ETV Bharat / entertainment

Liger At Box Office প্রথমদিনেই ভিড় টানতে ব্যর্থ লাইগার, কী কারণ জানালেন বিশেষজ্ঞরা - প্রথমদিনেই ভিড় টানতে ব্যর্থ লাইগার

বিজয় অনন্যা জুটির লাইগার বৃহস্পতিবার পর্দায় মুক্তি পেয়েছে ৷ তবে প্রথমদিনে ভিড় টানতে ব্যর্থ হল এই ছবি (poor opening of Liger )৷ লাইগার ছবির ব্যর্থতার পিছনে গল্পের বিষয় বস্তুই দায়ী বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্ট করণ তৌরানি (Liger opening day business )৷

Liger At Box Office
লাইগারের ব্যর্থতার কারণ জানালেন বিশেষজ্ঞরা
author img

By

Published : Aug 26, 2022, 1:50 PM IST

হায়দরাবাদ, 26 অগস্ট: বিজয় দেবেরাকোণ্ডা এবং অনন্যা পাণ্ডের জুটির বহু প্রতিক্ষীত ছবি 'লাইগার' বৃহস্পতিবার পর্দায় মুক্তি পেয়েছে ৷ তবে এই ছবির প্রথম দিনের আয় তেমন ভাল হলনা ৷ অন্তত প্রথম দিনের হিসাব বলছে 'লাইগার' দর্শকদের আকর্ষণ করতে পারেনি ৷ ইলারা ক্যাপিটালের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক করণ তৌরানির মত এমনটাই(Trade expert decodes poor opening of Liger) ৷

করণ বলেন, "আমরা আগে অনুমান করেছিলাম দক্ষিণে 30-35 কোটি দিয়ে এই ছবি যাত্রা শুরু করতে পারবে ৷ কিন্তু তেলুগু বাজারে ছবিটির প্রতিক্রিয়া তেমন ভাল ছিল না ৷" তৌরিানি বলছেন তাঁরা আশা করেছিলেন, 'লাইগার' সবমিলিয়ে প্রায় 170-80 কোটির টাকার ব্যবসা করবে এবং শুধু তাই নয় তার 25 শতাংশ হিন্দি বলয় থেকে আসবে বলেই ধারণা ছিল বিশেষজ্ঞদের ৷ তবে এখন মনে হচ্ছে 50-60 কোটির বেশি টাকা এই ছবি তুলতে পারবে না(Liger opening day business ) ৷

তৌরানির মতে, 'লাইগার'-এর ব্যর্থতার পিছনে গল্পের বিষয় বস্তুর একঘেয়েমিই দায়ী ৷ তিনি বলেন, "প্রেক্ষাগৃহে ভিড় টানতে এটি প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে এই ছবি । লাইগার-এ মানুষ যা দেখছে 2015 সালে অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা-অভিনীত 'ব্রাদার্স'-এও একই রকম কাহিনি দেখানো হয়েছে ৷" ভাল এবং নতুন ধরনের বিষয়বস্তুই এই ব্যর্থতা থেকে বাঁচার এক মাত্র উপায় বলে মনে করেছেন তৌরানি ৷ তিনি এও জানিয়েছেন, প্রতি শুক্রবারে আরও বেশি হতাশ হওয়ার হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে এটাই একমাত্র উপায় ৷

আরও পড়ুন: হল কম পাওয়া নিয়ে কান্নাকাটি করতে নারাজ কলকাতা চলন্তিকার পরিচালক পাভেল

করণের কথায়, "শুধুমাত্র ভাল এবং বাস্তবসম্মত ভিএফএক্স এবং ব্যতিক্রমী বিষয়বস্তু রয়েছে এমন ইভেন্ট ফিল্মই বক্স অফিসে কাজ করবে ।"প্রসঙ্গত, 'লাইগার' ছবির প্রথমদিনে বিশ্বব্যাপী আয় প্রায় 24 কোটি টাকা(Liger opening day ) ৷ যা এই ছবির জন্য সত্যিই কিছুটা হতাশাব্যাঞ্জক ৷ মনে রাখতে হবে এই ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছেন পর্দার অর্জুন রেড্ডি ৷

হায়দরাবাদ, 26 অগস্ট: বিজয় দেবেরাকোণ্ডা এবং অনন্যা পাণ্ডের জুটির বহু প্রতিক্ষীত ছবি 'লাইগার' বৃহস্পতিবার পর্দায় মুক্তি পেয়েছে ৷ তবে এই ছবির প্রথম দিনের আয় তেমন ভাল হলনা ৷ অন্তত প্রথম দিনের হিসাব বলছে 'লাইগার' দর্শকদের আকর্ষণ করতে পারেনি ৷ ইলারা ক্যাপিটালের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক করণ তৌরানির মত এমনটাই(Trade expert decodes poor opening of Liger) ৷

করণ বলেন, "আমরা আগে অনুমান করেছিলাম দক্ষিণে 30-35 কোটি দিয়ে এই ছবি যাত্রা শুরু করতে পারবে ৷ কিন্তু তেলুগু বাজারে ছবিটির প্রতিক্রিয়া তেমন ভাল ছিল না ৷" তৌরিানি বলছেন তাঁরা আশা করেছিলেন, 'লাইগার' সবমিলিয়ে প্রায় 170-80 কোটির টাকার ব্যবসা করবে এবং শুধু তাই নয় তার 25 শতাংশ হিন্দি বলয় থেকে আসবে বলেই ধারণা ছিল বিশেষজ্ঞদের ৷ তবে এখন মনে হচ্ছে 50-60 কোটির বেশি টাকা এই ছবি তুলতে পারবে না(Liger opening day business ) ৷

তৌরানির মতে, 'লাইগার'-এর ব্যর্থতার পিছনে গল্পের বিষয় বস্তুর একঘেয়েমিই দায়ী ৷ তিনি বলেন, "প্রেক্ষাগৃহে ভিড় টানতে এটি প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে এই ছবি । লাইগার-এ মানুষ যা দেখছে 2015 সালে অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা-অভিনীত 'ব্রাদার্স'-এও একই রকম কাহিনি দেখানো হয়েছে ৷" ভাল এবং নতুন ধরনের বিষয়বস্তুই এই ব্যর্থতা থেকে বাঁচার এক মাত্র উপায় বলে মনে করেছেন তৌরানি ৷ তিনি এও জানিয়েছেন, প্রতি শুক্রবারে আরও বেশি হতাশ হওয়ার হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে এটাই একমাত্র উপায় ৷

আরও পড়ুন: হল কম পাওয়া নিয়ে কান্নাকাটি করতে নারাজ কলকাতা চলন্তিকার পরিচালক পাভেল

করণের কথায়, "শুধুমাত্র ভাল এবং বাস্তবসম্মত ভিএফএক্স এবং ব্যতিক্রমী বিষয়বস্তু রয়েছে এমন ইভেন্ট ফিল্মই বক্স অফিসে কাজ করবে ।"প্রসঙ্গত, 'লাইগার' ছবির প্রথমদিনে বিশ্বব্যাপী আয় প্রায় 24 কোটি টাকা(Liger opening day ) ৷ যা এই ছবির জন্য সত্যিই কিছুটা হতাশাব্যাঞ্জক ৷ মনে রাখতে হবে এই ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছেন পর্দার অর্জুন রেড্ডি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.