিদেশি সেন্সর বোর্ডের সদস্য । সবচেয়ে বিতর্কিত 1 নং দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র সমালোচক এবং বলিউড অ্যাডাল্ট গসিপ সাংবাদিক...৷" সলমন খান, পরান কল্যাণ, সিদ্ধার্থ মালহোত্রা এবং শেহনাজ গিলের মতো বিখ্যাত নামগুলিকে সোশ্যাল মিডিয়ায় টার্গেট করার জন্য পরিচিত উমায়ের । সম্প্রতি সেলিনা জেটলিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন তিনি ।

আরও পড়ুন: ঈদে ভালো ব্যবসা, 2 দিনে 40 কোটি আয় করল সলমনের ছবি

হায়দরাবাদ, 23 এপ্রিল: রহস্যময় পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করতে সিদ্ধহস্ত বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা ৷ তবে রবিবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি তিনি একজন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিক উমায়ের সান্ধুকে একহাত নিয়েছেন ৷ তেলুগু অভিনেতা এবং নাগার্জুনের ছেলে অখিল আক্কিনেনি উর্বশীকে হেনস্থা করেছেন বলে যে দাবি করেছিলেন উমায়ের, তার কড়া প্রতিক্রিয়া জানালেন উর্বশী ৷

ইনস্টাগ্রামে উর্বশী উমায়েরের টুইটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে লেখা রয়েছে, "ইউরোপে এজেন্টের শুটিং চলাকালীন অখিল আক্কিনেনি হেনস্থা করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে ৷ তাঁর মতে, তিনি খুব অপরিণত অভিনেতা এবং তাঁর সঙ্গে কাজ করতে অস্বস্তি বোধ করেন তিনি ।" উর্বশী উমায়েরের এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং উমায়েরের লেখা টুইটের উপর 'ফেক' লিখে তা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ।

উর্বশী জানান যে, তাঁকে এবং তাঁর পরিবারকে 'অত্যন্ত অস্বস্তিতে' ফেলার জন্য উমায়েরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে তাঁর আইনি দল । অভিনেত্রী লিখেছেন, "আমার আইনি দল মানহানির নোটিশ দিয়েছে । আপনার মতো অশ্লীল সাংবাদিকের হাস্যকর টুইটের জন্য অসন্তুষ্ট । আপনি আমার অফিসিয়াল মুখপাত্র নন । এবং হ্যাঁ আপনি খুবই অপরিণত ধরনের সাংবাদিক যিনি এটি করেছেন । আমি এবং আমার পরিবার অত্যন্ত অস্বস্তিতে পড়েছি ।"

উল্লেখ্য, উমায়ের প্রায়ই বলিউড ব্যক্তিত্বদের সম্পর্কে খারাপ, অবমাননাকর এবং গসিপ টুইট পোস্ট করেন । তাঁর টুইটারে 23.9K অনুসরণকারী রয়েছে, যার বায়োতে লেখা রয়েছে, "বিদেশি সেন্সর বোর্ডের সদস্য । সবচেয়ে বিতর্কিত 1 নং দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র সমালোচক এবং বলিউড অ্যাডাল্ট গসিপ সাংবাদিক...৷" সলমন খান, পরান কল্যাণ, সিদ্ধার্থ মালহোত্রা এবং শেহনাজ গিলের মতো বিখ্যাত নামগুলিকে সোশ্যাল মিডিয়ায় টার্গেট করার জন্য পরিচিত উমায়ের । সম্প্রতি সেলিনা জেটলিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন তিনি ।

আরও পড়ুন: ঈদে ভালো ব্যবসা, 2 দিনে 40 কোটি আয় করল সলমনের ছবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.