ETV Bharat / entertainment

উদয়পুরে আমির কন্যার রাজকীয় বিয়ে, অনুষ্ঠান থেকে খাবারে থাকছে বিশেষ চমক - ইরা খান

Amir Khan Daughter Wedding: বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টের কন্যার বিয়ে ৷ রাজকীয় আয়োজন তো হবেই ৷ তবে আমির খান নিজে দাঁড়িয়ে থেতে তদারকি করছেন সবকিছুর ৷ জেনে নিন কী কী চমক থাকছে ইরা খানের বিয়েতে ৷

Ira Khan wedding
আমির কন্যার বিয়ে
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 3:40 PM IST

উদয়পুর, 6 জানুয়ারি: বুধবার মুম্বইয়ে সেরেছেন আইনি বিয়ে ৷ এবার ঝিল নগরী উদয়পুরে বসতে চলেছে আমির-কন্যা ইরা খান ও নূপূর শিখরের বিয়ের আসর ৷ ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বিখ্যাত উদয়পুর ৷ বিয়ের জন্য এই শহরকে বেছে নেন অনেকেই ৷ আগেও অনেক সেলেব্রিটিদের বিয়ের আসর বসেছে ঝিল নগরীতে ৷ এবার নতুন সংযোজন বলিউডের মিস্টার পারফেকশনিস্টের কন্যা ৷

ইরার বিয়ের মধ্য দিয়ে আরও একটি রাজকীয় বিয়ের সাক্ষী থাকতে চলেছে উদয়পুর। আরাবল্লী পাহাড়ের মাঝখানে অবস্থিত তাজ আরাবল্লী রিসোর্ট ৷ সেখানেই সামাজিকভাবে চারহাত এক হবে ইরা খান ও নূপূর শিখরের । 7 জানুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান ৷ তার আগে উদয়পুরে পৌঁছেছেন বর-কনে থেকে দুই পরিবার ৷ পিচোলা লেকে অবস্থিত সুন্দর তাজ লেক প্যালেসে রয়েছেন আমির খান। তাঁর মেয়ে-জামাই এবং পরিবার থাকছে তাজ আরাবল্লী রিসোর্টে। আমির-কন্যার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ ও বিশ্বের বহু মানুষ থেকে শুরু করে বিশিষ্ট অতিথিরা।

Ira Khan wedding
মায়ের সঙ্গে ইরা খান ও নূপূর শিখর

বিয়ের প্রস্তুতি দেখছেন আমির খান নিজেই

জানা গিয়েছে, একমাত্র কন্যার বিয়েতে সব তদারকি নিজেই করছেন আমির খান । ইরার আইনি বিয়েতেও সামনে দাঁড়িতে সবটা পরিচালনা করতে দেখা গিয়েছে মিস্টার পারফেকশনিস্টকে ৷ শনিবার তাজ লেক প্যালেস থেকে আমির খান উদয়পুরের কোডিয়াত রোডে অবস্থিত তাজ আরাবল্লী রিসর্টে আসবেন ৷

Ira Khan wedding
আইনি বিয়ে সেরে উদয়পুরে ইরা ও নূপূর

সংগীতে থাকছে বিশেষ চমক

ইরার বিয়ের আসর সেজে উঠবে বিভিন্ন থিমে ৷ বিয়ের অনুষ্ঠানেও থাকবে থিমের চমক বলে খবর ৷ বিশেষ করে গানের অনুষ্ঠানে থাকছে বড় চমক ।শোনা যাচ্ছে, মেয়ের বিয়েতে গাইতে দেখা যেতে পারে আমির খানকেও ৷ তিনি মেয়ের জন্য একটি বিশেষ গান গাইবেন । শুধু তাই নয়, ইরার বিয়ের অনুষ্ঠান জমে উঠবে কাওয়ালি থেকে রাজস্থানী ঘরানার সুরে ৷ গানের আসর থেকে বিয়ে সংক্রান্ত যাবতীয় অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা সময় নির্ধারিত করা হয়েছে । সেই অনুযায়ী হবে সবটা ৷ হলুদের অনুষ্ঠানও হবে বেশ জাঁকজমকের সঙ্গে ।

Ira Khan wedding
তাজ আরাবল্লী রিসোর্ট বসছে ইরা খানের বিয়ের আসর

খাবারে কী থাকছে ?

