মুম্বই, 3 জুন: প্রথমদিন বক্স অফিসের দৌড় ভালোই শুরু করল ভিকি কৌশল-সারা আলি খানের নতুন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ লক্ষণ উতেকর পরিচালিত এই ছবিতে তুলে ধরা হয়েছে এক দাম্পত্যের টানাপোড়েনের গল্প ৷ একান্নবর্তী পরিবারে বিয়ে হওয়া এক মেয়ের সম্পর্ক কীভাবে বিচ্ছেদের দিকে এগিয়ে চলে সেটাই দেখার এই গল্পে ৷ আবার সেই বিচ্ছেদ কি সত্যিই বিচ্ছেদ না কি এর মধ্য়ে রয়েছে অন্য় কোনও গোপন সত্য় তা নিয়েও প্রশ্ন রয়েছে ৷ উত্তর জানতে গেলে অবশ্য় ছবিটি দেখা ছাড়া উপায় নেই ৷
প্রথম দিনে কত আয় করল এই ছবি ৷ ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানালেন প্রথম দিনে গোটা দেশ জুড়ে সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এই ছবির আয় দাঁড়িয়েছে 5.49 কোটি l তরণের মতে টিকিটের দাম এবং বাই ওয়ান গেট ওয়ান অফার প্রথম দিনে এত বড় আয়ে অনেকখানি সাহায্য় করেছে এই ছবিকে ৷ তিনি আরও জানান, শুধু ন্য়াশানাল চেইনে এই ছবির আয় 3.35 কোটি ৷ অনেকেই ভেবেছিলেন 2 কোটির বেশি আয় করতে পারবে না এই ছবি ৷
এর আগে তরণ আদর্শ এই ছবি নিয়ে তাঁর মতামত জানাতে গিয়ে একটি শব্দে লিখেছিলেন, "এন্টারটেইনিং" ৷ 5-এর মধ্য়ে 3.5 রেটিংও দিয়েছিলেন তিনি ৷ লক্ষণ উতেকর পরিচালিত এই ছবিতে কাজ করতে পেরে ভিকি যে ভীষণ খুশি তা আগেই জানিয়েছিলেন তিনি ৷ তিনি বলেছিলেন, "লক্ষণ স্যার এবং ম্যাডক ফিল্মসের সঙ্গে কাজ করতে পারা একটা দারুণ অভিজ্ঞতা ৷ শ্য়ুটিং সময়টা তো আমার দারুণ কেটেছে ৷ বিশেষত সারার সঙ্গে ৷ আশা করি দর্শকও ছবিটা ততটাই উপভোগ করবেন যতটা আমরা করেছি ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: 'আমি মর্মাহত', ট্রেন বিপর্যয়ে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা সলমনের
অন্য়দিকে সারাও বলেন, "আমি এমন একজন ট্যালেন্টেড দলের সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞ ৷ বিবাহ এবং সম্পর্কের যে দিকটা এই ছবি তুলে ধরে তা একেবারে আলাদা ৷" অভিনয়ের কথা বলতে গেলে ভিকিকে আগামী দিনে দেখা যাবে 'শ্যাম বাহাদুর' ছবিতে ৷ আর অন্য়দিকে সারা পর্দায় ফিরবেন 'মেট্রো ইন দিনো...' ছবির হাত ধরে ৷