ETV Bharat / entertainment

Ganapath Box Office collection day 1: পুজোর আবহে প্রেক্ষাগৃহে গণপথ, বক্সঅফিসে ভালো ফল - kriti sanon

Tiger Shroff and Kriti Sanon starrer Ganapath: পুজোর আবহে মুক্তি পেয়েছে টাইগার শ্রফ ও কৃতি শ্যানন অভিনীত 'গণপথ: আ হিরো ইজ বর্ন' ৷ বিকাশ বহেল পরিচালিত এই ছবি বক্সঅফিসে মোটের উপর ভালো শুরু করেছে জার্নি ৷

Etv Bharat
প্রেক্ষাগৃহে গণপথ, শুভেচ্ছা রজনীকান্তের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 2:42 PM IST

হায়দরাবাদ, 20 অক্টোবর: বাংলা ছবির পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গণপথ: আ হিরো ইজ বর্ন ৷ সায়েন্স-ফিকশন এই ছবিতে টাইগার শ্রফ ও কৃতি শ্যাননকে যেমন দেখা গিয়েছে মারকাঠারি দৃশ্যে, তেমনই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকেও ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, বক্সঅফিসে মোটামুটি ভালো জার্নি শুরু করেছে গণপথ ৷ অন্যদিকে, এই ছবির জন্য সুপারস্টার রজনীকান্ত শুভেচ্ছা জানিয়েছেন টাইগার শ্রফকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একদিকে নবরাত্রি, অন্যদিকে দুর্গা পুজোর আনন্দ ৷ এই আবহে বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দেয় ফিল্ম ইন্ডাষ্ট্রি ৷ 2250টি স্ক্রিনে মুক্তি পেয়েছে গণপথ ৷ 150 কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি পুজোর উইকএন্ডে ভালো ব্যবসা করবে আশা করা যায় ৷ কারণ আর কোনও হিন্দি ছবি মুক্তি পায়নি বক্সঅফিসে ৷ ফলে প্রতিযোগীতা না থাকায় এই ছবির প্রথম দিন ভালো ব্যবসা করেছে ৷ স্যাকনিল্ক অনুসারে, আশা করা হচ্ছে গণপথ মুক্তির প্রথম দিন আয় করতে পারে 4 কোটি টাকা ৷

অন্যদিকে, ছবি সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন সুপারস্টার রজনীকান্ত ৷ সোশাল মিডিয়া এক্স (টুইটার)-এ রজনীকান্ত লিখেছেন, "মন থেকে টাইগার শ্রফ ও ছবির পুরো টিমকে শুভেচ্ছা ৷ ছবি সফল হোক, এই কামনা করি ৷" থালাইভার আশীর্বাদ পেয়ে আপ্লুত টাইগার ও জ্যাকি শ্রফও ৷ টাইগার লেখেন, "অনেক সম্মান ও ভালোবাসা স্যার আপনার প্রতি ৷ আপনার এই আশীর্বাদ আমার কাছে অনেক বড় পাওনা ৷ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ৷" জ্যাকি শ্রফ লিখেছেন, "থালাইভা রজনী স্যার আমার পরিবারকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ ৷ আমার ভালোবাসা ও সম্মান আপনার প্রতি ও আপনার পরিবারের প্রতি ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'আমরা আলাদা হয়ে গিয়েছি'- শিল্পার সঙ্গে বিচ্ছেদ নাকি প্রোমোশনাল স্ট্র্যাটেজি রাজের ?

ছবিটি ঘিরে মুক্তির আগেই গুঞ্জন তৈরি হয় ৷ যদিও ছবির ট্রেলার মুক্তির পরেই তা সমালোচনার মুখে পড়ে ৷ যদিও মুক্তির পর গণপথ দেখে দর্শকরা অসাধারণ বলে উল্লেখ করেছেন ৷ কেউ লিখেছেন, "বলিউডের অ্যাকশন ছবি হিসাবে দারুণ ৷ পুরো আলাদাই লেগেছে টাইগারের অভিনয় ৷ কৃতি শ্যান লেডি কিলার ৷ দুজনকেই অসাধারণ লেগেছে স্ক্রিনে ৷ ক্লাইম্যাক্স দুর্দান্ত ৷" আবার কেউ লিখেছেন, "মোটামুটি ভালোই লেগেছে ৷ একবার দেখা যায় ৷ টাইগার-কৃতির কেমিষ্ট্রি ভালো ৷ অমিতাভ বচ্চনের স্কিন প্রেজেন্স ভালো ৷ নতুন কিছু হলে আরও ভালো লাগত ৷"

