ETV Bharat / entertainment

Ganapath trailer: প্রকাশ্যে 'গণপথ' ট্রেলার , টাইগার-কৃতির অ্যাকশন দেখে বিরক্ত নেটিজেনরা!

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 5:55 PM IST

মুক্তি পেল বহু প্রতীক্ষীত 'গণপথ' ছবির ট্রেলার ৷ টাইগার শ্রফ, কৃতি শ্যানন ও অমিতাভ বচ্চন অভিনীত এই ছবি ঘিরে মিলেছে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া ৷ কেউ জানিয়েছেন ট্রেলার দারুণ ৷ আবার কেউ বলেছেন জঘন্য ৷

Ganapath trailer
প্রকাশ্যে 'গণপথ' ট্রেলার

হায়দরাবাদ, 9 অক্টোবর: কেমন হবে 2070 সালের পৃথিবী? প্রযুক্তি নির্ভর সভ্যতা আরও রূঢ় হবে নাকি, ঘটবে উচ-নীচের পার্থক্যে ঘটবে আমূল পরিবর্তন? সেই প্রশ্নেরই উত্তর দেবে টাইগার শ্রফ ও কৃতি শ্যাননের 'গণপথ' ৷ সোশাল মিডিয়ায় মুক্তি পেল ছবির ট্রেলার ৷ অন্যদিকে, ছবির কলাকুশলীরা নয়ডার গ্যালগোটিয়ায় বিশ্ববিদ্যালয়ে ট্রেলার লঞ্চে উপস্থিত থাকবেন ৷ সায়েন্স ফিকশনের আদলে অ্যাকশনে ভরপুর এই ছবির ট্রেলার নিয়ে শুরু হয়েছে চর্চা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারের শুরুটা হয় 2070 সালের প্রেক্ষাপটে ৷ যেখানে টাইগার শ্রফের পরিচয় করানো হয় 'বিশেষ একজন' হিসাবে যে কি না, অমর ৷ তাঁকে চিহ্নিত করা হয়েছে নিরাশাবাদীদের ভিড়ে আশার আলো হিসাবে ৷ ছবিতে টাইগারের অসাধারণ অ্যাকশনের সাক্ষী থাকবেন দর্শক ৷ অন্যদিকে, কৃতিকেও দেখা যাবে নয়া অবতারে ৷ রোম্যান্টিক অবতার থেকে ফুল মুড অ্যাকশনে নিজেকে মেলে ধরেছেন কৃতি ৷ ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে টাইগার অর্থাৎ গুড্ডু বা গণপথের মেন্টর হিসাবে ৷ এর আগে ছবির প্রযোজক জ্যাগি ভাগনানি এই ছবি নিয়ে নিজের আশার কথা জানিয়েছিলেন ৷ তিনি বলেছিলেন, এটা তাঁর স্বপ্নের প্রোজেক্ট ৷ দীর্ঘ সময় ধরে সাই-ফাই অ্যাকশন ছবি বানানোর কথা তিনি ভাবছিলেন ৷ 'গণপথ' সেই স্বপ্ন পূরণ করেছে ৷

তবে ট্রেলার সামনে আসার পর থেকে শুরু হয়েছে ট্রলও ৷ কেউ কেউ এই ছবির অ্যাকশন ও সায়েন্স ফিকশন দেখে প্রশংসা করেছেন ৷ আবার কেউ জানিয়ে দিয়েছেন এই ধরনের ছবি বক্সঅফিসে ফ্লপ হবে ৷ অনেকে আবার ছবির ভিএফএক্স নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন, "এই ছবি ফ্লপ হবে ৷ কিছুই নতুন নয় ৷ সেই একই ভাবে টাইগার উড়ে উড়ে মারধর করবে ৷ মনে হয়, তিনি অতীত থেকে কিছু শেখেননি ৷"

আবার এক অনুরাগী বলেন, "খুব বাজে ট্রেলার ৷ এটাকে বাগি 4 বলা যায় ৷ ভাই কিছুটা তো লজ্জা পাও এটাকে দারুণ ছবি বলার আগে ৷ এটা 2023-এর সবচেয়ে বড় ফ্লপ সিনেমা হতে চলেছে ৷ তার সঙ্গে ছবির ভিএফএক্সও জঘন্য ৷" অনেকে তো আবার 'গণপথ'-এর ট্রেলারকে কার্টুনের সঙ্গেও তুলনা করেছেন ৷ তবে ছবির ভাগ্যে কী নাচছে তা তো মুক্তির পরেই জানা যাবে ৷ গণপথ 20 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হিন্দি, তামিল,তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় ৷

