ETV Bharat / entertainment

Trailer of Prapti: গড়পড়তা প্রেম নয় বরং নানা আবেগে রঙিন, এসে গেল 'প্রাপ্তি'র ট্রেলার

author img

By

Published : May 24, 2022, 10:27 AM IST

বুদ্ধদেব গুহর লেখা বিখ্যাত ছোটগল্প 'প্রাপ্তি'কে সেলুলয়েডে বন্দি করেছেন পরিচালক অনুরাগ পতি । 104 মিনিটের এই ছবিটি দেখানো হয়েছিল '27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এও । সম্প্রতি হাজির হল এই ছবির ট্রেলার (Anurag Pati New Film Prapti) ।

New Film Prapti
এসে গেল সমদর্শীর নতুন ছবি 'প্রাপ্তি'র ট্রেলার

কলকাতা, 24 মে: বুদ্ধদেব গুহর লেখা ছোটগল্প 'প্রাপ্তি'কে সিনেমায় বন্দি করেছেন পরিচালক অনুরাগ পতি (Anurag Pati New Film Prapti)। এর আগে ছবিটি দেখনো হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবেও ৷ সমালোচকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল এই ছবি ৷ এবার হাজির হল এই ছবির ট্রেলার ৷

New Film Prapti
বুদ্ধদেব গুহর লেখা বিখ্যাত ছোটগল্প 'প্রাপ্তি'কে সেলুলয়েডে বন্দি করেছেন পরিচালক অনুরাগ পতি

গল্পের কেন্দ্রে রয়েছে সোমা, সুনন্দ এবং বেদে । বেদে হল সোমার পূর্বরাগ । আর সুনন্দ সোমার স্বামী । সুনন্দ কর্মসূত্রে থাকে বিহারের পালামৌতে । আর সোমা বিহারেই থাকে তার পরিবারের সঙ্গে । সোমা তার বেদেদার চিঠির জন্য অপেক্ষা করে প্রতিদিন, প্রতিক্ষণ । অপেক্ষার অবসান হয় কিছুদিনের মধ্যেই । দেখা হয় দু'জনের । এক লহমায় দুজনেরই মনে উঁকি দেয় ফেলে আসা দিন । নস্টালজিয়ায় নিমজ্জিত হয় দু'জনে । তারপর কী হয়, গল্পটা যাঁরা জানেন তাঁদের নতুন করে বলার প্রয়োজন নেই । আর যাঁরা জানেন না, তাঁদেরকে ছবিটা দেখতে হবে ।

New Film Prapti
ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, সমদর্শী দত্ত, প্রত্যুষা রুসলিন, অনন্যা পাল ভট্টাচার্য, মনীশ প্রমুখ

সাহিত্য নির্ভর সিনেমা অবশ্য় কম হয়নি বাংলায় । 'পথের পাঁচালী' থেকে শুরু করে 'বিষবৃক্ষ', 'চোখের বালি', 'দেবদাস', 'মেজদিদি', 'বাড়ি থেকে পালিয়ে', 'পলাতক' কিংবা 'জলসাঘর' এমনকী ফেলুদা, শবর, মিতিন মাসি, একেন বাবু, ব্যোমকেশরাও পর্দায় উঠে এসেছে বইয়ের পাতা থেকেই ৷ পরিচালক প্রভাত রায়ের মত অনেকে তো আজও পরিচিত সফল সাহিত্য নির্ভর ছবি তৈরির জন্য় ৷ একইপথে হেঁটে নানা মাইলস্টোন ছবি উপহার দিয়েছেন সত্যজিৎ রায়, ঋত্ত্বিক ঘটক, মৃণাল সেন, তরুণ মজুমদাররাও ৷ সেই তালিকাতেই এবার যোগ হল আরেকটি নাম, 'প্রাপ্তি' ৷ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, সমদর্শী দত্ত, প্রত্যুষা রুসলিন, অনন্যা পাল ভট্টাচার্য, মণীশ প্রমুখ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই ছবিটি দেখিয়ে দেওয়া হয়েছে। এই উৎসবে 'প্রাপ্তি'র সম্মান প্রাপ্তি হয়েছে ' হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর দ্য স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজস' বিভাগে । পাশাপাশি 'ইমাজিন ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, মাদ্রিদ স্পেন'-এও অফিসিয়াল সিলেকশন পেয়েছে এই ছবি ।

New Film Prapti
104 মিনিটের এই ছবিটি দেখানো হয়েছিল '27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এও

আরও পড়ুন : প্রবীণ অঞ্জন-মমতার কেমিস্ট্রি এবার পর্দায়, সামনে এল 'ফার্স্ট লুক'