  • Highest respect and loads of love Sir, Thank you so much for your generous words it means the world to us especially me. Thank you so much sir once again lots of love and respect ♥️🙏🏻 https://t.co/ymPmcmOf44

    — Tiger Shroff (@iTIGERSHROFF) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হায়দরাবাদ, 20 অক্টোবর: বাংলা ছবির পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গণপথ: আ হিরো ইজ বর্ন ৷ সায়েন্স-ফিকশন এই ছবিতে টাইগার শ্রফ ও কৃতি শ্যাননকে যেমন দেখা গিয়েছে মারকাঠারি দৃশ্যে, তেমনই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকেও ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, বক্সঅফিসে মোটামুটি ভালো জার্নি শুরু করেছে গণপথ ৷ অন্যদিকে, এই ছবির জন্য সুপারস্টার রজনীকান্ত শুভেচ্ছা জানিয়েছেন টাইগার শ্রফকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একদিকে নবরাত্রি, অন্যদিকে দুর্গা পুজোর আনন্দ ৷ এই আবহে বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দেয় ফিল্ম ইন্ডাষ্ট্রি ৷ 2250টি স্ক্রিনে মুক্তি পেয়েছে গণপথ ৷ 150 কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি পুজোর উইকএন্ডে ভালো ব্যবসা করবে আশা করা যায় ৷ কারণ আর কোনও হিন্দি ছবি মুক্তি পায়নি বক্সঅফিসে ৷ ফলে প্রতিযোগীতা না থাকায় এই ছবির প্রথম দিন ভালো ব্যবসা করেছে ৷ স্যাকনিল্ক অনুসারে, আশা করা হচ্ছে গণপথ মুক্তির প্রথম দিন আয় করতে পারে 4 কোটি টাকা ৷

অন্যদিকে, ছবি সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন সুপারস্টার রজনীকান্ত ৷ সোশাল মিডিয়া এক্স (টুইটার)-এ রজনীকান্ত লিখেছেন, "মন থেকে টাইগার শ্রফ ও ছবির পুরো টিমকে শুভেচ্ছা ৷ ছবি সফল হোক, এই কামনা করি ৷" থালাইভার আশীর্বাদ পেয়ে আপ্লুত টাইগার ও জ্যাকি শ্রফও ৷ টাইগার লেখেন, "অনেক সম্মান ও ভালোবাসা স্যার আপনার প্রতি ৷ আপনার এই আশীর্বাদ আমার কাছে অনেক বড় পাওনা ৷ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ৷" জ্যাকি শ্রফ লিখেছেন, "থালাইভা রজনী স্যার আমার পরিবারকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ ৷ আমার ভালোবাসা ও সম্মান আপনার প্রতি ও আপনার পরিবারের প্রতি ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'আমরা আলাদা হয়ে গিয়েছি'- শিল্পার সঙ্গে বিচ্ছেদ নাকি প্রোমোশনাল স্ট্র্যাটেজি রাজের ?

ছবিটি ঘিরে মুক্তির আগেই গুঞ্জন তৈরি হয় ৷ যদিও ছবির ট্রেলার মুক্তির পরেই তা সমালোচনার মুখে পড়ে ৷ যদিও মুক্তির পর গণপথ দেখে দর্শকরা অসাধারণ বলে উল্লেখ করেছেন ৷ কেউ লিখেছেন, "বলিউডের অ্যাকশন ছবি হিসাবে দারুণ ৷ পুরো আলাদাই লেগেছে টাইগারের অভিনয় ৷ কৃতি শ্যান লেডি কিলার ৷ দুজনকেই অসাধারণ লেগেছে স্ক্রিনে ৷ ক্লাইম্যাক্স দুর্দান্ত ৷" আবার কেউ লিখেছেন, "মোটামুটি ভালোই লেগেছে ৷ একবার দেখা যায় ৷ টাইগার-কৃতির কেমিষ্ট্রি ভালো ৷ অমিতাভ বচ্চনের স্কিন প্রেজেন্স ভালো ৷ নতুন কিছু হলে আরও ভালো লাগত ৷"

  • Highest respect and loads of love Sir, Thank you so much for your generous words it means the world to us especially me. Thank you so much sir once again lots of love and respect ♥️🙏🏻 https://t.co/ymPmcmOf44

    — Tiger Shroff (@iTIGERSHROFF) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.