ETV Bharat / entertainment

Anurag-Vivek Twitter War: বিবেক-অনুরাগের টুইট যুদ্ধ শুরু, দেখুন ঠিক কী হয়েছিল?

বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন পরিচালক অনুরাগ কাশ্যপ ৷ 'পুষ্পা' ও 'কান্তারা' ছবি নিয়ে অনুরাগের মন্তব্যের প্রেক্ষিতে শুরু হয় বিতর্ক ৷

Anurag-Vivek Twitter War
বিবেক-অনুরাগের টুইট যুদ্ধ শুরু
author img

By

Published : Dec 15, 2022, 11:04 AM IST

মুম্বই, 15 নভেম্বর: এবার 'দ্য় কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন পরিচালক অনুরাগ কাশ্যপ ৷ বুধবার বিবেক টুইটারে অনুরাগের একটি ইন্টারভিউয়ের স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে লেখা রয়েছে, "কান্তারা এবং পুষ্পা-র মতো চলচ্চিত্রগুলি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে: অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap on Kantara And Pushpa)।" বিবেক স্পষ্টতই জানিয়েছেন তিনি এই বক্তব্য়ের সঙ্গে একেবারেই সহমত পোষণ করেন না ৷ আর তাতেই দু'জনের মধ্য়ে টুইট যুদ্ধ শুরু হয় (Twitter war Between Vivek Agnihotri Anurag Kashyap) ৷

একটু তির্যকভাবেই বিবেক লেখেন, "আমি বলিউডের এক ও একমাত্র মিলর্ডের মতামতের সঙ্গে একেবারেই একমত নই ৷ আপনি কি একমত ?" বিবেকের এই টুইটের জবাব দিতে গিয়ে তাঁকে আক্রমণ করতে ছাড়েননি অনুরাগও ৷ তিনিও তীর্যকভাবে এর উত্তরে লেখেন, "স্যার আপনার ভুল নয়, টুইটে আমার আপনার কথপোকথন যেমন আপনার ছবির রিসার্চও ঠিক তেমনই ৷ আপনার এবং আপনার মিডিয়ারও হাল একই ৷ কোনও ব্যাপার নয় পরেরবার আরেকটু ভালো করে রিসার্চ করে নেবেন (Anurag Kashyap on Vivek Agnihotri) ৷"

বিবেক এর জবাবে সোজাসুজি 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির গবেষণার প্রসঙ্গ তুলে এনে লেখেন, "ভোলানাথ আজ প্রমাণ করেই দিন 'দ্য় কাশ্মীর ফাইলস' নিয়ে করা 4 বছরের গবেষণা সব মিথ্যা ৷ গিরিজা টিকু, বি কে গাঞ্জু, এয়ারফোর্স কিলিং সব মিথ্যা, 700 পণ্ডিতের ভিডিয়ো সব মিথ্যা ৷ হিন্দু তো কোনওদিন মরেইনি ৷" টুইটের এই বাকযুদ্ধে দু'ভাগে ভাগ হয়ে গিয়েছে সোশাল মিডিয়াও ৷ কেউ যেমন অনুরাগের পাশে দাঁড়িয়েছেন কেউ কেউ তেমনই সমর্থন জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রীকে ৷

  • Sir aapki galti nahin hai, aap ki filmon ki research bhi aisi hi hoti hai jaise aapki mere conversations pe tweet hai. Aapka aur aapki media ka bhi same haal hai. Koi nahin next time thoda serious research kar lena .. https://t.co/eEHPrUeH9u

    — Anurag Kashyap (@anuragkashyap72) December 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'হামি 2' এর সাফল্য নিয়ে কতটা টেনশনে শিবু নন্দিতা? খোঁজ নিল ইটিভি ভারত

