কলকাতা, 7 সেপ্টেম্বর: কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বন ৷ সারা বছর বাঙালি উৎসবে মেতে থাকতে ভালোবাসে ৷ ইতিমধ্যেই দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ মাঠে মাঠে এখন কাশফুলের মেলা ৷ আর এরই মাঝে এসে গেল জন্মাষ্টমী ৷ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের এই পূন্য় তিথিতে পুজো নিয়ে মেতে উঠেছে সকলেই ৷ ছোট্ট গোপালের পরিচর্যাতেই আজ মত্ত গোটা দেশ ৷ জন্মাষ্টমীর উৎসব শুরু হয়ে গিয়েছে বুধবার থেকেই ৷ টলিউডের সেলেবরাও শেয়ার করেছেন পুজোর বিভিন্ন ছবি ৷
বুধবার থেকেই তাঁর ছোট্ট গোপালকে নিয়ে পুজোয় মেতে উঠেছেন সন্দীপ্তা সেন ৷ বুধবার সকালেও পুজোর একটি ভিডয়ো শেয়ার করেছেন তিনি ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে হলুদ রঙা শাড়িতে ৷ গাঁদা ফুলের মালা দিয়ে তাঁর ছোট্ট গোপালকে সাজিয়েছেন তিনি ৷ বাদ যাননি দেবের নতুন ছবির নায়িকা সৌমিতৃষা কুণ্ডুও ৷ ইনস্টা স্টোরিতে দেখা গেল মাথায় করে ছোট্ট গোপালের মূর্তি বয়ে নিয়ে চলেছেন তিনি ৷
টেলিভিশন এবং ওটিটিতে এখন বেশ জনপ্রিয় সুস্মিতা দে ৷ তাঁকেও দেখা গেল শ্রীকৃষ্ণের পুজোয় মেতে উঠতে ৷ পর্দার অজিত হিসাবে পরিচিত ভাস্বর চট্টোপাধ্যায়ও শেয়ার করলেন তাঁর বাড়ির পুজোর ঝলক ৷ একইসঙ্গে সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছাও জানালেন তিনি ৷ ছোট পর্দার বাহামনি নামেই আজও পরিচিত রণিতা দাস ৷ ভগবান কৃষ্ণের পুজোর ছবি শেয়ার করলেন তিনি ৷
আরও পড়ুন: প্রেক্ষাগৃহে সিনেমার ভগবান, সামাজিক মাধ্যমে আছড়ে পড়ল 'জওয়ান'- প্রশংসার সুুনামি
বিভিন্ন ধরনের ভোগ ছাড়া কি পুজো হয়! ঠিক যেমন জন্মাষ্টমীতে তালের বড়া বানানোই হল রীতি ৷ ঠিক সেই কথা মাথায় রেখেই বুধবার সকাল সকাল জন্মাষ্টমীর স্পেশাল বড়া বানাতে বসে পড়লেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ৷ ছোট্ট গোপালের সঙ্গে ছবি শেয়ার করেছেন অদিতি মুন্সীও ৷ সব মিলিয়ে বলাই বাহুল্য় জন্মাষ্টমী নিয়ে রীতিমতো মেতে উঠলেন টলিপাড়ার কলা কুশলীরা ৷