ETV Bharat / entertainment

400 কোটির ক্লাবে 'টাইগার 3', পূর্ণ হবে কি 'জওয়ান'-কে টেক্কা দেওয়ার স্বপ্ন! - 400 কোটির ক্লাবে

Tiger 3 box office collection day 10: দেশ বিদেশের বক্স অফিসের হিসেব মিলিয়ে 400 কোটির ক্লাবে জায়গা করে নিল সলমন খানের 'টাইগার 3' ৷ সব মিলিয়ে 500 কোটিতে পৌঁছতে পারে ছবির বক্স অফিস আয় ৷ এমনটাই দাবি বিশেষজ্ঞদের ৷

Salman Khan, Katrina Kaif's actioner inches closer to Rs 250 cr mark in India
400 কোটির ক্লাবে জায়গা করে নিল সলমন খানের 'টাইগার 3'
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 3:34 PM IST

হায়দরাবাদ, 22 নভেম্বর: দেশ-বিদেশ মিলিয়ে 400 কোটির ক্লাবে জায়গা করে নিল সলমন খানের 'টাইগার 3' ৷ যশরাজ ফিল্মসের এই ছবির হাত ধরে বক্স অফিসে হারানো স্থান আবার ফিরে পেতে পারেন ভাইজান এমনটা আশা করেছিলেন অনেকেই ৷ 'ভারত', 'রাধে তেরা মোস্ট ওয়ান্টেড ভাই' থেকে 'কিসি কি ভাই কিসি কা জান' বলিউডে সলমনের সময়টা ভালো যাচ্ছিল না একেবারেই ৷ তাঁর চমক, চোখা চোখা সংলাপ আর অ্যাকশনেও হলে হাততালি তুলতে পারেনি ৷ 'টাইগার 3' ছবির হাত ধরে চাকা ঘুরতে চলেছে এমনই দাবি করেছিলেন বিশেষজ্ঞরা ৷

সিনে সমালোচক তরণ আদর্শও লিখেছিলেন, 'ম্যাসিভ হিট' হতে চলেছে এই ছবি ৷ ফলে গেল সেই ভবিষ্যতবাণী ৷ পরিচালক মনীশ শর্মার এই ছবি বিশ্বকাপের জনপ্রিয়তার মাঝেও তুলে ফেলল 400 কোটি টাকা ৷ দশম দিন কাটতে না কাটতেই ভারতে 298 কোটি টাকা তুলে ফেলল এই ছবি ৷ আর বিদেশে ছবির আয় দাঁড়িয়েছে 102 কোটি টাকা ৷

দশম দিনে ভারতে এই ছবির আয় দাঁড়িয়েছে 6.27 কোটি টাকা ৷ যদিও দারুণ শুরু করেছিল এই ছবি ৷ প্রথম দিন 'টাইগার 3' খাতা খুলেছিল 45 কোটি টাকা দিয়ে ৷ তারপর থেকে 'পাঠান' বা 'জওয়ান' ছবির মতো আয় ধরে রাখতে পারেনি ছবিটি ৷ তবে সলমনের আগের ছবিগুলির তুলনায় এই ছবির আয় যে বেশ ভালো ৷ প্রায় 300 কোটির বাজেট নিয়ে তৈরি হয়েছে 'টাইগার 3' ৷ তাই বাজেটের নিরিখে ছবিকে হিট বলাই যায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সলমনের এই ছবি স্পাই ইউনিভার্সে নতুন প্রাণ সঞ্চার করেছে ৷ এমন দাবি করেছেন অনেক সমালোচকই ৷ তাই আগামীতে হৃতিক রোশনের 'ওয়ার 2' কতটা নজর কাড়ে সেটাই দেখার ৷ তবে মনীশ প্রতিযোগিতাটা আরও অনেক বেশি কঠিন করে দিয়েছেন বাকিদের জন্য় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

'মা পিসিরা খুব খুশি', 12 বছর পর বাংলা ধারাবাহিকে ফিরে জানালেন সাহেব ভট্টাচার্য

জন্মদিনে 'প্রিয়'কে নিয়ে ছবি কার্তিকের, ভক্তদের ভালোবাসাকে 'কৃতজ্ঞতা' জানালেন হার্টথ্রব

হায়দরাবাদ, 22 নভেম্বর: দেশ-বিদেশ মিলিয়ে 400 কোটির ক্লাবে জায়গা করে নিল সলমন খানের 'টাইগার 3' ৷ যশরাজ ফিল্মসের এই ছবির হাত ধরে বক্স অফিসে হারানো স্থান আবার ফিরে পেতে পারেন ভাইজান এমনটা আশা করেছিলেন অনেকেই ৷ 'ভারত', 'রাধে তেরা মোস্ট ওয়ান্টেড ভাই' থেকে 'কিসি কি ভাই কিসি কা জান' বলিউডে সলমনের সময়টা ভালো যাচ্ছিল না একেবারেই ৷ তাঁর চমক, চোখা চোখা সংলাপ আর অ্যাকশনেও হলে হাততালি তুলতে পারেনি ৷ 'টাইগার 3' ছবির হাত ধরে চাকা ঘুরতে চলেছে এমনই দাবি করেছিলেন বিশেষজ্ঞরা ৷

সিনে সমালোচক তরণ আদর্শও লিখেছিলেন, 'ম্যাসিভ হিট' হতে চলেছে এই ছবি ৷ ফলে গেল সেই ভবিষ্যতবাণী ৷ পরিচালক মনীশ শর্মার এই ছবি বিশ্বকাপের জনপ্রিয়তার মাঝেও তুলে ফেলল 400 কোটি টাকা ৷ দশম দিন কাটতে না কাটতেই ভারতে 298 কোটি টাকা তুলে ফেলল এই ছবি ৷ আর বিদেশে ছবির আয় দাঁড়িয়েছে 102 কোটি টাকা ৷

দশম দিনে ভারতে এই ছবির আয় দাঁড়িয়েছে 6.27 কোটি টাকা ৷ যদিও দারুণ শুরু করেছিল এই ছবি ৷ প্রথম দিন 'টাইগার 3' খাতা খুলেছিল 45 কোটি টাকা দিয়ে ৷ তারপর থেকে 'পাঠান' বা 'জওয়ান' ছবির মতো আয় ধরে রাখতে পারেনি ছবিটি ৷ তবে সলমনের আগের ছবিগুলির তুলনায় এই ছবির আয় যে বেশ ভালো ৷ প্রায় 300 কোটির বাজেট নিয়ে তৈরি হয়েছে 'টাইগার 3' ৷ তাই বাজেটের নিরিখে ছবিকে হিট বলাই যায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সলমনের এই ছবি স্পাই ইউনিভার্সে নতুন প্রাণ সঞ্চার করেছে ৷ এমন দাবি করেছেন অনেক সমালোচকই ৷ তাই আগামীতে হৃতিক রোশনের 'ওয়ার 2' কতটা নজর কাড়ে সেটাই দেখার ৷ তবে মনীশ প্রতিযোগিতাটা আরও অনেক বেশি কঠিন করে দিয়েছেন বাকিদের জন্য় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

'মা পিসিরা খুব খুশি', 12 বছর পর বাংলা ধারাবাহিকে ফিরে জানালেন সাহেব ভট্টাচার্য

জন্মদিনে 'প্রিয়'কে নিয়ে ছবি কার্তিকের, ভক্তদের ভালোবাসাকে 'কৃতজ্ঞতা' জানালেন হার্টথ্রব

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.