ETV Bharat / entertainment

Jawan Box Office Collection: পরাজিত আমির-যশ, বক্স অফিসে শাহরুখের পাখির চোখ প্রভাস-সানি - Top Hindi Films In India

ইতিমধ্যেই বক্স অফিসে আমির খান এবং যশের ছবিকে পিছনে ফেলে দিয়েছে শাহরুখের 'জওয়ান' ৷ হিন্দি বলয়ে সবচেয়ে সফল ছবির তালিকায় ইতিমধ্যেই বেশ উপরের দিকে জায়গা করেছে নিয়েছে ছবিটি ৷ আর এবার সানি আর প্রভাসকে পিছনে ফেলে এগিয়ে যাওয়াই লক্ষ বলিউডের বাদশার ৷

Pic SRK Sunny Insta
শাহরুখের সামনে এখন প্রভাস সানি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 11:29 AM IST

Updated : Sep 20, 2023, 12:17 PM IST

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: শাহরুখের 'জওয়ান' একের পর এক মাইলস্টোন ভেঙে গুঁড়িয়ে নিজের রাস্তা তৈরি করতে শুরু করেছে প্রথম দিন থেকেই ৷ বিশেষত, বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে ছবিটি ৷ প্রথম দিনেই 75 কোটি আয় করে ইতিহাস তৈরি করেছিল অ্যাটলির ব্লকবাস্টার ৷ আরও একবার বক্স অফিস কালেকশনের নিরিখে নতুন রেকর্ডের মুখে দাঁড়িয়ে 'জওয়ান' ৷ আসুন দেখে নেওয়া যাক, হিন্দি ভাষায় সবচেয়ে সফল ছবিগুলির তালিকার নিরিখে কোথায় দাঁড়িয়ে 'জওয়ান' ৷

শাহরুখের এই ছবি হিন্দি বলয়ে এখনও পর্যন্ত আয় করেছে 457.33 কোটি টাকা ৷ এমনটাই দাবি করেছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক ৷ এই তালিকায় সবার শীর্ষে রয়েছে শাহরুখের 'পাঠান' ছবিটি ৷ হিন্দি বলয়ে এই ছবির মোট আয় 524.09 কোটি টাকা ৷ গোটা দেশ মিলিয়ে অবশ্য 543 কোটিরও কিছু বেশি আয় করেছিল ছবিটি ৷ দ্বিতীয় স্থানে 'গদর 2' ৷ সানি দেওলের এই ছবি ইতিমধ্যেই 520.81 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৷ আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রভাসের 'বাহুবলী 2' ৷ সারা ভারতে এই ছবির আয় ছিল 1030.42 কোটি ৷ আর ছবিটির হিন্দি ভার্সান আয় করেছিল 510.99 কোটি ৷

এরপরই রয়েছেন বলিউডের বাদশা ৷ ইতিমধ্যেই গোটা ভারতে 'জওয়ান' ছবির আয় দাঁড়িয়েছে 508 কোটিরও বেশি ৷ আর স্যাকনিল্ক বলছে, এই ছবির আয় বুধবার বেড়ে দাঁড়াবে 520 কোটির কাছাকাছি ৷ পাশাপাশি দেশ বিদেশ মিলিয়ে 900 কোটির দোড়গোড়ায় পৌঁছে গিয়েছে ছবিটির আয় ৷ তবে হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষায় ব্যবসা করছে ছবিটি ৷ শুধু হিন্দি বলয়ের ক্ষেত্রে এই ছবির আয় দাঁড়িয়েছে 457.33 কোটি ৷

আরও পড়ুন: কৌশিকের 'পালান' ছবির সঙ্গে পাল্লা দিতে আসছে রতন মৈত্রর 'অন্য রূপকথা'

