ETV Bharat / entertainment

The Kerala Story BO Day 5: অজয়ের 'ভোলা'কে পিছনে ফেলে 5 দিনেই 50 কোটির ক্লাবে 'দ্য কেরালা স্টোরি'

50 কোটির ক্লাবে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের 'দ্য কেরালা স্টোরি' ৷ মুক্তির 5 দিনের মধ্যেই মোট 56.72 কোটি টাকা ঘরে তুলে ফেলল এই ছবি ৷

The Kerala Story BO Day 5
50 কোটির ক্লাবে দ্য কেরালা স্টোরি
author img

By

Published : May 10, 2023, 12:23 PM IST

হায়দরাবাদ, 10 মে: বিতর্কের পর বিতর্ক, সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া এব রাজনৈতিক তরজার আবহেই ফের সকলকে চমকে দিল 'দ্য কেরালা স্টোরি' ৷ 5 দিনেই 50 কোটির ক্লাবে ঢুকে পড়ল ছবিটি ৷ এমনকী অনেক তারকা খচিত হিন্দি ছবির তুলনায় যে এই ছবির আয় বেশ ভালো তা মানতেই হবে ৷ তবে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর থেকে আয়ের ক্ষেত্রে এখনও পিছিয়ে সুদীপ্ত সেনের ছবি ।

পঞ্চম দিনে সারা দেশ জুড়ে 11.02 কোটি টাকার ব্য়বসা দিয়েছে সুদীপ্ত সেনের এই স্বপ্নের ছবি ৷ সপ্তাহের শুরুর দিনে 10 কোটি টাকা ঘরে তুলেছিল 'দ্য কেরালা স্টোরি' তাই মঙ্গলবারের হিসাব অনুযায়ী আয় আগের তুলনায় কিছুটা বেড়েছে ৷ ট্রেড অ্যানালিস্ট তথা সিনে সমালোচক তরণ আদর্শের রিভিউ অনুযায়ী গত পাঁচদিনে এই ছবি মোট 56.72 কোটি টাকা ঘরে তুলেছে ৷

আদা শর্মা অভিনীত এই বিতর্কিত ছবিটি বক্স অফিসে প্রথম দিন খাতা খুলেছিল 8.03 কোটি টাকা দিয়ে ৷ এরপর শনিবার এবং রবিবার মিলিয়ে মোট 27.62 কোটি টাকা ঘরে তুলেছিল এই ছবি ৷ তুলনা করলে দেখা যায় অজয় দেবগণের 'ভোলা' ছবিটি 50 কোটির ক্লাবে জায়গা করেছিল সাত দিনে ৷ তার চেয়ে অনেক দ্রুত এই ক্লাবে জায়গা করে নিল 'দ্য কেরালা স্টোরি' ৷

বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি সবার চেনা কেরলের অচেনা ছবি তুলে ধরার চেষ্টা করেছে ৷ সিনেমায় নার্সিং কলেজে তিনটি মেয়ের মগজধোলাই করে তাদের ধর্ম পরিবর্তনের চেষ্টা করে তাদের কিছু বন্ধু ৷ দু'জনের ক্ষেত্রে পরিকল্পনা সফলও হয়। তার মধ্যে একজনকে ফাঁসানো হয় প্রেমের জালে ৷ বিয়ের আগেই সে গর্ভবতী হয়ে পড়ে আর তার প্রেমিকও এই সময় তাকে ছেড়ে চলে যায় ৷ এরপর পাকে চক্রে তাকে যোগ দিতে হয় আইএসআইএস-এ ৷ এরপরের অংশ জঙ্গি সংগঠনের ভয়বহতা তুলে ধরে ছবিটি। পর্দায় উঠে আসে নারী বিদ্বেষের প্রসঙ্গও।

ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক অব্যাহত ৷ উত্তর প্রদেশ এবং মধ্য় প্রদেশে যেমন কর মুক্ত করা হয়েছে এই ছবিকে ৷ তেমনই আবার বাংলা নিষিদ্ধ ঘোষণা করেছে 'দ্য কেরালা স্টোরি'কে ৷ অন্যদিকে ছবিটিকে করমুক্ত করার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ। এরই মধ্যে বক্সঅফিসে সাফল্য পেল সুদীপ্ত সেনের এই চর্চিত ছবিটি ।

