ETV Bharat / entertainment

TJMM Box Office Collection: 100 কোটির ক্লাবে রণবীর-শ্রদ্ধার টিজেএমএম - 100 কোটির ক্লাবে রণবীর শ্রদ্ধার টিজেএমএম

বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে 100 কোটির ক্লাবে ঢুকে পড়ল শ্রদ্ধা-রণবীরের নতুন রমকম ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কর' ৷ শুক্রবার এমনটাই জানালেন ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা (Tu Jhoothi Main Makkaar Crosses 100 Cr) ৷

TJMM Box Office Collection
122 কোটি আয় করে ফেলল শ্রদ্ধা রণবীরের নতুন ছবি তু ঝুঠি ম্যায় মক্কার
author img

By

Published : Mar 17, 2023, 5:34 PM IST

হায়দরাবাদ, 17 মার্চ: শ্রদ্ধা-রণবীরের নতুন রমকম ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কর' বেশ সাড়া ফেলেছে বক্স অফিসে ৷ তুখোড় কমেডি, জমাটি প্রেম, বিরহ সমস্তই রয়েছে এই ছবিতে ৷ একদিকে যেমন সমালোচকদের মন জয় করেছে এই এন্টারটেইনার, তেমনই সাধারণ দর্শকরাও যথেষ্ট পছন্দ করছেন রণবীরের এই অবতার ৷ বিশ্বব্যাপী আয়ের নিরিখে ইতিমধ্য়েই 100 কোটির ক্লাবেও ঢুকে পড়েছে এই ছবি (Tu Jhoothi Main Makkaar Crosses 100 Cr) ৷

2013 সালে শেষবার 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে কাজ করেছিলেন রণবীর ৷ এই রমকম ছবিটিও ছিল সুপারহিট ৷ কিন্তু তারপর পুরোপুরি অন্য ধারায় কাজ শুরু করেন অভিনেতা ৷ লভ রঞ্জনের এই ছবির হাত ধরে দীর্ঘদিন বাদে আবার এই ধারায় কামব্যাক করলেন অভিনেতা ৷ আর তাতেই বাজিমাত ৷ তাঁর সাবলীল অভিনয় মন কাড়ল দর্শকদের ৷ এই ছবির আয়ের হিসাব দিয়েছেন ট্রেড অ্য়ানালিস্ট রমেশ বালা ৷ টুইট করে শুক্রবার একথা জানিয়েছেন তিনি ৷

তিনি টুইটে লেখেন, 'বিশ্বব্যাপী আয়ের নিরিখে প্রথম সপ্তাহ পার করে এখনও পর্যন্ত 122 কোটি টাকা আয় করেছে তু ঝুঠি ম্যায় মক্কর ৷ ভারত এবং বিশ্বে মুক্তির পর থেকেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে এই ছবি ৷ এবার অপেক্ষা দ্বিতীয় সপ্তাহান্তের ৷' এই ছবি যে বক্স অফিসে ভালো আয় করতে চলেছে তা অনুমান করেছিলেন অনেক সমালোচকই ৷

রণবীর এবং শ্রদ্ধার পাশাপাশি অনুভব সিংহ বাসির অভিনয়ও সকলের নজর কেড়েছে ৷ কমেডিয়ান থেকে অভিনেতা হয়েও বেশ ভালোই মন কাড়লেন অনুভব ৷ অন্যদিকে অবশ্য়ই প্রশংসা করতে হবে শ্রদ্ধার ৷ শ্রদ্ধা কাপুর প্রায় চার বছর পর ফিরলেন অভিনয়ে ৷ দীর্ঘ বিরতির পর কামব্যাক কখনওই সহজ হয় না ৷ কিন্তু শ্রদ্ধা খুব সহজেই তাঁর কমিক টাইমিং, সাবলীল অভিনয় দিয়ে মন কেড়েছেন সকলের ৷ পরিচালক লভ রঞ্জনও বেশ কিছু বিতর্কের পর ফিরলেন বিনোদনের দুনিয়ায় ৷ তাঁরও প্রশংসা করতেই হবে এই ছবি দেখার পর ৷

আরও পড়ুন: সুপার সিঙ্গারের মঞ্চে আসছেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি

হায়দরাবাদ, 17 মার্চ: শ্রদ্ধা-রণবীরের নতুন রমকম ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কর' বেশ সাড়া ফেলেছে বক্স অফিসে ৷ তুখোড় কমেডি, জমাটি প্রেম, বিরহ সমস্তই রয়েছে এই ছবিতে ৷ একদিকে যেমন সমালোচকদের মন জয় করেছে এই এন্টারটেইনার, তেমনই সাধারণ দর্শকরাও যথেষ্ট পছন্দ করছেন রণবীরের এই অবতার ৷ বিশ্বব্যাপী আয়ের নিরিখে ইতিমধ্য়েই 100 কোটির ক্লাবেও ঢুকে পড়েছে এই ছবি (Tu Jhoothi Main Makkaar Crosses 100 Cr) ৷

2013 সালে শেষবার 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে কাজ করেছিলেন রণবীর ৷ এই রমকম ছবিটিও ছিল সুপারহিট ৷ কিন্তু তারপর পুরোপুরি অন্য ধারায় কাজ শুরু করেন অভিনেতা ৷ লভ রঞ্জনের এই ছবির হাত ধরে দীর্ঘদিন বাদে আবার এই ধারায় কামব্যাক করলেন অভিনেতা ৷ আর তাতেই বাজিমাত ৷ তাঁর সাবলীল অভিনয় মন কাড়ল দর্শকদের ৷ এই ছবির আয়ের হিসাব দিয়েছেন ট্রেড অ্য়ানালিস্ট রমেশ বালা ৷ টুইট করে শুক্রবার একথা জানিয়েছেন তিনি ৷

তিনি টুইটে লেখেন, 'বিশ্বব্যাপী আয়ের নিরিখে প্রথম সপ্তাহ পার করে এখনও পর্যন্ত 122 কোটি টাকা আয় করেছে তু ঝুঠি ম্যায় মক্কর ৷ ভারত এবং বিশ্বে মুক্তির পর থেকেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে এই ছবি ৷ এবার অপেক্ষা দ্বিতীয় সপ্তাহান্তের ৷' এই ছবি যে বক্স অফিসে ভালো আয় করতে চলেছে তা অনুমান করেছিলেন অনেক সমালোচকই ৷

রণবীর এবং শ্রদ্ধার পাশাপাশি অনুভব সিংহ বাসির অভিনয়ও সকলের নজর কেড়েছে ৷ কমেডিয়ান থেকে অভিনেতা হয়েও বেশ ভালোই মন কাড়লেন অনুভব ৷ অন্যদিকে অবশ্য়ই প্রশংসা করতে হবে শ্রদ্ধার ৷ শ্রদ্ধা কাপুর প্রায় চার বছর পর ফিরলেন অভিনয়ে ৷ দীর্ঘ বিরতির পর কামব্যাক কখনওই সহজ হয় না ৷ কিন্তু শ্রদ্ধা খুব সহজেই তাঁর কমিক টাইমিং, সাবলীল অভিনয় দিয়ে মন কেড়েছেন সকলের ৷ পরিচালক লভ রঞ্জনও বেশ কিছু বিতর্কের পর ফিরলেন বিনোদনের দুনিয়ায় ৷ তাঁরও প্রশংসা করতেই হবে এই ছবি দেখার পর ৷

আরও পড়ুন: সুপার সিঙ্গারের মঞ্চে আসছেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.