তার জেরে ইতিমধ্যেই আমিরের 'দঙ্গল' এবং যশের 'কেজিএফ 2' ছবিকে পিছনে ফেলে দিয়েছে এই ছবি ৷ হিন্দিতে আমির খানের 'দঙ্গল' ছবিটি আয় করেছিল 387.38 কোটি টাকা ৷ অন্যদিকে, যশের 'কেজিএফ 2' আয় ছিল 435.33 কোটি টাকা (স্যাকনিল্কের দেওয়া এই আয়ের হিসেব তৈরি হয়েছে ছবিগুলির হিন্দি বলয়ে আয়ের ভিত্তিতে ) ৷ তাই বলাই যায়, শাহরুখের লক্ষ্য এখন প্রভাস-সানি পিছনে ফেলে এগিয়ে যাওয়া ৷

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: শাহরুখের 'জওয়ান' একের পর এক মাইলস্টোন ভেঙে গুঁড়িয়ে নিজের রাস্তা তৈরি করতে শুরু করেছে প্রথম দিন থেকেই ৷ বিশেষত, বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে ছবিটি ৷ প্রথম দিনেই 75 কোটি আয় করে ইতিহাস তৈরি করেছিল অ্যাটলির ব্লকবাস্টার ৷ আরও একবার বক্স অফিস কালেকশনের নিরিখে নতুন রেকর্ডের মুখে দাঁড়িয়ে 'জওয়ান' ৷ আসুন দেখে নেওয়া যাক, হিন্দি ভাষায় সবচেয়ে সফল ছবিগুলির তালিকার নিরিখে কোথায় দাঁড়িয়ে 'জওয়ান' ৷

শাহরুখের এই ছবি হিন্দি বলয়ে এখনও পর্যন্ত আয় করেছে 457.33 কোটি টাকা ৷ এমনটাই দাবি করেছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক ৷ এই তালিকায় সবার শীর্ষে রয়েছে শাহরুখের 'পাঠান' ছবিটি ৷ হিন্দি বলয়ে এই ছবির মোট আয় 524.09 কোটি টাকা ৷ গোটা দেশ মিলিয়ে অবশ্য 543 কোটিরও কিছু বেশি আয় করেছিল ছবিটি ৷ দ্বিতীয় স্থানে 'গদর 2' ৷ সানি দেওলের এই ছবি ইতিমধ্যেই 520.81 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৷ আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রভাসের 'বাহুবলী 2' ৷ সারা ভারতে এই ছবির আয় ছিল 1030.42 কোটি ৷ আর ছবিটির হিন্দি ভার্সান আয় করেছিল 510.99 কোটি ৷

এরপরই রয়েছেন বলিউডের বাদশা ৷ ইতিমধ্যেই গোটা ভারতে 'জওয়ান' ছবির আয় দাঁড়িয়েছে 508 কোটিরও বেশি ৷ আর স্যাকনিল্ক বলছে, এই ছবির আয় বুধবার বেড়ে দাঁড়াবে 520 কোটির কাছাকাছি ৷ পাশাপাশি দেশ বিদেশ মিলিয়ে 900 কোটির দোড়গোড়ায় পৌঁছে গিয়েছে ছবিটির আয় ৷ তবে হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষায় ব্যবসা করছে ছবিটি ৷ শুধু হিন্দি বলয়ের ক্ষেত্রে এই ছবির আয় দাঁড়িয়েছে 457.33 কোটি ৷

আরও পড়ুন: কৌশিকের 'পালান' ছবির সঙ্গে পাল্লা দিতে আসছে রতন মৈত্রর 'অন্য রূপকথা'

তার জেরে ইতিমধ্যেই আমিরের 'দঙ্গল' এবং যশের 'কেজিএফ 2' ছবিকে পিছনে ফেলে দিয়েছে এই ছবি ৷ হিন্দিতে আমির খানের 'দঙ্গল' ছবিটি আয় করেছিল 387.38 কোটি টাকা ৷ অন্যদিকে, যশের 'কেজিএফ 2' আয় ছিল 435.33 কোটি টাকা (স্যাকনিল্কের দেওয়া এই আয়ের হিসেব তৈরি হয়েছে ছবিগুলির হিন্দি বলয়ে আয়ের ভিত্তিতে ) ৷ তাই বলাই যায়, শাহরুখের লক্ষ্য এখন প্রভাস-সানি পিছনে ফেলে এগিয়ে যাওয়া ৷

Last Updated : Sep 20, 2023, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.