আরও পড়ুন: আসছে রহস্যে মোড়া 'উলঝ', শ্যুটিং কবে? জানালেন জাহ্নবী

হায়দরাবাদ, 10 মে: বিতর্কের পর বিতর্ক, সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া এব রাজনৈতিক তরজার আবহেই ফের সকলকে চমকে দিল 'দ্য কেরালা স্টোরি' ৷ 5 দিনেই 50 কোটির ক্লাবে ঢুকে পড়ল ছবিটি ৷ এমনকী অনেক তারকা খচিত হিন্দি ছবির তুলনায় যে এই ছবির আয় বেশ ভালো তা মানতেই হবে ৷ তবে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর থেকে আয়ের ক্ষেত্রে এখনও পিছিয়ে সুদীপ্ত সেনের ছবি ।

পঞ্চম দিনে সারা দেশ জুড়ে 11.02 কোটি টাকার ব্য়বসা দিয়েছে সুদীপ্ত সেনের এই স্বপ্নের ছবি ৷ সপ্তাহের শুরুর দিনে 10 কোটি টাকা ঘরে তুলেছিল 'দ্য কেরালা স্টোরি' তাই মঙ্গলবারের হিসাব অনুযায়ী আয় আগের তুলনায় কিছুটা বেড়েছে ৷ ট্রেড অ্যানালিস্ট তথা সিনে সমালোচক তরণ আদর্শের রিভিউ অনুযায়ী গত পাঁচদিনে এই ছবি মোট 56.72 কোটি টাকা ঘরে তুলেছে ৷

আদা শর্মা অভিনীত এই বিতর্কিত ছবিটি বক্স অফিসে প্রথম দিন খাতা খুলেছিল 8.03 কোটি টাকা দিয়ে ৷ এরপর শনিবার এবং রবিবার মিলিয়ে মোট 27.62 কোটি টাকা ঘরে তুলেছিল এই ছবি ৷ তুলনা করলে দেখা যায় অজয় দেবগণের 'ভোলা' ছবিটি 50 কোটির ক্লাবে জায়গা করেছিল সাত দিনে ৷ তার চেয়ে অনেক দ্রুত এই ক্লাবে জায়গা করে নিল 'দ্য কেরালা স্টোরি' ৷

বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি সবার চেনা কেরলের অচেনা ছবি তুলে ধরার চেষ্টা করেছে ৷ সিনেমায় নার্সিং কলেজে তিনটি মেয়ের মগজধোলাই করে তাদের ধর্ম পরিবর্তনের চেষ্টা করে তাদের কিছু বন্ধু ৷ দু'জনের ক্ষেত্রে পরিকল্পনা সফলও হয়। তার মধ্যে একজনকে ফাঁসানো হয় প্রেমের জালে ৷ বিয়ের আগেই সে গর্ভবতী হয়ে পড়ে আর তার প্রেমিকও এই সময় তাকে ছেড়ে চলে যায় ৷ এরপর পাকে চক্রে তাকে যোগ দিতে হয় আইএসআইএস-এ ৷ এরপরের অংশ জঙ্গি সংগঠনের ভয়বহতা তুলে ধরে ছবিটি। পর্দায় উঠে আসে নারী বিদ্বেষের প্রসঙ্গও।

ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক অব্যাহত ৷ উত্তর প্রদেশ এবং মধ্য় প্রদেশে যেমন কর মুক্ত করা হয়েছে এই ছবিকে ৷ তেমনই আবার বাংলা নিষিদ্ধ ঘোষণা করেছে 'দ্য কেরালা স্টোরি'কে ৷ অন্যদিকে ছবিটিকে করমুক্ত করার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ। এরই মধ্যে বক্সঅফিসে সাফল্য পেল সুদীপ্ত সেনের এই চর্চিত ছবিটি ।

আরও পড়ুন: আসছে রহস্যে মোড়া 'উলঝ', শ্যুটিং কবে? জানালেন জাহ্নবী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.