ETV Bharat / entertainment

TJMM Crosses 100 cr Mark: 100 কোটির ক্লাবে রণবীর-শ্রদ্ধার 'তু ঝুঠি ম্যায় মক্কার'

মুক্তির পর থেকেই জেন ওয়াইকে মুগ্ধ করেছে রণবীর-শ্রদ্ধার 'তু ঝুঠি ম্যায় মক্কার' ৷ প্রেম-বিরহ-আনন্দ সবকিছুর সুইট ককটেল প্রবেশ করল 100 কোটি ক্লাবে (TJMM cross the Rs 100 crore mark) ৷

Etv Bharat
11 দিনেই 100 কোটির 'তু ঝুটি ম্যায় মক্কর'
author img

By

Published : Mar 19, 2023, 5:15 PM IST

হায়দরাবাদ, 19 মার্চ: ব্রহ্মাস্ত্র'র পর একশো কোটির ক্লাবে রণবীর কাপুরের আরও এক ছবি ৷ মাত্র 11 দিনে এলিট ক্লাবে প্রবেশ করল 'তু ঝুঠি ম্যায় মক্কার' (Tu Jhoothi Main Makkaar) ৷ রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর (Ranbir Kapoor and Shraddha Kapoor) অভিনীত রমকম এই ছবি বক্সঅফিসে ছিল 'স্লো বাট স্টেডি' ৷ লভ রঞ্জনের 'টিজেএমএম'-এ রণবীর ও শ্রদ্ধার কেমিষ্ট্রি মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের ৷

রবিবার ফিল্ম বিশেষজ্ঞ যোগিন্দর তুতেজা টুইটারে 'টিজেএমএম'-এর সাফল্যের কথা জানান ৷ টুইটারে তিনি লিখেছেন, 'তু ঝুঠি ম্যায় মক্কার' 11 দিনে 100 কোটির ক্লাবে প্রবেশ করেছে (TJMM cross the Rs 100 crore mark)। আশ্চর্যজনকভাবে, এটা রণবীর-শ্রদ্ধা দু'জনেরই কেরিয়ারের ষষ্ঠ ছবি, যা একশো কোটির ক্লাবে প্রবেশ করল। ছবির এই সাফল্যে খুশি গোটা টিম ৷

8-ই মার্চ মুক্তি পেয়েছিল 'তু ঝুঠি ম্যায় মক্কার' ৷ প্রথমদিন থেকেই এই ছবি আকৃষ্ট করেছিল ছবিপ্রেমীদের ৷ ফলে সপ্তাহ ঘুরতেই ছবির ঝুলিতে চলে আসে 92.55 কোটি টাকা ৷ দ্বিতীয় সপ্তাহেই সেই অংক পার করে ফেলে 100 কোটির গণ্ডি ৷ তবে শুধুমাত্র ছবির চিত্রনাট্য, গান বা অভিনয়-কে এই ছবির সাফল্যের 'ক্রেডিট' দেওয়া যায় না ৷ কারণ 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির প্রমোশনও ছিল বেশ চমকপ্রদ ৷ 'স্ট্র্যাটেজি' মেনেই ছবির অভিনেতা-অভিনেত্রী তথা রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর-কে কখনোই দর্শকদের সামনে একসঙ্গে আনা হয়নি ৷ ফলে প্রেক্ষাগৃহে গিয়েই দর্শকদের দেখতে হয়েছে 'রোহন-নিশা'র অনস্ক্রিন কেমিষ্ট্রি ৷

আরও পড়ুন: কেমন হল শ্রদ্ধা-রণবীরের 'তু ঝুঠি ম্যায় মক্কার' ?