ছবির সিনেমাটোগ্রাফিতে সৌরভ বন্দ্যোপাধ্যায় । সম্পাদনায় পবিত্র জানা । সঙ্গীত পরিচালনায় শ্রাবণ ভট্টাচার্য । গান গেয়েছেন রেখা ভরদ্বাজ, অমৃতা সিং। গান লিখেছেন ঋতম সেন। 'প্রান্তিকা প্রোডাকশন্স'-এর ব্যানারে 10 জুন মুক্তি পাবে ছবিটি।

কলকাতা, 24 মে: বুদ্ধদেব গুহর লেখা ছোটগল্প 'প্রাপ্তি'কে সিনেমায় বন্দি করেছেন পরিচালক অনুরাগ পতি (Anurag Pati New Film Prapti)। এর আগে ছবিটি দেখনো হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবেও ৷ সমালোচকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল এই ছবি ৷ এবার হাজির হল এই ছবির ট্রেলার ৷

New Film Prapti
বুদ্ধদেব গুহর লেখা বিখ্যাত ছোটগল্প 'প্রাপ্তি'কে সেলুলয়েডে বন্দি করেছেন পরিচালক অনুরাগ পতি

গল্পের কেন্দ্রে রয়েছে সোমা, সুনন্দ এবং বেদে । বেদে হল সোমার পূর্বরাগ । আর সুনন্দ সোমার স্বামী । সুনন্দ কর্মসূত্রে থাকে বিহারের পালামৌতে । আর সোমা বিহারেই থাকে তার পরিবারের সঙ্গে । সোমা তার বেদেদার চিঠির জন্য অপেক্ষা করে প্রতিদিন, প্রতিক্ষণ । অপেক্ষার অবসান হয় কিছুদিনের মধ্যেই । দেখা হয় দু'জনের । এক লহমায় দুজনেরই মনে উঁকি দেয় ফেলে আসা দিন । নস্টালজিয়ায় নিমজ্জিত হয় দু'জনে । তারপর কী হয়, গল্পটা যাঁরা জানেন তাঁদের নতুন করে বলার প্রয়োজন নেই । আর যাঁরা জানেন না, তাঁদেরকে ছবিটা দেখতে হবে ।

New Film Prapti
ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, সমদর্শী দত্ত, প্রত্যুষা রুসলিন, অনন্যা পাল ভট্টাচার্য, মনীশ প্রমুখ

সাহিত্য নির্ভর সিনেমা অবশ্য় কম হয়নি বাংলায় । 'পথের পাঁচালী' থেকে শুরু করে 'বিষবৃক্ষ', 'চোখের বালি', 'দেবদাস', 'মেজদিদি', 'বাড়ি থেকে পালিয়ে', 'পলাতক' কিংবা 'জলসাঘর' এমনকী ফেলুদা, শবর, মিতিন মাসি, একেন বাবু, ব্যোমকেশরাও পর্দায় উঠে এসেছে বইয়ের পাতা থেকেই ৷ পরিচালক প্রভাত রায়ের মত অনেকে তো আজও পরিচিত সফল সাহিত্য নির্ভর ছবি তৈরির জন্য় ৷ একইপথে হেঁটে নানা মাইলস্টোন ছবি উপহার দিয়েছেন সত্যজিৎ রায়, ঋত্ত্বিক ঘটক, মৃণাল সেন, তরুণ মজুমদাররাও ৷ সেই তালিকাতেই এবার যোগ হল আরেকটি নাম, 'প্রাপ্তি' ৷ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, সমদর্শী দত্ত, প্রত্যুষা রুসলিন, অনন্যা পাল ভট্টাচার্য, মণীশ প্রমুখ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই ছবিটি দেখিয়ে দেওয়া হয়েছে। এই উৎসবে 'প্রাপ্তি'র সম্মান প্রাপ্তি হয়েছে ' হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর দ্য স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজস' বিভাগে । পাশাপাশি 'ইমাজিন ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, মাদ্রিদ স্পেন'-এও অফিসিয়াল সিলেকশন পেয়েছে এই ছবি ।

New Film Prapti
104 মিনিটের এই ছবিটি দেখানো হয়েছিল '27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এও

আরও পড়ুন : প্রবীণ অঞ্জন-মমতার কেমিস্ট্রি এবার পর্দায়, সামনে এল 'ফার্স্ট লুক'

ছবির সিনেমাটোগ্রাফিতে সৌরভ বন্দ্যোপাধ্যায় । সম্পাদনায় পবিত্র জানা । সঙ্গীত পরিচালনায় শ্রাবণ ভট্টাচার্য । গান গেয়েছেন রেখা ভরদ্বাজ, অমৃতা সিং। গান লিখেছেন ঋতম সেন। 'প্রান্তিকা প্রোডাকশন্স'-এর ব্যানারে 10 জুন মুক্তি পাবে ছবিটি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.