মুম্বই, 4 জুন: কান 2023 ফিল্ম ফেস্টিভ্যাল এবং আইফা 2023-এ দুরন্ত পোশাকে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার পর, এ বার তাঁর নতুন চলচ্চিত্রের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা ৷ প্রয়াত অভিনেত্রী পারভীন বাবির জীবন নিয়ে তৈরি বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন উর্বশী ৷
রবিবার কাকভোরে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন সনম রে অভিনেত্রী ৷ যার ক্যাপশনে তিনি লিখেছেন, "বলিউডে ব্যর্থ পারভীন বাবি, কিন্তু আমি তোমাকে গর্বিত করব ৷ ওম নমঃ শিবায় । নতুন শুরুর জাদুতে বিশ্বাস করুন ।" আসন্ন বায়োপিকের সারাংশের একটি ছবিও শেয়ার করেছেন উর্বশী ।
তিনি পোস্টটি করার পরই তাঁর অনুরাগী এবং বন্ধুরা লাল হৃদয়ের ইমোজিতে বানভাসি করেছেন কমেন্ট সেকশন ৷ একের পর এক এসেছে অভিনন্দন বার্তা ৷ একজন ভক্ত লিখেছেন, "পারভীন বাবিকে নিয়ে সিনেমা বানানোর জন্য ধন্যবাদ ৷" অন্য একজন লিখেছেন, "পারভীন বাবিকে নিয়ে আপনার আসন্ন ছবিটি ব্লকবাস্টার হয়ে উঠবে ।" অন্য একজন ভক্তের কথায়, "পারভীন বাবির সমর্থন করা প্রথম অভিনেত্রী !"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পারভীন বাবি 2005 সালের 20 জানুয়ারি মুম্বইয়ে তাঁর ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি ক্রিকেটার সেলিম দুরানির বিপরীতে চরিত্র (1973) চলচ্চিত্রের মাধ্যমে ডেবিউ করেন । ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি ৷ কিন্তু পারভীনের অভিনয় সবার নজরে আসে ৷ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন পারভীন ৷ তাঁর প্রথম বড় হিট ছিল মজবুর (1974), অমিতাভ বচ্চনের বিপরীতে ।
আরও পড়ুন: বন্ধু বাই লেনে নয়া চমক, ওপেন টি বায়োস্কোপ এবার ওটিটি-তে
জিনত আমানের পাশাপাশি পারভীন বাবি ভারতীয় ছবির নায়িকাদের ভাবমূর্তি পালটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন । তিনি ছিলেন প্রথম বলিউড তারকা যিনি 1976 সালের জুলাই মাসে টাইম পত্রিকার প্রথম পাতায় জায়গা করে নেন । তাঁর কর্মজীবন জুড়ে, তিনি একজন গ্ল্যামারাস এবং ফ্যাশন আইকন হিসেবে বিবেচিত হন ।
এ দিকে, উর্বশী সম্প্রতি অভিনেতা রণদীপ হুদার বিপরীতে ওয়েব সিরিজ ইন্সপেক্টর অবিনাশে অভিনয় করেছেন ৷ এই সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম জিওসিনেমা-তে স্ট্রিমিং হচ্ছে ।