উল্লেখ্য, লভ রঞ্জনের এই ছবিতে রণবীর-শ্রদ্ধা ছাড়াও দেখা গিয়েছে ডিম্পল কপাডিয়া, বনি কাপুর, অনুভব সিং বাসিকে। কার্তিক আরিয়ান-কেও ছবিতে দেখা গিয়েছে ক্য়ামিও চরিত্রে ৷ প্রসঙ্গত, রণবীরের শেষ রিলিজ 'ব্রহ্মাস্ত্র' বক্স অফিসে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে ৷ এই ছবির আয় ছিল প্রায় 257 কোটি টাকা। এটাই রণবীরের ফিল্মি কেরিয়ারের সবচেয়ে হিট ছবি। আগামীতে রণবীরকে দেখা যাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র 'অ্যানিম্যাল' ছবিতে।

হায়দরাবাদ, 19 মার্চ: ব্রহ্মাস্ত্র'র পর একশো কোটির ক্লাবে রণবীর কাপুরের আরও এক ছবি ৷ মাত্র 11 দিনে এলিট ক্লাবে প্রবেশ করল 'তু ঝুঠি ম্যায় মক্কার' (Tu Jhoothi Main Makkaar) ৷ রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর (Ranbir Kapoor and Shraddha Kapoor) অভিনীত রমকম এই ছবি বক্সঅফিসে ছিল 'স্লো বাট স্টেডি' ৷ লভ রঞ্জনের 'টিজেএমএম'-এ রণবীর ও শ্রদ্ধার কেমিষ্ট্রি মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের ৷

রবিবার ফিল্ম বিশেষজ্ঞ যোগিন্দর তুতেজা টুইটারে 'টিজেএমএম'-এর সাফল্যের কথা জানান ৷ টুইটারে তিনি লিখেছেন, 'তু ঝুঠি ম্যায় মক্কার' 11 দিনে 100 কোটির ক্লাবে প্রবেশ করেছে (TJMM cross the Rs 100 crore mark)। আশ্চর্যজনকভাবে, এটা রণবীর-শ্রদ্ধা দু'জনেরই কেরিয়ারের ষষ্ঠ ছবি, যা একশো কোটির ক্লাবে প্রবেশ করল। ছবির এই সাফল্যে খুশি গোটা টিম ৷

8-ই মার্চ মুক্তি পেয়েছিল 'তু ঝুঠি ম্যায় মক্কার' ৷ প্রথমদিন থেকেই এই ছবি আকৃষ্ট করেছিল ছবিপ্রেমীদের ৷ ফলে সপ্তাহ ঘুরতেই ছবির ঝুলিতে চলে আসে 92.55 কোটি টাকা ৷ দ্বিতীয় সপ্তাহেই সেই অংক পার করে ফেলে 100 কোটির গণ্ডি ৷ তবে শুধুমাত্র ছবির চিত্রনাট্য, গান বা অভিনয়-কে এই ছবির সাফল্যের 'ক্রেডিট' দেওয়া যায় না ৷ কারণ 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির প্রমোশনও ছিল বেশ চমকপ্রদ ৷ 'স্ট্র্যাটেজি' মেনেই ছবির অভিনেতা-অভিনেত্রী তথা রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর-কে কখনোই দর্শকদের সামনে একসঙ্গে আনা হয়নি ৷ ফলে প্রেক্ষাগৃহে গিয়েই দর্শকদের দেখতে হয়েছে 'রোহন-নিশা'র অনস্ক্রিন কেমিষ্ট্রি ৷

আরও পড়ুন: কেমন হল শ্রদ্ধা-রণবীরের 'তু ঝুঠি ম্যায় মক্কার' ?

উল্লেখ্য, লভ রঞ্জনের এই ছবিতে রণবীর-শ্রদ্ধা ছাড়াও দেখা গিয়েছে ডিম্পল কপাডিয়া, বনি কাপুর, অনুভব সিং বাসিকে। কার্তিক আরিয়ান-কেও ছবিতে দেখা গিয়েছে ক্য়ামিও চরিত্রে ৷ প্রসঙ্গত, রণবীরের শেষ রিলিজ 'ব্রহ্মাস্ত্র' বক্স অফিসে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে ৷ এই ছবির আয় ছিল প্রায় 257 কোটি টাকা। এটাই রণবীরের ফিল্মি কেরিয়ারের সবচেয়ে হিট ছবি। আগামীতে রণবীরকে দেখা যাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র 'অ্যানিম্যাল' ছবিতে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.