ETV Bharat / entertainment

The Kerala Story BO Collection: 150 কোটির ক্লাবের দোরগোড়ায় 'দ্য কেরালা স্টোরি' - the kerala story box office collection day 10

10 দিনে 150 কোটির ক্লাবের দোরগোড়ায় পৌঁছে গেল আদা শর্মা অভিনীত 'দ্য় কেরালা স্টোরি' ৷ রবিবার এই ছবি আয় করল 23 কোটি টাকা ৷

The Kerala Story BO Collection
150 কোটির দোরগোড়ায় দ্য় কেরালা স্টোরি
author img

By

Published : May 15, 2023, 12:39 PM IST

Updated : May 16, 2023, 2:16 PM IST

মুম্বই, 15 মে: দ্রুত 150 কোটির দিকে এগিয়ে চলেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি 'দ্য় কেরালা স্টোরি' ৷ গত সপ্তাহের শেষে দারুণ ব্যবসা করল ছবিটি ৷ প্রথম সপ্তাহের শেষেই প্রমাণ হয়ে গিয়েছিল লম্বা রেসর ঘোড়া হতে চলেছে আদা শর্মা অভিনীত এই বিতর্কিত ছবিটি ৷ এবার দ্বিতীয় সপ্তাহের শেষেও শনিবার এই ছবি আয় করল 19.35 কোটি টাকা । আর রবিবার এই ছবির আয় হল 23 কোটি টাকা ৷ সব মিলিয়ে দ্বিতীয় সপ্তাহের শেষে এই ছবি ঘরে তুলে ফেলল প্রায় 136 কোটি টাকা ৷
বিশেষজ্ঞদের আশা, আগামী দু-এক দিনেই মধ্য়েই 150 কোটির ক্লাবে জায় করে নেবে ছবিটি ৷ 'দ্য কেরালা স্টোরি' বক্স অফিসে খাতা খুলেছিল 8 কোটি টাকা দিয়ে ৷ আর দশ দিন যেতে না যেতেই 150 কোটির ক্লাবের দরজায় দাঁড়িয়ে রয়েছে সুদীপ্ত সেনের ছবিটি ৷ রিপোর্ট অনুযায়ী, হিন্দিভাষী এলাকায় এই ছবির অকুপেন্সি রেট ছিল প্রায় 54.68% ৷

ইন্ডাস্ট্রি ট্র্য়াকারের রিপোর্ট অনুযায়ী, এর আগে বছরের সবচেয়ে বেশি আয় দু'টি ছবি ছিল 'পাঠান' এবং 'তু ঝুটি ম্যায় মক্কার' ৷ শাহরুখের ছবিকে টেক্কা দেওয়া সুদীপ্তর 'দ্য় কেরালা স্টোরি'র পক্ষে সম্ভব নয় ঠিকই তবে রণবীরের ছবিকে খুব তাড়াতাড়ি পিছনে ফেলে দিতে পারে এই ছবিটি ৷ বিভিন্ন রিপোর্ট বলছে লাভ রঞ্জন পরিচালিত আর রণবীর-শ্রদ্ধা অভিনীত রমকম ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার' দেশ জুড়ে 177 কোটির ব্য়বসা করেছিল ৷ বিশ্লেষকদের দাবি, খুব তাড়াতাড়ি আদা শর্মা অভিনীত 'দ্য় কেরালা স্টোরি' এই রেকর্ড ভেঙে বছরের সেরা সফল ছবির তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নেবে ৷

আরও পড়ুন: ট্র্যাফিক এড়াতে অচেনা ব্যক্তির বাইকে চড়ে বসলেন অমিতাভ...কী হল তারপর?
ইতিমধ্যেই অজয়ের 'ভোলা' ছবিকে আয়ের নিরিখে পিছনে ফেলে দিয়েছে 'দ্য় কেরালা স্টোরি' ৷ অজয়ের 'ভোলা' ছবির বক্স অফিসে আয় ছিল 111.64 কোটি টাকা ৷ সেই রেকর্ড ভেঙে ইতিমধ্য়েই 150 কোটির ক্লাবের দিকে পা বাড়িয়েছে সুদীপ্তর সিনেমা ৷ আগামিদিনে ছবিটি 200 কোটির ক্লাবেও জায়গা করে নিতে পারে কি না সেটাই দেখার ৷