আমির-কন্যার বিয়ে বলে কথা রকমারি খাবার তো থাকবেই ৷ জানা গিয়েছে, অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য রাজস্থানী খাবারের পাশাপাশি মরাঠি খাবারও রাখা হয়েছে । শুধু তাই নয় ৷ অতিথিরা গুজরাতি, পঞ্জাবি এবং অন্যান্য খাবারের স্বাদ নেবেন ইরার বিয়েতে ।

Ira Khan wedding
আমির কন্যার বিয়েতে রাজকীয় আয়োজন

কারা নিমন্ত্রিত বিয়েতে

এই রাজকীয় বিয়ের অনুষ্ঠান 7 জানুয়ারি থেকে উদয়পুরের তাজ আরাবলি রিসোর্টে শুরু হবে এবং 10 জানুয়ারি পর্যন্ত চলবে । তাজ আরাবল্লীতে আমির খান প্রেসিডেন্সিয়াল গ্লাস বক্স স্যুটে থাকবেন । এই স্যুটটির বিশেষত্ব হল এটি একটি 'প্যানোরামিক ভিউ' রয়েছে । ইরা খানের আইনি বিয়েতে হাজির ছিলেন দেশের সবচেয়ে বড় শিল্পপতি মুকেশ ও তাঁর স্ত্রী নীতা আম্বানিরা । উদয়পুরের এই রাজকীয় বিয়েতে বলিউডের অনেক তারকা এবং সেলিব্রিটিরাও থাকবেন বলে শোনা যাচ্ছে । হোটেলের 176টি ঘরই অতিথিদের জন্য বুক করা হয়েছে । অতিথিরা 7 তারিখ থেকে উদয়পুরে আসতে শুরু করবেন ৷ তাঁদের স্বাগতও জানানো হবে রাজকীয়ভাবে ৷

Ira Khan wedding
বিয়ের জন্য উদয়পুরে পৌঁছেছে দুই পরিবার

আরও পড়ুন:

  1. উদয়পুরে রয়্যাল ওয়েডিং আমির কন্যার, ইরা-নূপুর পৌঁছলেন তাজ আরাবলি রিসর্টে
  2. আমির-কন্যার বিয়েতে এক ফ্রেমে গোটা পরিবার, খোশমেজাজে কিরণও; দেখুন ভিডিয়ো
  3. ইরার গায়ে হলুদে রিনা-কিরণকে নিয়ে হাজির আমির, দেখা মিলল হবু-বধুরও

উদয়পুর, 6 জানুয়ারি: বুধবার মুম্বইয়ে সেরেছেন আইনি বিয়ে ৷ এবার ঝিল নগরী উদয়পুরে বসতে চলেছে আমির-কন্যা ইরা খান ও নূপূর শিখরের বিয়ের আসর ৷ ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বিখ্যাত উদয়পুর ৷ বিয়ের জন্য এই শহরকে বেছে নেন অনেকেই ৷ আগেও অনেক সেলেব্রিটিদের বিয়ের আসর বসেছে ঝিল নগরীতে ৷ এবার নতুন সংযোজন বলিউডের মিস্টার পারফেকশনিস্টের কন্যা ৷

ইরার বিয়ের মধ্য দিয়ে আরও একটি রাজকীয় বিয়ের সাক্ষী থাকতে চলেছে উদয়পুর। আরাবল্লী পাহাড়ের মাঝখানে অবস্থিত তাজ আরাবল্লী রিসোর্ট ৷ সেখানেই সামাজিকভাবে চারহাত এক হবে ইরা খান ও নূপূর শিখরের । 7 জানুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান ৷ তার আগে উদয়পুরে পৌঁছেছেন বর-কনে থেকে দুই পরিবার ৷ পিচোলা লেকে অবস্থিত সুন্দর তাজ লেক প্যালেসে রয়েছেন আমির খান। তাঁর মেয়ে-জামাই এবং পরিবার থাকছে তাজ আরাবল্লী রিসোর্টে। আমির-কন্যার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ ও বিশ্বের বহু মানুষ থেকে শুরু করে বিশিষ্ট অতিথিরা।

