ওড়িশা, 3 জুন: দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের সামনে সেলফি তুলে ট্রলের শিকার বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ রাহুল চক্রবর্তী ৷ 'কারও পৌষমাস কারও সর্বনাশ' বলে অভিনেতাকে কটাক্ষ নেটদুনিয়ায় ৷ চাপের মুখে সামাজিক মাধ্যম থেকে নিজস্বী গুলি সরিয়ে নিয়েছেন অভিনেতা ৷
ওড়িশার ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় শনিবার সন্ধে 7টা পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে 288 ৷ আহতের সংখ্যা প্রায় সাড়ে 700 ৷ এদের মধ্যে 56 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ উদ্ধারকাজ শেষ হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। এরই মাঝে টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল চক্রবর্তীর একটি পোস্ট সাড়া পড়েছে নেট পাড়ায়। ছবিতে দেখা গিয়েছে, তিনি দুমড়ে-মুচড়ে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
তারপর থেকেই অভিনেতাকে তাঁর এহেন কাজের জন্য নানা বাক্যবাণে বিদ্ধ করেছেন নেটিজেনরা ৷ পোস্টে কেউ মন্তব্য করেছেন, "কারও পৌষ মাস কারও সর্বনাশ।" আবার কেউ লিখেছেন, "এটা অভিনয় করার জায়গা নয়।" জনৈক এক ব্যক্তি লিখেছেন, "আমার মনে হয় অভিনেতা ফোটোশুট করতে গিয়েছিল।" কেউ আবার জানতে চেয়েছেন, উনি এই ট্রেনে ছিলেন কি না। কিন্তু অভিনেতা কোনও কথারই জবাব দেননি সামাজিক মাধ্যমে।
অভিনেতার সামাজিক মাধ্যমে শেয়ার করা লাইভ ভিডিও থেকে আন্দাজ করা যায় তিনি নিজের গাড়িতে রেললাইন সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান তিনি। সেখানেই দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটিকে পিছনে রেখে একটি ছবি তোলেন তিনি ৷ পাশাপাশি পড়ে থাকা ট্রেনের ছবিও শেয়ার করেন ৷ প্রসঙ্গত, অভিনেতা রাহুল চক্রবর্তী জগন্নাথ ভক্ত। সেই কারণে তিনি প্রায়শই জগন্মাথ দেবের মন্দিরে যান।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: 'আমি মর্মাহত', ট্রেন-বিপর্যয়ে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা সলমনের
অভিনেতা রাহুল চক্রবর্তীর কাছ থেকে গোটা বিষয়টি জানতে চেয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর সাড়া মেলেনি। তবে, তিনি সুস্থ আছেন তা তাঁর পোস্ট থেকেই বোঝা যায়। অন্যদিকে, করমণ্ডল এক্সপ্রেসে আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি পোস্টে লিখেছেন, "কতগুলো মানুষের মৃত্যু...ভালো লাগছে না কিছু...এটা তো আমার আপনার পরিবারের ও হতে পারতো। তিনটে ট্রেনে সংঘর্ষ.. অদ্ভুত অবিশ্বাশ্য.. উফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ!!!! কি বিচিত্র এই দেশ মহান সেলুকাস।"