হায়দরাবাদ, 28 মার্চ: 2003 থেকে 2023 ৷ দীর্ঘ 20 বছরের ফিল্মি কেরিয়ারের জার্নিতে কখনও দৌঁড়িয়েছেন আবার কখনও পড়েছেন মুখ থুবড়ে ৷ কিন্তু থেমে থাকেননি ৷ তিনি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির 'পুষ্পা' ৷ তবে তাঁকে ফুল ভাবলে ভুল হবে, তিনি আসলে 'ফায়ার' ৷ তিনি আল্লু অর্জুন ৷ শুরু করেছিলেন 'গঙ্গোত্রী' দিয়ে ৷ আজ তিনি ভারতের অন্যতম 'হাইয়েস্ট পেইড' অভিনেতা ৷ ঝুলিতে শুধু হিট ছবি নয়, রয়েছে অসংখ্য পুরস্কারও ৷ তেলুগু ছবির রাজত্বে কাটিয়ে ফেললেন 20টা বছর ৷ মঙ্গলবার, সোশাল মাধ্যমে সেই খুশি ভাগ করে নিলেন অভিনেতা ৷ দর্শক-অনুরাগীদের প্রতি ধন্যবাদ জানালেন দক্ষিণী অভিনেতা আল্লু (Allu Arjun thanks Audience) ৷
টুইটে তিনি লিখেছেন, "আমি সিনেমার দুনিয়ায় 20 বছর পূর্ণ করলাম ৷ আমি সত্যিই কৃতজ্ঞ যাঁরা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছেন ৷ এই ইন্ডাস্ট্রির প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ ৷ আমি যা হতে পেরেছি তা দর্শক-অনুরাগীদের ভালোবাসা ছাড়া সম্পূর্ণ হত না ৷ চিরকৃতজ্ঞ ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
1985 সালে 'ভিজেথা' ছবিতে শিশু শিল্পী হিসাবে প্রথম লাইট-ক্যামেরা-অ্যাকশনের সঙ্গে পরিচয় হয় আল্লুর ৷ 2001-এ 'ড্যাডি' ছবিতে তাঁকে দেখা গিয়েছিল ডান্সার হিসাবে ৷ প্রথম হিরো হিসাবে তাঁকে দেখা যায় কে রাঘবেন্দ্র রাও পরিচালিত 'গঙ্গোত্রী' ছবিতে ৷ এটি বাবা আল্লু অরবিন্দ প্রযোজনা করেছিলেন ৷ তবে তাঁকে অভিনেতা হিসাবে পরিচিতি এনে দেয় 'আর্য' ছবি ৷ আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ এরপর একে একে 'ভারুদু', 'বদ্রীনাথ', 'জুলায়ি', 'ডিজে', 'ইভাদু', 'আলা বৈকুন্ঠপুররামুলু', 'পুষ্পা'-র মতো সুপার হিট ছবি দর্শকদের উপহার দেন আইকন স্টার আল্লু অর্জুন ৷ নিমেষে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে ৷
-
Today, I complete 20 years in the film industry. I am extremely blessed & have been showered with love . I am grateful to all my people from the industry . I am what I am bcoz of the love of the audience, admirers & fans . Gratitude forever 🙏🏽
— Allu Arjun (@alluarjun) March 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today, I complete 20 years in the film industry. I am extremely blessed & have been showered with love . I am grateful to all my people from the industry . I am what I am bcoz of the love of the audience, admirers & fans . Gratitude forever 🙏🏽
— Allu Arjun (@alluarjun) March 28, 2023Today, I complete 20 years in the film industry. I am extremely blessed & have been showered with love . I am grateful to all my people from the industry . I am what I am bcoz of the love of the audience, admirers & fans . Gratitude forever 🙏🏽
— Allu Arjun (@alluarjun) March 28, 2023
আরও পড়ুন: পাঠানের সাফল্য উদযাপনে 10 কোটির রোলস রয়েস গ্যারাজে আনলেন শাহরুখ !
2020 সালে জিকিউ (GQ) ম্যাগাজিনের কভার পেজে জায়গা করে নেন দক্ষিণী তারকা ৷ পাশাপাশি ফোর্বস ইন্ডিয়ার 'সেলেব্রিটি হানড্রেড' (Forbes Celebrity 100) তালিকাতেও স্থান পান তিনি ৷ বর্তমানে আল্লু অর্জুন ব্যস্ত রয়েছেন পুষ্পা পার্ট-টু'র শ্যুটিং নিয়ে ৷