Ira Khan wedding
মায়ের সঙ্গে ইরা খান ও নূপূর শিখর

বিয়ের প্রস্তুতি দেখছেন আমির খান নিজেই

জানা গিয়েছে, একমাত্র কন্যার বিয়েতে সব তদারকি নিজেই করছেন আমির খান । ইরার আইনি বিয়েতেও সামনে দাঁড়িতে সবটা পরিচালনা করতে দেখা গিয়েছে মিস্টার পারফেকশনিস্টকে ৷ শনিবার তাজ লেক প্যালেস থেকে আমির খান উদয়পুরের কোডিয়াত রোডে অবস্থিত তাজ আরাবল্লী রিসর্টে আসবেন ৷

Ira Khan wedding
আইনি বিয়ে সেরে উদয়পুরে ইরা ও নূপূর

সংগীতে থাকছে বিশেষ চমক

ইরার বিয়ের আসর সেজে উঠবে বিভিন্ন থিমে ৷ বিয়ের অনুষ্ঠানেও থাকবে থিমের চমক বলে খবর ৷ বিশেষ করে গানের অনুষ্ঠানে থাকছে বড় চমক ।শোনা যাচ্ছে, মেয়ের বিয়েতে গাইতে দেখা যেতে পারে আমির খানকেও ৷ তিনি মেয়ের জন্য একটি বিশেষ গান গাইবেন । শুধু তাই নয়, ইরার বিয়ের অনুষ্ঠান জমে উঠবে কাওয়ালি থেকে রাজস্থানী ঘরানার সুরে ৷ গানের আসর থেকে বিয়ে সংক্রান্ত যাবতীয় অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা সময় নির্ধারিত করা হয়েছে । সেই অনুযায়ী হবে সবটা ৷ হলুদের অনুষ্ঠানও হবে বেশ জাঁকজমকের সঙ্গে ।

Ira Khan wedding
তাজ আরাবল্লী রিসোর্ট বসছে ইরা খানের বিয়ের আসর

খাবারে কী থাকছে ?

আমির-কন্যার বিয়ে বলে কথা রকমারি খাবার তো থাকবেই ৷ জানা গিয়েছে, অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য রাজস্থানী খাবারের পাশাপাশি মরাঠি খাবারও রাখা হয়েছে । শুধু তাই নয় ৷ অতিথিরা গুজরাতি, পঞ্জাবি এবং অন্যান্য খাবারের স্বাদ নেবেন ইরার বিয়েতে ।

Ira Khan wedding
আমির কন্যার বিয়েতে রাজকীয় আয়োজন

কারা নিমন্ত্রিত বিয়েতে

এই রাজকীয় বিয়ের অনুষ্ঠান 7 জানুয়ারি থেকে উদয়পুরের তাজ আরাবলি রিসোর্টে শুরু হবে এবং 10 জানুয়ারি পর্যন্ত চলবে । তাজ আরাবল্লীতে আমির খান প্রেসিডেন্সিয়াল গ্লাস বক্স স্যুটে থাকবেন । এই স্যুটটির বিশেষত্ব হল এটি একটি 'প্যানোরামিক ভিউ' রয়েছে । ইরা খানের আইনি বিয়েতে হাজির ছিলেন দেশের সবচেয়ে বড় শিল্পপতি মুকেশ ও তাঁর স্ত্রী নীতা আম্বানিরা । উদয়পুরের এই রাজকীয় বিয়েতে বলিউডের অনেক তারকা এবং সেলিব্রিটিরাও থাকবেন বলে শোনা যাচ্ছে । হোটেলের 176টি ঘরই অতিথিদের জন্য বুক করা হয়েছে । অতিথিরা 7 তারিখ থেকে উদয়পুরে আসতে শুরু করবেন ৷ তাঁদের স্বাগতও জানানো হবে রাজকীয়ভাবে ৷

Ira Khan wedding
বিয়ের জন্য উদয়পুরে পৌঁছেছে দুই পরিবার

আরও পড়ুন:

  1. উদয়পুরে রয়্যাল ওয়েডিং আমির কন্যার, ইরা-নূপুর পৌঁছলেন তাজ আরাবলি রিসর্টে
  2. আমির-কন্যার বিয়েতে এক ফ্রেমে গোটা পরিবার, খোশমেজাজে কিরণও; দেখুন ভিডিয়ো
  3. ইরার গায়ে হলুদে রিনা-কিরণকে নিয়ে হাজির আমির, দেখা মিলল হবু-বধুরও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.