মুম্বই, 9 ফেব্রুয়ারি: মুক্তি পেল 'ম্যায় রাজ কাপুর হো গ্যায়া' ছবির ট্রেলার ৷ 17 ফেব্রুয়ারি পর্দায় আসতে চলেছে ছবিটি ৷ পরিচালক তথা অভিনেতা মানব সোহালের পরিচালনায় পর্দায় আসতে চলেছে রাজ কাপুরের এক অনুরাগীর কাহিনি ৷ সত্য ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য ৷ অনেককেই বাংলা ছবির চ্য়াপলিন-এর কথা মনে করিয়ে দিতে পারে 'ম্যায় রাজ কাপুর হো গ্যায়া' ছবিটি ৷ অন্তত ট্রেলারে তেমনটাই আভাস মিলেছে (Manav Sohal New Film Main Raj Kapoor Ho Gaya)৷
ইতিমধ্যেই যথেষ্ট চর্চার কারণ হয়ে উঠেছে এই ছবিটি ৷ ছবির ট্যাগলাইনের বাংলা তর্জমা অনেকটা এরকম- 'সাধারণ মানুষের এক অসাধারণ ভালোবাসার গল্প ৷' ছবিতে দেখা যাবে রাজ কাপুরের এক অনুরাগীকে ৷ যিনি প্রাণ দিয়ে ভালোবাসেন অভিনেতাকে ৷ আর জীবনও কাটান অভিনেতার প্রতিচ্ছবি হয়েই ৷ এরপর তার জীবনে কীভাবে এগিয়ে চলে ঘটনাপ্রবাহ তা নিয়েই গড়ে উঠেছে গল্প (New Film Main Raj Kapoor Ho Gaya is Coming Soon) ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ছবিতে অভিনয় করেছেন মানব সোহাল নিজেই ৷ তাঁকেই দেখা গিয়েছে প্রধান চরিত্রে ৷ 2 মিনিট 42 সেকেন্ডের ট্রেলারে রয়েছে রোমাঞ্চ প্রেম সবই ৷ ফ্যানেদের নিয়ে সিনেমা প্রথম নয় অবশ্য়ই ৷ এর আগে এসআরকে নিজেই বানিয়েছেন 'ফ্যান' ছবিটি ৷ প্রসেনজিৎ অভিনয় করেছেন কিশোর কুমার জুনিয়র চরিত্রে ৷ ছবির গল্প লিখেছেন মানব সোহাল ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অর্পিত গর্গ, মুকেশ শর্মা এবং মানব সোহাল ৷ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন বিদ্য়ুৎ গোস্বামী ৷ এখন অপেক্ষা 17 ফেব্রুয়ারির, গল্প কেমন জমে সেটাই দেখার ৷
ভারতীয় সিনেমায় রাজ কাপুর এক বিরাট নাম। বলা যায় তাঁর হাত ধরে নতুন দিশা পেয়েছিল ভারতীয় সিনেমা। একাধিক কালজয়ী ছবির জন্য তাঁকে মনে রেখেছেন দর্শকরা। তাঁর দর্শন অনেকের থেকেই আলাদা। তাঁর হাত ধরে নতুন ভাষা খুঁজে পেয়েছে ভারতীয় সিনেমা। অসামন্য সমস্ত কাজ আজও তাঁকে সমান জনপ্রিয় করে রেখেছে সিনে দুনিয়ায়। সিনেমার মতোই তাঁর ব্যক্তি জীবনেও ছিল রঙের ছটা। এবার পর্দায় উঠে আসবে সেই কাহিনীই ।
আরও পড়ুন: আসছে নতুন সিরিজ 'ডাকঘর', রইল সব খবর