হায়দরাবাদ, 5 জুলাই: সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো নাড়িয়ে দিয়েছে রাষ্ট্রকে ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে মধ্যরাতে সিঁড়িতে বসে থাকা এক আদিবাসী তরুণের গায়ে প্রস্রাব করছে এক ব্যক্তি ৷ তার হাতে ধূমায়িত সিগারেট ৷ মুখ খুব ভালো বোঝা না-গেলেও একটু ভালোই বোঝা যায় ব্যক্তি এলাকার কেউকেটা কেউ ৷ পরে কংগ্রেসের তরফে জানানো হয় এই ব্যক্তি বিজেপির যুব নেতা প্রবেশ শুক্লা ৷ এই ঘটনায় ইতিমধ্য়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এবার এই ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা মডেল উরফি জাভেদ ৷
উরফি সাধারণত সবক্ষেত্রেই ছক ভাঙতে ভালোবাসেন ৷ পোশাক-আশাকের ক্ষেত্রেও তিনি যেমন সকলের থেকে আলাদা তেমনই তিনি যৌনতা সংক্রান্ত ট্যাবু নিয়েও সচেতন ৷ আর এবার যে ন্যক্কারজনক আদিবাসী নিগ্রহের ঘটনার সাক্ষী রইল গোটা দেশ তা নিয়েও মুখ খুললেন তিনি ৷ বুধবার দুপুরে ইনস্টাগ্রাম স্টোরিতে এই ঘটনার ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, "এই ব্যক্তি যে একজন মানুষের গায়ে প্রস্রাব করছে সে নাকি বিজেপির যুব নেতা! এখনই গ্রেফতার করা উচিত ৷ ভিডিয়োটি যত পারবেন শেয়ার করুন ৷"
ইতিমধ্য়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মধ্য়প্রদেশ পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনা ঘটানোর পর রাত দু'টো নাগাদ অন্য জায়গায় পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি ৷ তবে সে সুযোগ সে পায়নি ৷ তার আগে প্রবেশকে গ্রেফতার করে মধ্য়প্রদেশ পুলিশ ৷ এই ঘটনায় গতকালই সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি ৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেন ৷
আরও পড়ুন: 200 কোটির বেআইনি অর্থপাচার মামলার শুনানিতে আদালতে জ্যাকলিন
এর আগেও অবশ্য় এক বিজেপি নেত্রীর সঙ্গে বিতর্কে জড়িয়েছেন উরফি ৷ বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘ তাঁর বিরুদ্ধে 'অশালীন পোশাক' ব্যবহারের অভিযোগ তোলেন ৷ এও জানতে চান মহিলা কমিশন কি এই নিয়ে কোনও ব্যবস্থা নেবে না? তা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল ৷ এমনকী উরফি চিত্রার বিরুদ্ধেও মামলাও দায়ের করেন ৷