আরও পড়ুন: মোদি-মনমোহনের পর নীতিন গড়কড়ির জীবন এবার সেলুলয়েডে! প্রকাশ্যে টিজার

হায়দরাবাদ, 9 অক্টোবর: কেমন হবে 2070 সালের পৃথিবী? প্রযুক্তি নির্ভর সভ্যতা আরও রূঢ় হবে নাকি, ঘটবে উচ-নীচের পার্থক্যে ঘটবে আমূল পরিবর্তন? সেই প্রশ্নেরই উত্তর দেবে টাইগার শ্রফ ও কৃতি শ্যাননের 'গণপথ' ৷ সোশাল মিডিয়ায় মুক্তি পেল ছবির ট্রেলার ৷ অন্যদিকে, ছবির কলাকুশলীরা নয়ডার গ্যালগোটিয়ায় বিশ্ববিদ্যালয়ে ট্রেলার লঞ্চে উপস্থিত থাকবেন ৷ সায়েন্স ফিকশনের আদলে অ্যাকশনে ভরপুর এই ছবির ট্রেলার নিয়ে শুরু হয়েছে চর্চা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারের শুরুটা হয় 2070 সালের প্রেক্ষাপটে ৷ যেখানে টাইগার শ্রফের পরিচয় করানো হয় 'বিশেষ একজন' হিসাবে যে কি না, অমর ৷ তাঁকে চিহ্নিত করা হয়েছে নিরাশাবাদীদের ভিড়ে আশার আলো হিসাবে ৷ ছবিতে টাইগারের অসাধারণ অ্যাকশনের সাক্ষী থাকবেন দর্শক ৷ অন্যদিকে, কৃতিকেও দেখা যাবে নয়া অবতারে ৷ রোম্যান্টিক অবতার থেকে ফুল মুড অ্যাকশনে নিজেকে মেলে ধরেছেন কৃতি ৷ ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে টাইগার অর্থাৎ গুড্ডু বা গণপথের মেন্টর হিসাবে ৷ এর আগে ছবির প্রযোজক জ্যাগি ভাগনানি এই ছবি নিয়ে নিজের আশার কথা জানিয়েছিলেন ৷ তিনি বলেছিলেন, এটা তাঁর স্বপ্নের প্রোজেক্ট ৷ দীর্ঘ সময় ধরে সাই-ফাই অ্যাকশন ছবি বানানোর কথা তিনি ভাবছিলেন ৷ 'গণপথ' সেই স্বপ্ন পূরণ করেছে ৷

তবে ট্রেলার সামনে আসার পর থেকে শুরু হয়েছে ট্রলও ৷ কেউ কেউ এই ছবির অ্যাকশন ও সায়েন্স ফিকশন দেখে প্রশংসা করেছেন ৷ আবার কেউ জানিয়ে দিয়েছেন এই ধরনের ছবি বক্সঅফিসে ফ্লপ হবে ৷ অনেকে আবার ছবির ভিএফএক্স নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন, "এই ছবি ফ্লপ হবে ৷ কিছুই নতুন নয় ৷ সেই একই ভাবে টাইগার উড়ে উড়ে মারধর করবে ৷ মনে হয়, তিনি অতীত থেকে কিছু শেখেননি ৷"

আবার এক অনুরাগী বলেন, "খুব বাজে ট্রেলার ৷ এটাকে বাগি 4 বলা যায় ৷ ভাই কিছুটা তো লজ্জা পাও এটাকে দারুণ ছবি বলার আগে ৷ এটা 2023-এর সবচেয়ে বড় ফ্লপ সিনেমা হতে চলেছে ৷ তার সঙ্গে ছবির ভিএফএক্সও জঘন্য ৷" অনেকে তো আবার 'গণপথ'-এর ট্রেলারকে কার্টুনের সঙ্গেও তুলনা করেছেন ৷ তবে ছবির ভাগ্যে কী নাচছে তা তো মুক্তির পরেই জানা যাবে ৷ গণপথ 20 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হিন্দি, তামিল,তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় ৷

আরও পড়ুন: মোদি-মনমোহনের পর নীতিন গড়কড়ির জীবন এবার সেলুলয়েডে! প্রকাশ্যে টিজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.