কাজের ক্ষেত্রে বলতে গেলে বিবেক এখন ব্যস্ত 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর শুটিংয়ের কাজ নিয়ে ৷ আগামী বছর স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ অন্যদিকে অনুরাগের সাম্প্রতিক কাজ 'দোবারা' কিন্তু সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি ৷ অনুরাগ-তাপসী জুটির এই ছবি বক্স অফিসে সাফল্য় কুড়োতে ব্যর্থ হয়েছে একেবারেই ৷

মুম্বই, 15 নভেম্বর: এবার 'দ্য় কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন পরিচালক অনুরাগ কাশ্যপ ৷ বুধবার বিবেক টুইটারে অনুরাগের একটি ইন্টারভিউয়ের স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে লেখা রয়েছে, "কান্তারা এবং পুষ্পা-র মতো চলচ্চিত্রগুলি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে: অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap on Kantara And Pushpa)।" বিবেক স্পষ্টতই জানিয়েছেন তিনি এই বক্তব্য়ের সঙ্গে একেবারেই সহমত পোষণ করেন না ৷ আর তাতেই দু'জনের মধ্য়ে টুইট যুদ্ধ শুরু হয় (Twitter war Between Vivek Agnihotri Anurag Kashyap) ৷

একটু তির্যকভাবেই বিবেক লেখেন, "আমি বলিউডের এক ও একমাত্র মিলর্ডের মতামতের সঙ্গে একেবারেই একমত নই ৷ আপনি কি একমত ?" বিবেকের এই টুইটের জবাব দিতে গিয়ে তাঁকে আক্রমণ করতে ছাড়েননি অনুরাগও ৷ তিনিও তীর্যকভাবে এর উত্তরে লেখেন, "স্যার আপনার ভুল নয়, টুইটে আমার আপনার কথপোকথন যেমন আপনার ছবির রিসার্চও ঠিক তেমনই ৷ আপনার এবং আপনার মিডিয়ারও হাল একই ৷ কোনও ব্যাপার নয় পরেরবার আরেকটু ভালো করে রিসার্চ করে নেবেন (Anurag Kashyap on Vivek Agnihotri) ৷"

বিবেক এর জবাবে সোজাসুজি 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির গবেষণার প্রসঙ্গ তুলে এনে লেখেন, "ভোলানাথ আজ প্রমাণ করেই দিন 'দ্য় কাশ্মীর ফাইলস' নিয়ে করা 4 বছরের গবেষণা সব মিথ্যা ৷ গিরিজা টিকু, বি কে গাঞ্জু, এয়ারফোর্স কিলিং সব মিথ্যা, 700 পণ্ডিতের ভিডিয়ো সব মিথ্যা ৷ হিন্দু তো কোনওদিন মরেইনি ৷" টুইটের এই বাকযুদ্ধে দু'ভাগে ভাগ হয়ে গিয়েছে সোশাল মিডিয়াও ৷ কেউ যেমন অনুরাগের পাশে দাঁড়িয়েছেন কেউ কেউ তেমনই সমর্থন জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রীকে ৷

  • Sir aapki galti nahin hai, aap ki filmon ki research bhi aisi hi hoti hai jaise aapki mere conversations pe tweet hai. Aapka aur aapki media ka bhi same haal hai. Koi nahin next time thoda serious research kar lena .. https://t.co/eEHPrUeH9u

    — Anurag Kashyap (@anuragkashyap72) December 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'হামি 2' এর সাফল্য নিয়ে কতটা টেনশনে শিবু নন্দিতা? খোঁজ নিল ইটিভি ভারত

কাজের ক্ষেত্রে বলতে গেলে বিবেক এখন ব্যস্ত 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর শুটিংয়ের কাজ নিয়ে ৷ আগামী বছর স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ অন্যদিকে অনুরাগের সাম্প্রতিক কাজ 'দোবারা' কিন্তু সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি ৷ অনুরাগ-তাপসী জুটির এই ছবি বক্স অফিসে সাফল্য় কুড়োতে ব্যর্থ হয়েছে একেবারেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.