ETV Bharat / entertainment

বিমান বিভ্রাটে নষ্ট পাঁচ ঘণ্টা! স্পাইসজেটের পরিষেবায় ক্ষোভ উগরে দিলেন 'খড়কুটো' অভিনেত্রী - SpiceJet Controversy

SpiceJet Controversy: স্পাইসজেট পরিষেবা নিয়ে চরম অসন্তুষ্ট টলিউড অভিনেত্রী তৃণা সাহা ৷ বিমানবন্দরে অপেক্ষা করতে হল 5 ঘণ্টা ৷ সোশাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ ৷

Etv Bharat
অভিনেত্রী তৃণা সাহা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 10:48 AM IST

Updated : Jan 13, 2024, 2:10 PM IST

হায়দরবাদ, 13 জানুয়ারি: শুটিংয়ের জন্য শহর ছাড়ছিলেন ৷ কিন্তু সঠিক সময়ে পৌঁছতে পারলেন না গন্তব্যে ৷ স্পাইসজেট বিমানের পরিষেবা নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণা সাহা ৷ এমনকী স্পাইসজেট এয়ারলাইনসকে পরিষেবা বন্ধ করার আর্জি 'খড়কুটো' অভিনেত্রীর ৷

নিজের ইনস্টা হ্যান্ডেলে অভিনেত্রী একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ পোস্টে লিখেছেন, "এই ভিডিয়োটা ছোট্ট একটা ঝলক ৷ কোনও নোটিশ, কোনও ঘোষণা ছাড়াই বিমানবন্দরে পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হল ৷ কী কারণে এত দেরি তার কোনও সদুত্তর পাওয়া গেল না ৷ শুধু তাই নয়, কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া তো দূরের কথা, ক্ষতিপূরণের কোনও আশ্বাসও মেলেনি ৷ এমনই স্পাইসজেটের অবস্থা ৷"

সঙ্গে স্পাইসজেট ম্যানেজমেন্ট ও সংস্থার কর্মী শুভজিৎ রায়ের জঘন্য ব্যবহারের জঘন্য ব্যবহারের বিষয়টিও উল্লেখ করেন তিনি ৷ আমাদের মতো অপেক্ষারত যাত্রীদের একটা জলের বোতল পর্যন্ত দেওয়া হয়নি ৷ আমাদের মতো মানুষরা যাঁরা থাইল্যান্ডে কাজের জন্য যাচ্ছিলেন তাঁদের সময় ও এনার্জি দু'টোই নষ্ট হয়েছে ৷ তাঁদের অ্যাটিটিউড ও অ্যারোগেন্স চরমে ৷ এমনকী এই হয়রানির জন্য নিজেদের দোষও স্বীকার করেনি স্পাইসজেটের কর্মীরা ৷ শুধু তাই নয়, যিনি সিনিয়র তিনি শান্তিতে ঘুমোচ্ছেন এবং যাত্রীদের এই পরিস্থিতি নিয়ে এতটুকু মাথাব্যাথা ছিল না তাঁর ৷ দয়া করে জানাবেন এর সমাধান কী ৷"

তবে স্পাইসজেট বিমানের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ প্রথমবার নয় ৷ রেডিয়োর অন্যতম চর্চিত মুখ ইন্দ্রজিৎ লাহিড়ীও অভিনেত্রীর পোস্টে নিজের একই অভিজ্ঞতা কথা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "তুমি ভাগ্যবান যে তোমাকে মাত্র 5 ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ৷ আমি যখন বাগডোগরা যাচ্ছিলাম তখন আমাকে 11 ঘণ্টা বিমান বন্দরে অপেক্ষা করতে হয়েছিল৷"

উল্লেখ্য, স্পাইসজেটের পাশাপাশি ইন্ডিগোর পরিষেবা নিয়েও সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কমেডিয়ান কপিল শর্মা ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ কপিল শর্মা বেশ কয়েকটি ভিডিয়ো করে এক্স (টুইট) বার্তায় বলেন, "ডিয়ার ইন্ডিগো, প্রথমে তোমরা বাসের মধ্যে 50 মিনিট আমাদের অপেক্ষা করালে ৷ এখন আপনাদের টিম বলছে, বিমান চালক (পাইলট) ট্রাফিক জ্যামে আটকে রয়েছে, কী ! সত্যি? আমাদের রাত 8টায় টেক-অফ করার কথা ছিল ৷ কিন্তু এখন ঘড়িতে রাত 9টা 20 মিনিট ৷ এখন পর্যন্ত ককপিটে কোনও পাইলট আসেননি ৷ আপনার কি মনে হয় এই 180 জন যাত্রী আবার ইন্ডিগো পরিষেবা নিতে চাইবে? কখনও না ৷"

