মুম্বই, 12 অগস্ট: অভিনেত্রী ঊর্বশী রাউতেলা এবং ঋষভ পন্থের মধ্য়ে বাকযুদ্ধ সহজে বন্ধ হওয়ার নয় ৷ এবার ফের বাঁ-হাতি স্টাম্পার-ব্যাটারকে স্টাম্প করে মাঠ ছাড়া করলেন ঊর্বশী ৷ ঋষভ এর প্রতিক্রিয়া কীভাবে দেন, সেটাও দেখার বিষয় ৷ পন্থ-ঊর্বশীর এই বাকযুদ্ধের সূত্রপাত দিনকয়েক আগে ৷ ঊর্বশী কয়েকদিন আগে একটি এন্টারটেইনমেন্ট পোর্টালকে দেওয়া একটি ইন্টারভিউতে জানান, মিস্টার আরপি তাঁর জন্য হোটেলের লবিতে দশ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেছিলেন একসময় ৷ সেই থেকেই শুরু এই বাক বিতন্ডা (Urvashi Rautela Rishabh Pant controversy ) ৷
একটা সময় ভারতীয় দলের এই বাঁ-হাতি ব্য়াটারের সঙ্গে ঊর্বশীর যে নাম জড়িয়েছিল, তা অনুরাগীদের অজানা নয় ৷ পরে 2019 প্রেমিকা ঈশা নেগির সঙ্গে তাঁর সম্পর্কের কথা সকলকে জানান পন্থ ৷ তবে ঊর্বশীর এই ইন্টারভিউ সামনে আসার পর ফের একবার নড়েচড়ে বসেন অনেকেই ৷ এমনকী মুখ খোলেন ঋষভ নিজেও ৷ যদিও বিতর্ক শুরু হতেই ভারতীয় ক্রিকেটার তাঁর বক্তব্য় সামাজিক মাধ্যম থেকে ডিলিট করে দিয়েছেন ৷
তবে তাঁর স্পষ্ট দাবি ছিল, মিথ্যা বলছেন অভিনেত্রী ৷ তিনি লেখেন, "এটা হাস্যকর যে কীভাবে মানুষ শুধুমাত্র সামান্য জনপ্রিয়তার জন্য এবং শিরোনামে আসার জন্য সাক্ষাৎকারে মিথ্যে কথা বলে । দুঃখজনক যে কিছু মানুষ খ্যাতি এবং নামের জন্য এতটা তৃষ্ণার্ত । ঈশ্বর তাঁদের আশীর্বাদ করুন ।" এর সঙ্গে হ্যাশট্যাগ হিসাবে তিনি জুড়ে দেন, #মেরা পিছা ছোড়ো বেহেন (আমার পিছু ছাড়ো বোন) #ঝুট কি ভি লিমিট হোতি হ্য়ায় (মিথ্যে বলারও একটা সীমা থাকে )৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত কন্নড় গায়ক শিবমেগা সুব্বান্না
এবার ইনস্টাগ্রামে এরই উত্তর দিলেন অভিনেত্রী ৷ তিনি লেখেন, "ছোটু ভাইয়ার ব্যাট বলটাই খেলা উচিত ৷ আমি কোনও মুন্নি নই যে বদনাম হতে যাব তোমার মত কিড্ডো ডার্লিংয়ের জন্য় ৷ রাখী বন্ধনের শুভেচ্ছা ।" সঙ্গেই বেশ কিছু হ্য়াশট্যাগও ব্যবহার করেছেন তিনি ৷ যার একটি ছিল, অসহায় মেয়ে ভেবে সুযোগ নেবেন না ৷