মুম্বই, 15 মে: দ্রুত 150 কোটির দিকে এগিয়ে চলেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি 'দ্য় কেরালা স্টোরি' ৷ গত সপ্তাহের শেষে দারুণ ব্যবসা করল ছবিটি ৷ প্রথম সপ্তাহের শেষেই প্রমাণ হয়ে গিয়েছিল লম্বা রেসর ঘোড়া হতে চলেছে আদা শর্মা অভিনীত এই বিতর্কিত ছবিটি ৷ এবার দ্বিতীয় সপ্তাহের শেষেও শনিবার এই ছবি আয় করল 19.35 কোটি টাকা । আর রবিবার এই ছবির আয় হল 23 কোটি টাকা ৷ সব মিলিয়ে দ্বিতীয় সপ্তাহের শেষে এই ছবি ঘরে তুলে ফেলল প্রায় 136 কোটি টাকা ৷
বিশেষজ্ঞদের আশা, আগামী দু-এক দিনেই মধ্য়েই 150 কোটির ক্লাবে জায় করে নেবে ছবিটি ৷ 'দ্য কেরালা স্টোরি' বক্স অফিসে খাতা খুলেছিল 8 কোটি টাকা দিয়ে ৷ আর দশ দিন যেতে না যেতেই 150 কোটির ক্লাবের দরজায় দাঁড়িয়ে রয়েছে সুদীপ্ত সেনের ছবিটি ৷ রিপোর্ট অনুযায়ী, হিন্দিভাষী এলাকায় এই ছবির অকুপেন্সি রেট ছিল প্রায় 54.68% ৷

ইন্ডাস্ট্রি ট্র্য়াকারের রিপোর্ট অনুযায়ী, এর আগে বছরের সবচেয়ে বেশি আয় দু'টি ছবি ছিল 'পাঠান' এবং 'তু ঝুটি ম্যায় মক্কার' ৷ শাহরুখের ছবিকে টেক্কা দেওয়া সুদীপ্তর 'দ্য় কেরালা স্টোরি'র পক্ষে সম্ভব নয় ঠিকই তবে রণবীরের ছবিকে খুব তাড়াতাড়ি পিছনে ফেলে দিতে পারে এই ছবিটি ৷ বিভিন্ন রিপোর্ট বলছে লাভ রঞ্জন পরিচালিত আর রণবীর-শ্রদ্ধা অভিনীত রমকম ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার' দেশ জুড়ে 177 কোটির ব্য়বসা করেছিল ৷ বিশ্লেষকদের দাবি, খুব তাড়াতাড়ি আদা শর্মা অভিনীত 'দ্য় কেরালা স্টোরি' এই রেকর্ড ভেঙে বছরের সেরা সফল ছবির তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নেবে ৷

আরও পড়ুন: ট্র্যাফিক এড়াতে অচেনা ব্যক্তির বাইকে চড়ে বসলেন অমিতাভ...কী হল তারপর?
ইতিমধ্যেই অজয়ের 'ভোলা' ছবিকে আয়ের নিরিখে পিছনে ফেলে দিয়েছে 'দ্য় কেরালা স্টোরি' ৷ অজয়ের 'ভোলা' ছবির বক্স অফিসে আয় ছিল 111.64 কোটি টাকা ৷ সেই রেকর্ড ভেঙে ইতিমধ্য়েই 150 কোটির ক্লাবের দিকে পা বাড়িয়েছে সুদীপ্তর সিনেমা ৷ আগামিদিনে ছবিটি 200 কোটির ক্লাবেও জায়গা করে নিতে পারে কি না সেটাই দেখার ৷

Last Updated : May 16, 2023, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.