আরও পড়ুন

1. 45 মিনিট অপেক্ষা করেও আসেনি বাস, বিমান থেকে নেমে হাঁটা লাগালেন যাত্রীরা

2. কম খরচের স্পাইসজেট বিমানেই সবচেয়ে বেশি দুর্ঘটনা, সতর্কবাণী শোনাল মন্ত্রক

3. ইন্ডিগোর পরিষেবায় চটলেন কপিল শর্মা-বিবেক অগ্নিহোত্রী, সোশাল মিডিয়া উগরে দিলেন ক্ষোভ

হায়দরবাদ, 13 জানুয়ারি: শুটিংয়ের জন্য শহর ছাড়ছিলেন ৷ কিন্তু সঠিক সময়ে পৌঁছতে পারলেন না গন্তব্যে ৷ স্পাইসজেট বিমানের পরিষেবা নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণা সাহা ৷ এমনকী স্পাইসজেট এয়ারলাইনসকে পরিষেবা বন্ধ করার আর্জি 'খড়কুটো' অভিনেত্রীর ৷

নিজের ইনস্টা হ্যান্ডেলে অভিনেত্রী একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ পোস্টে লিখেছেন, "এই ভিডিয়োটা ছোট্ট একটা ঝলক ৷ কোনও নোটিশ, কোনও ঘোষণা ছাড়াই বিমানবন্দরে পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হল ৷ কী কারণে এত দেরি তার কোনও সদুত্তর পাওয়া গেল না ৷ শুধু তাই নয়, কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া তো দূরের কথা, ক্ষতিপূরণের কোনও আশ্বাসও মেলেনি ৷ এমনই স্পাইসজেটের অবস্থা ৷"

সঙ্গে স্পাইসজেট ম্যানেজমেন্ট ও সংস্থার কর্মী শুভজিৎ রায়ের জঘন্য ব্যবহারের জঘন্য ব্যবহারের বিষয়টিও উল্লেখ করেন তিনি ৷ আমাদের মতো অপেক্ষারত যাত্রীদের একটা জলের বোতল পর্যন্ত দেওয়া হয়নি ৷ আমাদের মতো মানুষরা যাঁরা থাইল্যান্ডে কাজের জন্য যাচ্ছিলেন তাঁদের সময় ও এনার্জি দু'টোই নষ্ট হয়েছে ৷ তাঁদের অ্যাটিটিউড ও অ্যারোগেন্স চরমে ৷ এমনকী এই হয়রানির জন্য নিজেদের দোষও স্বীকার করেনি স্পাইসজেটের কর্মীরা ৷ শুধু তাই নয়, যিনি সিনিয়র তিনি শান্তিতে ঘুমোচ্ছেন এবং যাত্রীদের এই পরিস্থিতি নিয়ে এতটুকু মাথাব্যাথা ছিল না তাঁর ৷ দয়া করে জানাবেন এর সমাধান কী ৷"

তবে স্পাইসজেট বিমানের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ প্রথমবার নয় ৷ রেডিয়োর অন্যতম চর্চিত মুখ ইন্দ্রজিৎ লাহিড়ীও অভিনেত্রীর পোস্টে নিজের একই অভিজ্ঞতা কথা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "তুমি ভাগ্যবান যে তোমাকে মাত্র 5 ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ৷ আমি যখন বাগডোগরা যাচ্ছিলাম তখন আমাকে 11 ঘণ্টা বিমান বন্দরে অপেক্ষা করতে হয়েছিল৷"

উল্লেখ্য, স্পাইসজেটের পাশাপাশি ইন্ডিগোর পরিষেবা নিয়েও সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কমেডিয়ান কপিল শর্মা ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ কপিল শর্মা বেশ কয়েকটি ভিডিয়ো করে এক্স (টুইট) বার্তায় বলেন, "ডিয়ার ইন্ডিগো, প্রথমে তোমরা বাসের মধ্যে 50 মিনিট আমাদের অপেক্ষা করালে ৷ এখন আপনাদের টিম বলছে, বিমান চালক (পাইলট) ট্রাফিক জ্যামে আটকে রয়েছে, কী ! সত্যি? আমাদের রাত 8টায় টেক-অফ করার কথা ছিল ৷ কিন্তু এখন ঘড়িতে রাত 9টা 20 মিনিট ৷ এখন পর্যন্ত ককপিটে কোনও পাইলট আসেননি ৷ আপনার কি মনে হয় এই 180 জন যাত্রী আবার ইন্ডিগো পরিষেবা নিতে চাইবে? কখনও না ৷"

আরও পড়ুন

1. 45 মিনিট অপেক্ষা করেও আসেনি বাস, বিমান থেকে নেমে হাঁটা লাগালেন যাত্রীরা

2. কম খরচের স্পাইসজেট বিমানেই সবচেয়ে বেশি দুর্ঘটনা, সতর্কবাণী শোনাল মন্ত্রক

3. ইন্ডিগোর পরিষেবায় চটলেন কপিল শর্মা-বিবেক অগ্নিহোত্রী, সোশাল মিডিয়া উগরে দিলেন ক্ষোভ

Last Updated : Jan 13, 2024, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.